চিকেন দিয়ে চমকপ্রদ কিছু রেসিপি

সারপ্রাইজ বা চমক দিতে কে-না পছন্দ করে এবং সেটা যদি বিশেষ কোন দিন বা উৎসবে হয়ে থাকে, তাহলে তো কথাই নেই। 

আর এ রকমই একটি দিন হলো ঈদ। প্রতিবার ঈদে আমরা নতুনত্ব আনার চেষ্টায় একটু ব্যস্ত থাকি। মনের গহীন কোনায় কেউ যেন বলে ওঠে কিছু একটা করতে। আমাদের আয়ত্তের মধ্যে, সামর্থের মধ্যে থেকে কিছু একটা আনন্দ খোজা বা একটা সারপ্রাইজ দেয়া। সুতরাং, আমি ঠিক করেছি এবার ঈদে  চিকেন দিয়ে চমকপ্রদ কিছু রেসিপি তৈরী করবো। তো চলুন আর ভণিতা না করে মূল বিষয়ে ফিরে যাই।

পোস্ট সূচিপত্র: চিকেন দিয়ে চমকপ্রদ কিছু রেসিপি

মূল আলোচনা

ঈদের দিন খাবারের সাথে মাংসের সংস্পর্শতা বলাই বাহুল্য। যেমন ধরুন-বিরিয়ানি, পোলাও সহ মাংস রান্না, টিকিয়া, কাবাব ইত্যাদি মাংসেরই নানা আয়োজন। কিন্তু এর পাশাপাশি চিকেন দিয়ে চমকপ্রদ কিছু রেসিপি তৈরীর বিষয়টি কিন্তু আমার মাথার মধ্যে ঘুর ঘুর করছে।

আরও পড়ুন: গিমা শাক এর খাদ্য পদ্ধতি - গিমা শাক কতটুকু খাওয়া যেতে পারে

ধরুন, যদি আমরা এই মাংস দিয়েই ভিন্ন মাত্রার একটি রান্না যোগ করতে পারি তাহলে যেমন নিজেদেরই ভালো লাগে অপরদিকে আতিথেয়তাও ষোলকলায় পূর্ণমাত্রা যোগ হয়। তো আমরা চিকেন দিয়ে চমকপ্রদ কিছু রেসিপি করবো চিন্তা করেছি।

বর্তমানে আমাদের সবার হাতেই স্মার্টফোন আছে এবং আমরা কম-বেশী সবাই ফেসবুক, ইউটিউব এগুলোর সাথে খুবই পরিচিত। তো আপনি সিক্রেট হিসেবে চিকেন দিয়ে চমকপ্রদ কিছু রেসিপি করতে চাচ্ছেন, কিন্তু কি রান্না করবেন বা রান্নার নাম কি বা ইউটিউবে গেলে সার্চ দিতে হয়, কি লেখে সার্চ দিবেন ইত্যাদি বিষয়গুলো বুঝতে উঠতে পারছেন না। মনে করুন আপনার কাছে অন্যান্য মাংসের মত চিকেনও আছে, তাই চিকেন দিয়ে চমকপ্রদ কিছু রেসিপি যদি তৈরী করতে পারেন, তাহলে খারাপ কি?

আরও পড়ুন: আইসক্রিম এর উৎপত্তি ব্যবহার - বিভিন্ন নামকরণ

সমাধান হিসেবে বিদেশি ধাঁচের চিকেন দিয়ে চমকপ্রদ কিছু রেসিপি এর নাম আপনাকে দেয়া হলো, তাহলে আপনি রেসিপির সেই নামগুলো ইউটিউবে সার্চ দিয়ে অনায়াসেই আপনার কাঙ্খিত চিকেন দিয়ে চমকপ্রদ কিছু রেসিপি দেখে নিতে পারবেন এবং তা তৈরী করে সকলকেই সারপ্রাইজ দিতে পারবেন।

আরও পড়ুন: গোসলের ফরজ কয়টি-গোসলের ফরজ কয়টি ও কি কি

নিম্নে শুধুমাত্র চিকেন দিয়ে চমকপ্রদ কিছু রেসিপি এর নাম বর্ণিত হলো, যা হুবহু কপি করে ইউটিউবে সার্চ দিলেই আপনি দেখে নিতে পারবেন আপনার পছন্দের চিকেন দিয়ে চমকপ্রদ কিছু রেসিপি তৈরী করার প্রক্রিয়া ও প্রয়োজনীয় উপকরণসমূহ।

চিকেন দিয়ে চমকপ্রদ কিছু রেসিপি এর নামসমূহ

FRIED CHICKEN, CHICKEN THIGHS, CHICKEN BREASTS, WHOLE CHICKEN, GROUND CHICKEN, CHICKEN SAUSAGE, CHICKEN TENDERS, CHICKEN SALAD, CHICKEN LEGS, CHICKEN WINGS, BAKED AND ROASTED CHICKEN, CORNISH HENS, CHICKEN APPETIZERS, BBQ & GRILLED CHICKEN, GOURMET CHICKEN, MAIN DISHES, SLOW COOKER CHICKEN MAIN DISHES, HEALTHY CHICKEN MAIN DISHES, CHICKEN MAIN DISHES, CHICKEN SANDWICHES, CHICKEN PIE, CHICKEN STIR-FRY, CHICKEN CHILI, CHICKEN SOUP, CHICKEN STEW.

পরিশেষে

ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি,আনন্দ-উদ্দীপনা এবং সুস্থ্যতায় ভরে উঠুক সবার জীবন। ঈদে সবার জন্য চিকেন দিয়ে চমকপ্রদ কিছু রেসিপি তৈরি করুন এবং সারপ্রাইজ বা চমক দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। চিকেন দিয়ে চমকপ্রদ কিছু রেসিপি আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা অন্যদের সাথে শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url