যে ১৫টি কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে

যে ১৫টি কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে এবং আলা জিহ্বা ফুলে গেলে কি করবেন তা কি আপনি জানেন? আলা জিহ্বা আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। যে ১৫টি কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে এবং আলা জিহ্বা ফুলে গেলে কি করবেন আমাদের সবার জানা উচিত। তাই আমি আপনাদের জন্য যে ১৫টি কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে তা জানাবো।

আপনার আলা জিহ্বা ফুলে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। আলা জিহ্বা ফুলে যাওয়ার অনেক কারণ রয়েছে। কিন্তু কারণ গুলো বেশি ক্ষতিকর নয় একটু চিকিৎসা করলেই আলা জিহ্বা ফুলে গেলে তা ঠিক করা যায়। চলুন যেনে নেওয়া যাক যে ১৫টি কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে এবং আলা জিহ্বা ফুলে গেলে কি করবেন তার বিস্তারিত।

সূচিপত্রঃ যে ১৫টি কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে

যে ১৫টি কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে

আলা জিহ্বা খুব নরম একটি অঙ্গ তাই এটা খুব অল্প কারণে ফুলে যেতে পারে। কিন্তু আলা জিহ্বা ফুলে গেলে কি করবেন এটা অনেকে বুঝতে পারেন না। আলা জিহ্বা ফুলে গেলে তার কারণ না জেনেই আমরা খুব ভয় পেয়ে যায়। যদি খুব দ্রুত ফুলে যায় অথবা গুরুতর হয় এবং মনে হয় গলায় কিছু আঁটকে আছে, শ্বাস নিতে অসুবিধা, মাথা ঘোরা বা অজ্ঞান বোধ করা হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি একটি জীবন-হুমকির পরিস্থিতি হতে পারে। তাহলে নিচে যে ১৫টি কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে এবং আলা জিহ্বা ফুলে গেলে কি করবেন জেনে নিন।

আপনার যদি অ্যালার্জি থাকে

আলা জিহ্বা ফুলে যাওয়ার সবচেয়ে সাধারণ কারণ হল বিভিন্ন উপাদান থেকে অ্যালার্জি হওয়া।  অ্যালার্জি সমস্যা হালকা থেকে জীবন-হুমকির দিকে নিয়ে যেতে পারে। তবে আলা জিহ্বা ফুলে যেতে পারে যদি আপনার কোনো খাবারে অ্যালার্জি থাকে তাই খাবার গুলো এড়িয়ে চললে এটা থেকে মুক্তি পেতে পারেন। যার মধ্যে রয়েছেঃ

  • চিনাবাদাম এবং গাছের বাদাম
  • তিল বীজ
  • দুধ
  • ডিম
  • সয়া
  • গম
  • মাছ এবং শেলফিশ
  • এছাড়াও দাঁতের মাজন, মাউথওয়াশ মতো কিছু মুখের যত্নের পণ্যগুলিতে কারো কারো অ্যালার্জি থাকতে পারে।

কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া

কিছু ওষুধের পার্শপ্রতিক্রিয়া হল আলা জিহ্বা ফুলে যাওয়ার আরেকটি প্রধান কারণ। তাহলে যে ১৫টি কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে তার অন্যতম প্রধান কারণ হল এটা। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি অ্যালার্জি হতে পারে বা নাও হতে পারে। যে ওষুধের কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে তার মধ্যে রয়েছেঃ

আরো পড়ুনঃ এইডস রোগ প্রতিরোধে আক্রান্ত রোগীদের যে বিষয়গুলো মেনে চলতে হবে

  • এন্টিডিপ্রেসেন্টস ওষুধ
  • রক্তচাপ কমানোর ওষুধ
  • ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগস
  • লিথিয়াম কার্বনেট
  • খাওয়ার গর্ভনিরোধক ওষুধ যাতে ইস্ট্রোজেন থাকে

আলা জিহ্বাতে সংক্রমণ

বেশ কিছু ভাইরাল, ছত্রাক এবং ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে। আপনার যদি কোনো কারণে আলা জিহ্বাতে আঘাত লাগে তাহলে সেখানে ভাইরাল, ছত্রাক এবং ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে আর আলা জিহ্বা ফুলে যেতে পারে। এর মধ্যে রয়েছেঃ

  • হারপিস সিমপ্লেক্স ভাইরাস
  • হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV)
  • সিফিলিস
  • গনোরিয়া

ত্বক এর সমস্যা

কিছু ত্বকের রোগ আছে খুব জটিল হতে পারে। ত্বকের রোগ আলা জিহ্বা সহ আমাদের ত্বকের অনেক রোগ হতে পারে। ত্বকের রোগ যা আলা জিহ্বার জ্বালা এবং ফোলা সৃষ্টি করতে পারে তার মধ্যে রয়েছেঃ

  • পেমফিগাস - এটি একটি প্রাণঘাতী অটোইমিউন রোগ যা ত্বকে ফোস্কা এবং মুখের ঘা সৃষ্টি করে
  • ওরাল লাইকেন প্ল্যানাস - একটি প্রদাহজনক রোগ যা মুখের চারপাশে ফোলা এবং ঘা সৃষ্টি করে
  • ওরাল সোরিয়াসিস - একটি অটোইমিউন রোগ যা আলা জিহ্বা ফোলা এবং জিভের অনেক সমস্যার কারণ হতে পারে।

আলা জিহ্বাতে আঘাত

যদি খুব গরম খাবার খাওয়া হয় তাহলে আলা জিহ্বা নরম হওয়ার কারণে এটি পুড়ে যেতে পারে। ফলে এখানে ব্যাকটেরিয়া আক্রমণ হয়ে জিহ্বা ফুলে যায়। এছাড়াও যদি কোন চিকিৎসার জন্য গলা দিয়ে টিউব জাতীয় কিছু প্রবেশ করানো হয়। তখন আলা জিহ্বাতে আঘাত লেগে তা ফুলে যায়।
আবার গলায় টনসিল হলে তার অপারেশনের জন্য আলা জিহ্বাতে আঘাত লেগে ফুলে যেতে পারে। সেই আঘাত লাগা স্থানে ব্যাকটেরিয়ার আক্রমণে ইনফেকশন হতে পারে। এটা হলে খুব খারাপ অবস্থা হতে পারে। যদি এরকম হয়ে থাকে তাহলে গরম পানি দিয়ে কুলকুচা করুন এবং বরফের টুকরো চুষতে পারেন। 

পেটের অ্যাসিডের জন্য জ্বালা

অনেক দিন থেকে পেটে অ্যাসিড হলে তা কখন কখন গলায় উঠে আসে। এর কারণে গলার পিছনের অংশ জ্বালা এবং আলা জিহ্বা ফুলে যেতে পারে। পেটের অ্যাসিড যখন গলায় উঠে আসে তখন আলা জিহ্বা তে খুব জ্বালা করে কারণ এটা খুব নরম। এই কারণে আলা জিহ্বা ফুলে গেলে কি করবেন তা হল  অ্যালকোহল, মশলাদার খাবার এবং তামাকের মতো বিরক্তিকর খাবার খাওয়া থেকে বিরত থাকুন কারণ এগুলা জিহ্বাকে জ্বালাতন এবং প্রদাহ করতে পারে।

আপনার মুখ সব সময় শুষ্ক থাকলে

মুখ, গলা ও আলা জিহ্বা সবসময় ভেজা ও আদ্র পরিবেশে ভালো থাকে। কিন্তু কোনো কারণে যদি এসব স্থান শুষ্ক থাকে যেমন সর্দি এবং কোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কারণে। প্রচুর পরিমাণ পানি পান করার পরও যদি শুষ্ক থাকে তাহলে প্রদাহ, ব্যথা, লাল ভাব এবং সাথে ফুলে যেতে পারে। নিয়মিত বেশি পানি পান করলে এবং মুখের স্প্রে ব্যবহার করলে এই সমস্যার সমাধান করা যেতে পারে। যে ১৫টি কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে তার মধ্যে এটি একটি কারণ।

ঘুমানোর সময় জোরে নাক ডাকা

আমাদের অনেকের মধ্যে এই সমস্যাটা আছে। ঘুমিয়ে গেলে অনেক জোরে নাক ডাকলে পরে কিছু মনে থাকেনা। এটা হাস্যকর হলেও এর একটা খারাপ দিক রয়েছে। খুব জোরে নাক ডাকার ফলে আলা জিহ্বা প্রচুর পরিমাণ কম্পিত হয়ে আলা জিহ্বা ফুলে যায়।

আলা জিহ্বা ফুলে যাওয়ার অনেক কারণ গুলোর চিকিৎসা করে ভালো করা যায় কিন্তু নাক ডাকার সমস্যা আমাদের তেমন কোনো সমস্যা করে না তাই আমরা এটা নিয়ে অতটা ভাবি না। কিন্তু যদি আলা জিহ্বা ফুলে যায় তাহলে এর জন্য ডাক্তারের চিকিৎসা নিতে পারেন।

অ্যালকোহল এবং ধূমপান করলে

বেশি পরিমাণ অ্যালকোহল এবং ধূমপান করা শুধু আলা জিহ্বা বা গলার জন্যই নয় শরীরের অন্যান্য অনেক ক্ষতি করে। আপনি যখন বেশি অ্যালকোহল এবং ধূমপান একসাথে করেন তাহলে গলায় খুব বেশি প্রভাব ফেলে এবং গলা জ্বলতে থাকে ফলে আলা জিহ্বা ফুলে জেতে পারে। আপনি যদি এই সমস্যা এড়াতে চান তাহলে আপনাকে অ্যালকোহল এবং ধূমপান করা বাদ দিয়ে দিতে হবে।

যদি দুইটা একসাথে বাদ দিতে সমস্যা হয়ে তাহলে একটা বাদ দিতে হবে এবং একটা খাওয়া খুব কম করতে হবে। যদি পারেন না খাওয়ায় ভালো হবে কারণ এগুলা শুধু এই সমস্যা শরীরের বেশিরভাগ রোগের কারণ। তাই যে ১৫টি কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে তার মধ্যে এটিও একটি কারণ।

ভিটামিনের অভাব

আমাদের শরীরে ভিটামিনের অভাব হলে অনেক সমস্যা হয়। আর জিহ্বা বা আলা জিহ্বার সমস্যা হয় সাধারণত বি ভিটামিনের কারণে। তাই আলা জিহ্বার জিহ্বার প্রদাহ বি ভিটামিনের কম হয়ে যাওয়ার ফলে হতে পারে যার মধ্যে রয়েছেঃ
  • ভিটামিন বি 1
  • ভিটামিন বি 2
  • ভিটামিন বি 3
  • ভিটামিন বি 6
  • ভিটামিন বি 9
  • ভিটামিন বি 12

জিহ্বা ক্যান্সার

বিরল ক্ষেত্রে একটি আলা জিহ্বা ফুলে যায় যদি জিহ্বাতে ক্যান্সার হয়। জিহ্বায় একটি টিউমার সাধারণত ফুলে যাওয়ার কারণ হতে পারে। যদি অনেক দিন থেকে আলা জিহ্বাতে কোনো কারণে ইনফেকশন হয়ে থাকে তা ভালো না হয় তাহলে এটা ক্যান্সারের লক্ষণ হতে পারে।
যদি আলা জিহ্বাতে ক্যান্সার হয় তাহলে ফুলে যাওয়ার সাথে সাথে ব্যথা, প্রদাহ, এবং লাল ভাব থাকবে। আলা জিহ্বাতে ইনফেকশনের জন্য খাবার খাওয়ার সময় ব্যথা এবং কথা বলতে কষ্ট হবে। যদি আপনার আলা জিহ্বাতে এরকম লক্ষণ গুলো দেখতে পান তাহলে তাড়াতাড়ি চিকিৎসা নিন।

এছাড়াও যে ১৫টি কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে তার আরো তিনটি কারণ হলঃ
  • একটি আন্ডারঅ্যাক্টিভ থাইরয়েড সমস্যা 
  • খুব গরম খাবার খাওয়া
  • যদি আপনার পিটুইটারি গ্রন্থি কাজ করছে

যে ১৫টি কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে - শেষ কথা

অনেক কারণে আলা জিহ্বা ফুলে যেতে পারে কিন্তু বেশিরভাগই গুরুতর নয়। যাইহোক আলা জিহ্বা ফুলে যাওয়ার অ্যালার্জি সবচেয়ে সাধারণ কারণ এবং যদি চিকিত্সা না করা হয় তবে জীবন-হুমকি হতে পারে। আলা জিহ্বা ফুলে গেলে শ্বাস নিতে, কথা বলতে বা গিলতে অসুবিধা হয় তাই এরকম সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে হবে। ফুলে যাওয়া জিভের অন্যান্য সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে ওষুধের প্রতিক্রিয়া, জ্বালা, আঘাত এবং অটোইমিউন রোগ। উপরে এসবের বিস্তারিত দেখে নিন। [জব আইডি=২২৪৯৮]

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url