গিমা শাক এর উপকারিতা ও ঔষধি গুণ
গিমা শাক এর উপকারিতা ও ঔষধি গুণ
গিমা শাক এর উপকারিতা ও ঔষধি গুণ সম্পর্কে বলা যায়- ‘গিমা’ বা ‘গিমে’ নামটি অপরিচিত হলেও বাংলাদেশের অধিকাংশ এলাকায় পাওয়া যায়। তবে সাধারণত এই শাক হাটে-বাজারে খুব একটা দেখা যায় না। এটি দেখতে অনেকটা আগাছার মতো। লতানো চিকন ডাল বিশিষ্ট গিমা শাক ঝোপের আকারে মাটির সঙ্গে লেগে থাকে, এটি পুকুর ধারেও হয়ে থাকে।
দেশের বিভিন্ন এলাকায় এটা একেক নামে পরিচিত। তবে পুষ্টিগুণ ও উপকারিতা বিবেচনায় গিমা শাক অন্য সব শাকের মতোই। পুষ্টিবিদরা বলছেন, এই শাক নানা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। চলুন জেনে নেয়া যাক গিমা শাক এর উপকারিতা ও ঔষধি গুণ:
আরও পড়ুন: চোখে অঞ্জনির ব্যাথা হলে কি করবেন
নিম্নের তথ্যে যা যা রয়েছে-
পরিচিতি
গিমার শাকে কি কি উপাদান আছে
গিমা শাক এর ঔষধি গুণ
গিমা শাক এর উপকারিতা
পরিচিতি
গিমা শাক বা ডেমি শাক বা ঢিমা শাক বা গিমে শাক বা ডিমে শাক বা জিমা (বৈজ্ঞানিক নাম: Glinus oppositifolius) Molluginaceae পরিবারের একটি উদ্ভিদ প্রজাতি। এটির ইংরেজি নামগুলো হচ্ছে Gima, Jima, Dime shak, Bitter Cumin, Maita, Maitakaduri shak, Indian Chickweed, Kangkong ইত্যাদি।
গিমার শাকে কি কি উপাদান আছে
ক্যালোরি.................................২২ কিলোক্যালোরি
ফ্যাট...................................০.৬২ গ্রাম
শর্করা.................................... ১.৬ গ্রাম
খাদ্য আঁশ................................ 8 গ্রাম
প্রোটিন ..............................২.২৯ গ্রাম
ভিটামিন সি........................৭.০৩ মিলিগ্রাম
ক্যারোটিনয়েডস -----------৭৯৬ মাইক্রোগ্রাম।
গিমা শাক এর ঔষধি গুণ
গিমা শাক এর উপকারিতা ও ঔষধি গুণ অত্যন্ত চমৎকার। এটি অজীর্ণ, জন্ডিস, জ্বর, পিত্ত, কফে, কোষ্ঠকাঠিন্য, ফুসফুসের সমস্যা, এসিডিটি, চুলকানি, মাংসপেশি ও হাড়ের ব্যথায় উপকারী। তিতা বলে মুখের অরুচি চলে যায়। বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হলেও অতীতে স্থানীয় লোকজন তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভেষজ গুণসম্পন্ন হিসেবে গিমা শাক ব্যবহার করতো। সুতরাং গিমা শাক এর উপকারিতা ও ঔষধি গুণ অসীম।
গিমা শাক এর উপকারিতা
যেকোন শাকসবজি ওজন কমাতে খুকই কার্যকর, তবে এক্ষেত্রে গিমা শাক এর উপকারিতা ও ঔষধি গুণ অনেক বেশি। ডাক্তাররা প্রতিদিন ডায়াবেটিস রোগীদের বেশি বেশি করে শাকসবজি খেতে পরামর্শ দেন।
বিঃদ্রঃ-গিমা শাক এর উপকারিতা ও ঔষধি গুণ সম্পর্কিত প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য প্রকাশিত, কোনও ওষুধ বা চিকিৎসাপত্র সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনি আপনার চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন। গিমা শাক এর উপকারিতা ও ঔষধি গুণ শিরোনামের বিস্তারিত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url