নারীদের পবিত্রতা নিয়ে ইসলামের ১৫টি নির্দেশনা
নারীদের পবিত্রতা নিয়ে ইসলামের ১৫টি নির্দেশনা জানা জরুরী যদি একজন নারী সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে চাই তাহলে। পবিত্র থাকা আমাদের সকলের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। নারীদের পবিত্রতা নিয়ে ইসলামের ১৫টি নির্দেশনা জানা থাকলে খুব সহজেই পবিত্র থাকা যায়। এই আর্টিকেলে আপনাদের সুবিধার্থে নারীদের পবিত্রতা নিয়ে ইসলামের ১৫টি নির্দেশনা আলোচনা করা হবে।
আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে নারীদের পবিত্রতা নিয়ে ইসলামের ১৫টি নির্দেশনা সম্পর্কে জানতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে নারীদের পবিত্রতা নিয়ে ইসলামের ১৫টি নির্দেশনা সম্পর্কে জেনে নেওয়া যাক।
কনটেন্ট সূচিপত্রঃ নারীদের পবিত্রতা নিয়ে ইসলামের ১৫টি নির্দেশনা
- পবিত্রতা কতটা গুরুত্বপূর্ণ
- নারীদের পবিত্রতায় ইসলামের ১৫টি নির্দেশনা
- ইসলামে নারীদের পর্দার নির্দেশনা
- পবিত্র থাকার ফজিলত
- উপসংহার
পবিত্রতা কতটা গুরুত্বপূর্ণ?
ইসলামের শুরু হয় পবিত্রতা দিয়ে। ইসলামে ইমান বা বিশ্বাসের মূল কথা হলো কালিমা তাইয়েবা। ইসলামে প্রতিটি ব্যক্তিকে পবিত্র থাকার কথা বলা হয়েছে সেটা নারী হোক অথবা পুরুষ। আজকে আমরা নারীদের পবিত্রতা নিয়ে ইসলামের ১৫টি নির্দেশনা নিয়ে আলোচনা করব। প্রতিটি নারীর জন্য এ বিষয়গুলো জেনে নেওয়া জরুরী।
আরো পড়ুনঃ হায়েজ অবস্থায় কুরআন পড়া - হায়েজ অবস্থায় আমল ও নিষিদ্ধ কাজ
আত্মিক পবিত্রতার পাশাপাশি শারীরিক পবিত্রতাও জরুরি। সঙ্গে সঙ্গে ইসলাম সার্বক্ষণিক পবিত্রতা রক্ষায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি ইবাদতে পবিত্রতার শর্তারোপ করেছে। নামাজ পড়া, কোরআন মাজিদ স্পর্শ করা ও কাবা শরিফ তাওয়াফ করা এই তিন ইবাদত সম্পাদনের জন্য পবিত্রতাকে পূর্বশর্ত হিসেবে ফরজ করা হয়েছে।
পবিত্রতা সম্পর্কে মহান আল্লাহ তায়ালার নির্দেশ, "আমার সঙ্গে কোনো শরিক স্থির কোরো না এবং আমার ঘরকে পবিত্র রেখো।" {সুরা হজঃ ২৬} পবিত্র পরিচ্ছদ গ্রহণ বা পোশাক পবিত্রকরণ ও আবিলতামুক্ত হওয়ার বিষয়ে আল্লাহ তাআলার আদেশ, "হে বস্ত্রাচ্ছাদিত! উঠুন, সতর্ক করুন এবং আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আপনার পরিচ্ছদ পবিত্র রাখুন, অপবিত্রতা পরিহার করে চলুন।" {সুরা মুদ্দাছছিরঃ ১-৪}
নামাজের ১৩টি অপরিহার্য ফরজের প্রথম পর্বের বাধ্যতামূলক সাতটি শর্তের প্রথম তিনটিই হলো পবিত্রতাবিষয়ক শরীর পাক, কাপড় পাক ও নামাজের জায়গা পাক। নামাজভঙ্গের ১৯টি কারণের একটি হলো নাপাক জায়গায় সিজদা করা। পবিত্র হওয়ার অন্যতম একটি মাধ্যম হলো ওযু করা।
অজুর চারটি ফরজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, "হে মুমিনেরা! যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসাহ করবে এবং পা টাকনু পর্যন্ত ধৌত করবে, যদি তোমরা অপবিত্র থাকো, তবে বিশেষভাবে পবিত্র হবে। তোমরা যদি পীড়িত হও অথবা পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে।" {সুরা মায়িদাহঃ ৬}
নারীদের পবিত্রতায় ইসলামের ১৫টি নির্দেশনা
পবিত্র থাকা প্রতিটি নারীর জন্য অত্যন্ত জরুরি। অনেক সময় বিভিন্ন কারণে নারীরা অপবিত্র হয়ে যায়। অবশ্যই একজন নারীর নারীদের পবিত্রতা নিয়ে ইসলামের ১৫টি নির্দেশনা সম্পর্কে জেনে রাখা উচিত এতে করে খুব সহজেই পবিত্রতার বিষয়গুলো পরিষ্কারভাবে বোঝা যায়।
নারীদের পবিত্রতা নিয়ে ইসলামের ১৫টি নির্দেশনাঃ
১। টয়লেটে শেষে নারী-পুরুষ উভয় ঢিলা বা টিস্যু ও পানি ব্যবহার করবে। নারীদের মলমূত্র ত্যাগের পর পানি ও টিস্যু উভয়টি ব্যবহার করা উত্তম। আর পেশাবের পর শুধু পানি ব্যবহার করে নিলেই চলবে। এ ক্ষেত্রে ঢিলা বা টিস্যু ব্যবহারের প্রয়োজন নেই। তবে পুরুষের জন্য টয়লেট শেষে টিস্যু ও পানি উভয়টি নেওয়াই উত্তম। {রদ্দুল মুহতারঃ ১-৩৩৭, আলমুহিতুল বুরহানিঃ ১-৪৩}
২। বাসায় ছোট-বড় মাছ কাটতে হয়। অনেক সময় কাপড়ে মাছের রক্ত লেগে যায়। তখন সন্দেহ হয় কাপড় নাপাক হয়ে গেল কি না। এ ক্ষেত্রে বিধান হলো, যেহেতু মাছের রক্ত অপবিত্র নয়, তাই মাছের রক্ত কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হবে না।
মাছের রক্ত মাখা কাপড়ে সব ধরনের ইবাদত করতে কোনো বাধা নেই। তবে উত্তম হলো কাপড় পরিবর্তন করে ইবাদত করা। {মুসান্নাফ ইবনে আবি শাইবাঃ ২০৩৬, আলমাবসুত, সারাখসিঃ ১-৮৭}
৩। লিপস্টিক ও নেইলপলিশ গুলো চামড়ায় পানি প্রবেশ করতে বাধা প্রদান করে থাকে। অথচ শরীরে পানি প্রবেশ না করলে অজু, গোসল বৈধ হয় না। তবে মেহেদির মতো যদি পলিশের কোনো প্রলেপ না থাকে তাহলে অজু শুদ্ধ হবে। {খোলাসাতুল ফাতওয়াঃ ৪-৩৭৭, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ ১-২}
৪। নারীরা শিশুকে দুধ পান করানোর দ্বারা তাদের অজু ভঙ্গ হবে না। তবে নামাজ অবস্থায় কোনো শিশু দুধ পান করে নিলে নামাজ ভেঙে যাবে। {আদ্দুররুল মুখতারঃ ১-৬২৫}
৫। দুগ্ধপায়ী ছোট বাচ্চা মুখ ভরে বমি করলে তা বড় মানুষের মতোই নাপাক এবং তা কাপড়ে পড়লে ধৌত করতে হবে। মুখ ভরে বমি না করলে তা নাপাক হবে না। {আদ্দুররুল মুখতারঃ ১-১৩৭}
৬। আর অজু, গোসল করার সময় নারীদের নাকফুলের ছিদ্রে পানি পৌঁছানো জরুরি। {আল মুহিতুল বুরহানিঃ ৮০}
৭। নারীদের যেহেতু টাখনুর নিচে কাপড় পরার বিধান। তাই বৃষ্টির দিনে অনেক সময় রাস্তায় বের হলে রাস্তার কাদা বোরকা, শাড়ি ও জামা, কাপড়ে লেগে যায়। তখন অনেকের ধারণা হয় যে কাপড় অপবিত্র হয়ে গেছে। অথচ বিষয়টি এমন নয়। কারণ রাস্তার কাদা নাপাক নয়।
কিন্তু কাদামাটির মধ্যে নাপাকি দৃশ্যমান হলে কাদার ওই অংশ অপবিত্র বলে গণ্য হবে। কাপড়ে এ ধরনের কাদা বেশি পরিমাণে লেগে গেলে তা নিয়ে নামাজ শুদ্ধ হবে না। তা ধুয়ে নিতে হবে। তবে ধোয়ার সুযোগ থাকলে এমন ময়লা কাপড়ে নামাজসহ অন্য ইবাদত না করাই ভালো। {কিতাবুল আসলঃ ১-৫২}
৮। পবিত্রতা সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, "এবং তিনি আকাশ থেকে তোমাদের ওপর বারি বর্ষণ করেন, তা দিয়ে তোমাদের পবিত্র করার জন্য।" {সূরা আনফালঃ ১১} "এবং আমি আকাশ থেকে বিশুদ্ধ পানি বর্ষণ করি।" {সূরা আল ফুরকানঃ ৪৮}
৯। আল্লাহ পবিত্র তাই তিনি পবিত্রতা পছন্দ করেন এবং পবিত্রগণকে ভালোবাসেন। আত্মিক পবিত্রতার প্রথম ধাপ হলো তওবা তথা পাপ বর্জন করে পুণ্যের পথে ফিরে আসা। আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয়ই আল্লাহ তওবাকারীগণকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন।" (সূরা বাকারাঃ ২২২}
আরো পড়ুনঃ নাপাক অবস্থায় রোজা রাখা যাবে কিনা জেনে নিন
১০। পবিত্র পরিচ্ছদ গ্রহণ বা পোশাক পবিত্রকরণ মুক্ত হওয়ার বিষয়ে আল্লাহ তায়ালার আদেশ, "হে বস্ত্রাচ্ছাদিত! উঠুন, সতর্ক করুন এবং আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আপনার পরিচ্ছদ পবিত্র রাখুন, অপবিত্রতা পরিহার করে চলুন।" {সূরা মুদ্দাছছিরঃ ১-৪}
১১। পবিত্রতা অর্জন ও তা রক্ষা করার জন্য তাকওয়া অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন, "যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়ার ওপর স্থাপিত হয়েছে উহাই আপনার সালাতের জন্য অধিক উপযুক্ত। সেথায় এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ ভালোবাসেন।" {সূরা তওবাঃ ১০৮}
১২। আল কোরআন পবিত্র তাই এটি স্পর্শ করতে পবিত্র হতে হয়। আল্লাহ তায়ালা বলেছেন, "নিশ্চয়ই ইহা সম্মানিত কোরআন, যা আছে সুরক্ষিত কিতাবে। যারা পূত পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ তা স্পর্শ করে না। ইহা জগতের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ।" {সূরা ওয়াকিআহঃ ৭৭-৭৯}
১৩। পবিত্রতা নবী, রাসুলদের বিশেষ গুণ বা বৈশিষ্ট্য। পবিত্র কোরআনে তাঁদের পরিচয় বিবৃত হয়েছে, "নিশ্চয়ই তারা এমন লোক, যারা অতি পবিত্র হতে চায়।" {সুরা আরাফঃ ৮২, সুরা নমলঃ ৫৬}
১৪। অজুর ফজিলত সম্পর্কে হাদিস শরিফে রাসুলুল্লাহ সাঃ বলেছেন, "যে ব্যক্তি ভালোভাবে অজু করল, অতঃপর কালিমা শাহাদত পড়ল, তার জন্য জান্নাতের আটটি দরজাই খোলা থাকবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে।" {মুসলিমঃ ২৩৪, আবুদাউদঃ ১৬৯, তিরমিজিঃ ৫৫, ইবনে মাজাহঃ ৪৭০}
১৫। মহানবী হজরত মুহাম্মদ সাঃ ইরশাদ করেন, "তোমরা তোমাদের উঠান ও আঙিনা পরিচ্ছন্ন রাখো।" মুহাম্মদ সাঃ আরো বলেন, "নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন।" আশা করি নারীদের পবিত্রতা নিয়ে ইসলামের ১৫টি নির্দেশনা জানতে পেরেছেন।
ইসলামে নারীদের পর্দার নির্দেশনা
পর্দা শব্দটি মূলত ফার্সী। যার আরবী প্রতিশব্দ হিজাব। পর্দা বা হিজাবের বাংলা অর্থ আবৃত করা, ঢেকে রাখা, আবরণ, আড়াল, অন্তরায়, আচ্ছাদান, বস্ত্রাদি দ্বারা সৌন্দর্য ঢেকে নেয়া, আবৃত করা বা গোপন করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায়, নারী-পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা অর্জনের নিমিত্তে উভয়ের মাঝে শরীয়ত কর্তৃক নির্ধারিত যে আড়াল বা আবরণ রয়েছে তাকে পর্দা বলা হয়।
পর্দা ইসলামের সার্বক্ষণিক পালনীয় অপরিহার্য বিধান। কোরআন-সুন্নাহর অকাট্য দলীল প্রমাণাদির ভিত্তিতে নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি বিধানাবলীর মতো সুস্পষ্ট এক ফরয বিধান। আল্লাহ তায়ালাই এ বিধানের প্রবর্তক।
এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, "যখন তোমরা তাদের নিকট কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। এ বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ।" {সূরা আহযাবঃ ৫৩}
আল্লাহ তায়ালা বলেন, "আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ের নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মু’মিন নারীর জন্য সে বিষয় অমান্য করার কোনো অধিকার থাকে না। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে সে অবশ্যই পথভ্রষ্ট।" {সূরা আহযাবঃ ৩৬}
হাদীস শরীফেও পর্দার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ রাঃ থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাঃ বলেন, নারী পর্দাবৃত থাকার বস্তু। যখন সে পর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। {তিরমিযীঃ ১১৭৩}
পবিত্র থাকার ফজিলত
উপরের আলোচনায় নারীদের পবিত্রতা নিয়ে ইসলামের ১৫টি নির্দেশনা সম্পর্কে জেনে এসেছি। শুধু নারী নয় পুরুষদের জন্য পবিত্র থাকা অত্যন্ত জরুরী। যদি আমরা সব সময় পবিত্র থাকি তাহলে আল্লাহ তায়ালা আমাদের সাথে থাকেন। আমাদের সাথে ভালো ফেরেশতা নিয়োজিত করে দেন। চলুন পবিত্র থাকার ফজিলত সম্পর্কে জেনে নেওয়া যাক।
কোরআনে কারীমে আল্লাহ 8 ইরশাদ করেছেন, "হে মু’মিনগণ! যখন তোমরা নামাযের জন্য দাঁড়াতে যাবে, তখন তোমাদের মুখমন্ডল এবং কনুই পর্যন্ত হাতগুলি ধৌত করো আর তোমাদের মাথা মাছ্হ্ করো এবং টাখনু পর্যন্ত অর্থাৎ গিট বা টাখনু সহ তোমাদের পা গুলো ধৌত করো।"
পবিত্রতা ঈমানের অর্ধেক হাদিসের ব্যাখ্যায় শাহ ওয়ালিউল্লাহ রহঃ বলেন, "এখানে ঈমান দ্বারা অন্তরের সেই অবস্থা বোঝানো হয়েছে, যা পবিত্রতা ও নম্রতার নূরের সমন্বয়ে গঠিত। পবিত্রতা অন্তরের অন্তর্মূলে প্রভাব বিস্তার করে। তা আত্মাকে পূতপবিত্র করে।
নির্মল করে এবং তাকে ফেরেশতাদের সঙ্গে মিলিয়ে দেয়। অনেক নোংরা ও নাপাক অবস্থা বিস্মৃত করে দেয়। মূলত অভ্যন্তরীণ বৈশিষ্ট্যকে অজুর বাহ্যিক বৈশিষ্ট্য হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। {হুজ্জাতুল্লাহিল বালিগাহ পৃষ্ঠাঃ ১৭৪} পবিত্রতা দীনের ভিত্তি। নামাজসহ একাধিক ইবাদতের জন্য পবিত্রতার শর্তারোপ করেছে ইসলামি শরিয়ত।
একাধিক আয়াত ও হাদিসে মুমিনদের পরিষ্কার, পরিচ্ছন্নতার সঙ্গে পবিত্র জীবন যাপনের তাগিদ দেওয়া হয়েছে। মহানবী সঃ বলেছেন, "পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর দীনের ভিত্তি স্থাপিত।" {মাউসুআতু আতরাফিল হাদিস আন-নাবাবি পৃষ্ঠাঃ ২৯৪}
আরো পড়ুনঃ রোজা রাখা অবস্থায় মাসিক হলে করণীয় কি
আয়েশা রাঃ থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ সাঃ বলেন, "ইসলাম পরিচ্ছন্ন। সুতরাং তোমরা পরিচ্ছন্নতা অর্জন করো। নিশ্চয়ই জান্নাতে কেবল পরিচ্ছন্ন ব্যক্তিই প্রবেশ করবে।" {ফাইজুল কাদিরঃ ৩০৬৫} ইসলামে পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ সবসময় পবিত্র থাকতেন। আমাদের থাকা নির্দেশ দিয়েছেন।
নারীদের পবিত্রতা নিয়ে ইসলামের ১৫টি নির্দেশনাঃ উপসংহার
পবিত্রতা কতটা গুরুত্বপূর্ণ, নারীদের পবিত্রতা নিয়ে ইসলামের ১৫টি নির্দেশনা, ইসলামে নারীদের পর্দার নির্দেশনা, পবিত্র থাকার ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আশা করি আপনারা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন। আপনাদের বিষয়গুলো জানাতে পেরে আমরা আনন্দিত।
আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন আর্টিকেলে অবশ্যই সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকুন এই ধরনের আর্টিকেল নিয়মিত প্রকাশ করা হয়।২০৮৭৬
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url