গর্ভাবস্থায় নারীদের ভিটামিন ডি প্রয়োজন কেন - এর অভাবে কি হয়
একজন নারীর জীবনের পরিপূর্ণতা মেলে গর্ভবতী হওয়া বা একটি শিশুর জন্ম দেয়া। বলা যায় প্রকৃত নারীত্ব অর্জিত হয় এর মাধ্যমে। ঠিক তেমনই একজন পুরুষ তার পিতৃত্ব অর্জনের মাধ্যমেই প্রকৃত পুরুষত্ব অর্জন করেন।
নারী-পুরুষের উঠানামায় সবথেকে বেশী কষ্ট পান একজন নারী, একজন মা। তাই একজন সন্তান সম্ভ্যবা নারীর অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়, অর্থাৎ সন্তান ভূমিষ্ট না হওয়া পর্যন্ত তাকে অত্যন্ত সতর্ক অবস্থায় থাকতে হয়। চলুন জেনে নিই গর্ভাবস্থায় নারীদের ভিটামিন ডি প্রয়োজন কেন - এর অভাবে কি হয় এর বিস্তারিত :
পোস্ট সূচিপত্র: গর্ভাবস্থায় নারীদের ভিটামিন ডি প্রয়োজন কেন - এর অভাবে কি হয়
গর্ভাবস্থায় নারীদের ভিটামিন ডি প্রয়োজন কেন
কীভাবে ভিটামিন ডি’র অভাব পূরণ হয়
গর্ভাবস্থায় নারীদের ভিটামিন ডি প্রয়োজন কেন - এর অভাবে কি হয় - শেষ কথা
গর্ভাবস্থায় নারীদের ভিটামিন ডি প্রয়োজন কেন :
- গর্ভাবস্থায় নারীদের ভিটামিন ডি প্রয়োজন কেন বা এর অভাবে কি হয় বলতে সন্তানের আইকিউ লেভেল কম হয়ে থাকে।
- গর্ভাবস্থায় নারীদের ভিটামিন ডি প্রয়োজন কেন বা এর অভাবে কি হয় বলতে সেই নারীর শরীরে যদি ভিটামিন ডি-এর অভাব থাকে, তাহলে তার গর্ভস্থ সন্তানের বুদ্ধির বিকাশ ঠিকমতো হয় না।
- যেসব নারীদের ভিটামিন ডি জনিত অভাব পরিলক্ষিত হয় বা ভিটামিন ডি কম থাকলে ৪ থেকে ৬ বছর বয়সী শিশুদের আইকিউ লেভেল কম হতে পারে। অর্থাৎ গর্ভাবস্থায় নারীদের ভিটামিন ডি প্রয়োজন কেন বা এর অভাবে কি হয় বলতে সন্তানের আইকিউ লেভেল কম হয়ে থাকে।
আরও পড়ুন: জামরুল ফল এর পুষ্টিগুণ ও খাবারের উপকারিতা
- জার্ণাল অফ নিউট্রিশন নামে পত্রিকায় প্রকাশিত এই নিবন্ধের মূল লেখক মেলিসা মেলাউ জানিয়েছেন যে, সাদা চামড়ার নারীদের থেকে কালো চামড়ার নারীদের শরীরে ভিটামিন ডি’র ঘাটতি বেশি লক্ষ্য করা যায়। কারণ কালো চামড়ার মানুষদের শরীরে যে মেলানিন পিগমেন্ট থাকে, তা তাদের ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। কিন্তু এই পিগমেন্ট সূর্যের অতি বেগুনি রশ্মিকে আটকে দেয় বলে এর ফলে কালো চামড়ার মানুষদের ত্বকে ভিটামিন ডি কম শোষিত হয়।
- গর্ভাবস্থায় নারীদের ভিটামিন ডি প্রয়োজন কেন বা এর অভাবে কি হয় বলতে এ সময়টাতে গর্ভবতী নারীদের খাবারে অরুচি বা খাবারে অনীহা দেখা দেয়।
আরও পড়ুন: সর্দিজ্বর হলে কি করণীয় - কিভাবে প্রতিরোধ করা যায়
- বলা বাহুল্য সমীক্ষা অনুযায়ী ৪৬ শতাংশ গর্ভবতী নারীদের শরীরেই ভিটামিন ডি-এর ঘাটতি রয়েছে।গর্ভাবস্থায় নারীদের ভিটামিন ডি প্রয়োজন কেন বা এর অভাবে কি হয় বলতে বেশীরভাগ নারীদেরই ভিটামিন ডি জনিত সমস্যা আছে।
কীভাবে ভিটামিন ডি’র অভাব পূরণ হয় :
- সুর্যের আলো থেকে ভিটামিন ডি সংগ্রহ করা। তবে খেয়াল রাখতে হবে, যে কোন সময়ের সূর্যের আলো হতেই কিন্তু ভিটামিন ডি নির্গত হয়না। সকাল সকাল সূর্যের যে কিরণটি পৃথিবীতে ছড়িয়ে পড়ে সাধারণত সেটিতে থাকে ভিটামিন ডি। তাই গর্ভাবস্থায় নারীদের ভিটামিন ডি প্রয়োজন কেন তার কারণ হচ্ছে সূর্যের আলোর তাপ শরীরে লাগানোর মাধ্যমে ভিটামিন ডি - এর অভাব পূরণ হয়।
- এ ছাড়াও সামুদ্রিক মাছ, ডিম, গরুর দুধ, মাশরুম এবং কমলা লেবুর রস ভিটামিন ডি’র ঘাটনিজনিত অভাব পূরণে সক্ষম।
গর্ভাবস্থায় নারীদের ভিটামিন ডি প্রয়োজন কেন - এর অভাবে কি হয় - শেষ কথা
আসলে গর্ভবতী নারীদের অবশ্যই নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ এবং পরামর্শ অনুযায়ী চলা উচিত। ঠিক তেমনি খাদ্যাভাসের ক্ষেত্রে কী কী খাওয়া যেতে পারে, কী কী খাওয়া যাবে না তাও ডাক্তারের নির্দেশনানুয়ী হওয়াই ভালো।
আরও পড়ুন: পিরিয়ড না হলে করনীয় - মাসিক না হলে ঔষধ
আশা করছি, এগুলো যদি জেনে থাকেন তাহলে আপনাদের উপকারে আসবে। গর্ভাবস্থায় নারীদের ভিটামিন ডি প্রয়োজন কেন - এর অভাবে কি হয় বিষয়ক আরো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং পরবর্তীতে অন্য কোনো বিষয়ে জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো তথ্যমূলক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। এতোক্ষণ গর্ভাবস্থায় নারীদের ভিটামিন ডি প্রয়োজন কেন - এর অভাবে কি হয় সম্পর্কিত আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url