ভালোবাসা আর প্রেম কী একই বিষয় না আলাদা, ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি?

ভালোবাসা আর প্রেম কী একই বিষয় না আলাদা, ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি?

আমাদের দৈনন্দিন জীবনে সবথেকে বেশী যে বিষয়টি জড়িয়ে থাকে তা হলো চার অক্ষরের একটি শব্দ-ভালোবাসা। ভালোবাসা আর প্রেম। আজকের আলোচনায় জানা যাবে-ভালোবাসা আর প্রেম কী একই বিষয় না আলাদা, ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি? আর বলাই বাহুল্য একটা বয়সে সেটাতো সবার জীবনেই চলে আসে তাই না।


পোস্ট সূচিপত্র: ভালোবাসা আর প্রেম কী একই বিষয় না আলাদা, ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি?

পৃথিবীর বিখ্যাত সব মহামনিষীদের উক্তিসমূহ
পর্যালোচনা-১
পর্যালোচনা-২
পর্যালোচনা-৩
পর্যালোচনা-৪




ভালোবাসা আর প্রেম কী একই বিষয় না আলাদা, ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি? এই বিষয়ে একটি ধারণা পেতে গেলে আমাদের দেশের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ এর অভিমতটি জানা অত্যন্ত প্রয়োজন। তিনি বলেছেন, “পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনও কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।”

পৃথিবীর বিখ্যাত সব মহামনিষীদের উক্তিসমূহ

চলুন জেনে নেয়া যাক,  ভালোবাসা আর প্রেম কী একই বিষয় না আলাদা, ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি? ইত্যাদি বিষয়ে জানতে হলে প্রথমেই আমাদের ভালোবাসা আর প্রেম সম্পর্কে পৃথিবীর বিখ্যাত সব মহামনিষীদের উক্তিসমূহ পর্যালোচনা করতে হবে:

  • আমেরিকান লেখক মার্ক টোয়েন বলেছেন, "আনন্দের পূর্ণ মূল্য পেতে, আপনার সাথে এটি ভাগ করার জন্য কাউকে থাকতে হবে।"
  • চিলির নোবেল বিজয়ী পাবলো নেরুদার সবচেয়ে বিখ্যাত একটি লাইন হল-"কোনও দিন, কোথাও - যে কোনও জায়গায়, অবিচ্ছিন্নভাবে, আপনি নিজেকে খুঁজে পাবেন, এবং এটি এবং শুধুমাত্র এটিই হতে পারে আপনার জীবনের সবচেয়ে সুখী বা তিক্ত সময়।"
  • ইংরেজী রোমান্টিক লেখক জন কিটস বলেছেন-সৌন্দর্য একটি জিনিস চিরকাল একটি আনন্দ; এর সুন্দরতা বৃদ্ধি পায়; এটা কখনই শূন্যতায় যাবে না।
  • শেক্সপিয়ারের রোমিও এবং জুলিয়েটে প্রেমিকা, প্রেমকে এভাবে বর্ণনা করেছেন-“হায় সেই প্রেম, যার দৃশ্য এখনও ম্লান, / চোখ ছাড়া তার ইচ্ছার পথ দেখা উচিত”
  • টিএস এলিয়টের বিখ্যাত উক্তি-যারা খুব বেশি দূরে যাওয়ার ঝুঁকি নেবে তারাই সম্ভবত জানতে পারবে কতদূর যেতে পারে।
  • জর্জ বার্নার্ড শ'র বিখ্যাত উক্তি- পরিবর্তন ছাড়া অগ্রগতি অসম্ভব, এবং যারা তাদের মন পরিবর্তন করতে পারে না তারা কিছুই পরিবর্তন করতে পারে না।
  • আবার আবার প্রেম সম্পর্কে জনপ্রিয় এই লেখক বলেছেন, “প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ঐ বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা “

পর্যালোচনা-১

না, তাহলে শেষ পর্যন্ত প্রেম-ভালোবাসা বাদই দিতে হবে, কি বলেন? আচ্ছা এমন হয়না, ভালোবাসা করলাম না। অভিভাবকদের সম্মতিক্রমে বিবাহিত জীবন (যাকে তাঁরা নির্বাচন করবেন) শুরু করলাম, তাহলে কেমন হয়? ভালোবাসা আর প্রেম কী একই বিষয় না আলাদা, ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি? এ প্রসঙ্গে বিখ্যাত পপ গায়ক আজম খান, তাঁর একটি গানে বলেছেন, ভালোলাগা থেকে হয় ভালোবাসা, মনের কথা বুঝা দায় নেইকো ভাষা..হৃদয়ের টানে কাছে ডেকে আনে....।

ভালোবাসা আর প্রেম কী একই বিষয় না আলাদা, ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি? শিরোনামে জানতে গেলে আমাদের ইতিহাসের দিকে দৃষ্টিপাত করতে হবে। অর্থাৎ যুগ যুগ ধরে যাঁরা ভালোবাসা আর প্রেম নিয়ে অমর হয়ে আছেন। যেমন: রাধা-কৃষ্ণ, চণ্ডীদাস-রজকিনী, লাইলী-মজনু, শিরি-ফরহাদ তাঁরা কী করেছেন। না এসব বাদ। আমি ইতিহাসের দিকে তাকাবো না, আবার কারও সাথে প্রেম-ভালোবাসাও করবো না। বাবা-মা যাকে নির্বাচন করে দিবেন, তার সাথেই সুখের সংসার রচনা করবো। সত্যিই যদি তাই হয় তাহলে কত ভালো হবে বলেন। ভালোবাসা আর প্রেম কী একই বিষয় না আলাদা, ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি? বিষয়গুলি আমাদের জানার দরকার নেই, তাইতো।

পর্যালোচনা-২

কিন্তু মনতো মানেনা বাধা। আচ্ছা ধরুন, যখন একটা শিশু ধীরে ধীরে বাল্যকাল পেরিয়ে কৈশোর, যৌবন ইত্যাদি ধাপে অগ্রসর হতে থাকে তখন তার সাথে সাথে মানসিক পরিবর্তনও হতে থাকে। বাল্যকালের খেলার সাথীকে সে অবচেতন মনে খুঁজতে থাকে। আবার কেউ যদি পড়াশুনা বা প্রয়োজনে নিজের চিরচেনা পরিবেশ ছেড়ে অন্য কোন নতুন পরিবেশে যাই, তাহলেও সেখানেও কাউকে ভালো লেগে যেতে পারে। আসলে ভালোলাগার কোন স্থান, কাল, পাত্র লাগে না। তাহলে, ভালোবাসা আর প্রেম কী একই বিষয় না আলাদা, ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি? বিষয়টি জানতে হবে।

আসলে সময়ের সাথে সাথেই সবকিছু পরিবর্তিত হয়ে থাকে। রুচির পরিবর্তন-পরিবর্ধন, সৌন্দর্যের পরিবর্তন, মানসিক চাহিদা, ভালোলাগা, নিজস্ব একাকীত্বতা, নিজের একটি সুন্দর স্বপ্ন, একটি বাসনা, একটি কল্পনা সর্বোপরি নিজস্ব একটা জগৎ বা ঘর। এই ঘরেই সে কাকে বসাবে তার একটি পরিকল্পনা তারা আগে থেকেই ঠিক করে নেয়। তাহলে ভালোবাসা আর প্রেম কী একই বিষয় না আলাদা, ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি? কাঁপা কাঁপা  ইতিহাস চর্চায় একটি কথা স্মরণে আসছে. আমাদের কলেজের পাঠ্য বইয়ে একটি ইংরেজী কবিতা ছিল, ‘এ  ফ্রস্টি নাইট’।

পর্যালোচনা-৩

তৎকালীন রাজশাহী কলেজের এরশাদ আলী স্যার খুব সুন্দর করে আমাদেরকে কবিতাটি পড়ে বোঝাতেন। যতদূর আমার মনে পড়ে, তাতে (ভুল হচ্ছে কি না জানিনা) কবিতাটার সারমর্ম এ রকম ছিল, একটি কুয়াশাচ্ছন্ন রাতে এলিস জানালার দিকে উদাস ভাবে তাকিয়ে আছে আর মিটিমিটি হাসছে, এটা তার বাবা খেয়াল করেছেন এবং তিনি অনুমান করছেন যে এলিস প্রেমে পড়েছে। ভালোবাসা আর প্রেম কী একই বিষয় না আলাদা, ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি? আসলে পৃথিবীতে ভালোবাসার কোন সংজ্ঞা নাই। চারটি অক্ষরের শব্দটি ইট পাথরের তৈরী কোন ভাল বাসা বা বাড়ি নয়। ভালোবাসা আসলে দেখা বা ছোঁয়া যায় না, শুধু অনুভব করে নিতে হয়। ভালোবাসা টিকে থাকে আস্থা ও বিশ্বাসের উপর। অর্থাৎ দুজন মানুষের বিশ্বাস, যার একটিতে অবিশ্বাস জন্মালে অন্যটি টুক করে পড়তে সময় লাগেনা। মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ, মমতা ও টান থেকেই মূলত ভালোবাসার উৎপত্তি। আসলে ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি? তা থেকেই যাই।

আরও পড়ুন: মানুষ একাকীত্বে ভোগে কেন - কখন মানুষ একাকীত্ব বোধ করে

ভালবাসা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে তৈরী হতে পারে। মায়ের সাথে ছেলের ভালোবাসা, বাবার সাথে মেয়ের ভালোবাসা, ভাইয়ের সাথে বোনের ভালোবাসা, স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসা, একটি ছেলের সাথে একটি মেয়ের ভালোবাসা, বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসা, ছাত্রের সাথে শিক্ষকের ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। আসলে ভালোবাসা আর প্রেম কী একই বিষয় না আলাদা, ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি? কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে, যেমন ধরুন আপনি জ্যোৎস্না রাত ভালোবাসেন, কিন্তু জ্যোৎস্না রাত তো আপনাকে ভালোবাসতে পারেনা, পারলেও শুধু আপনাকে নির্দেশ করে সে (জ্যোৎস্না স্নাত রাত) তার অনুভূতিকে প্রকাশ করতে পারছেনা বা পারেনা।

পর্যালোচনা-৪

তাহলে ভালোবাসা আর প্রেম কী একই বিষয় না আলাদা, ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি? তবে এবার আসা যাক দুই অক্ষরের শব্দ-প্রেম নিয়ে। প্রেম আসলে দু'পক্ষ থেকেই হতে হবে। কোন সময়ই এক পক্ষ থেকে কখনোই প্রেম হয়না। পাশ দিয়ে হেঁটে যাওয়া কোন ব্যক্তি বা বিশেষ কোন একজন মানুষের প্রতি আমার ভালোবাসা থাকতে পারে, তবে সেটাকে প্রেম বলা যাবে না। কথায় আছে প্রেমতো মানে না কোন বয়স। অর্থাৎ প্রেম যে কোন বয়সেই ঘটতে পারে। তাই ভালোবাসা আর প্রেম কী একই বিষয় না আলাদা, ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি? বিষয়টি জানতে হলে আমাদের বিনোদন জগতের দিকে দৃষ্টি দিলেই তা পরিস্কার হয়ে যাবে। আসলে প্রেম তখনই হয় যখন বিষয়টা দু'দিক থেকেই ঘটে থাকে। তবে অবশ্যই প্রেম, ভালোবাসা থেকেও অনেক গভীর হতে হবে।

আরও পড়ুন: নিঃসঙ্গতা নিয়ে ৩০টি বাণী - নিঃসঙ্গতা নিয়ে উক্তি

যাই-ই হোকনা কেন প্রেম-ভালোবাসা একে অন্যের সমার্থক ও পরিপূরক, এর অসীম ক্ষমতা। এক কথায় কারো প্রতি তীব্র আকর্ষণবোধ বা আসক্তি, আবার হতে পারে তা মন ও মস্তিস্কের কোন সাজানো কারসাজি। ফলে ভালোবাসা আর প্রেম কী একই বিষয় না আলাদা, ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কি? শিরোনামে আলোচনাটি কতখানি আপনাদের মনোর খোরাক জোগাতে সহায়ক হবে জানিনা, তবে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url