হ্যালো শব্দের উৎপত্তি - হ্যালো শব্দ নিয়ে মত পার্থক্য
আমরা টেলিফোন বা মোবাইলে কিংবা কারো সঙ্গে দেখা হলে প্রথমেই আমরা হ্যালো বলি। আবার প্রাণীর ক্ষেত্রেও আমরা অনেক সময় হ্যালো শব্দটি ব্যবহার করে থাকি। কিন্তু কখনো কী আমরা ভেবে দেখেছি, এই যে হ্যালো বলছি, কেন বলছি বা অন্য কোন শব্দ কেন বলিনা অথবা কিভাবে হ্যালো শব্দের উৎপত্তি হলো?
ধারণা করা হয় বিশ্বের প্রায় ৯৮ ভাগ মানুষ এই হ্যালো শব্দটি ব্যবহার করে থাকেন। কিন্তু আমাদের মনে কখনো কি প্রশ্ন জাগেনা যে কেন, এই শব্দটি আমরা ব্যবহার করছি বা এই শব্দের প্রকৃত ইতিহাস কী অথবা এই একটি মাত্র শব্দ যা সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠে কেন? আজকে আমরা হ্যালো শব্দের উৎপত্তি - হ্যালো শব্দ নিয়ে মত পার্থক্য ইত্যাদি বিষয়ে জানার চেষ্টা করবো :
পোস্ট সূচিপত্র: হ্যালো শব্দের উৎপত্তি - হ্যালো শব্দ নিয়ে মত পার্থক্য
হ্যালো শব্দের উৎপত্তি
হ্যালো শব্দ নিয়ে মত পার্থক্য
হ্যালো শব্দ নিয়ে মত পার্থক্য : জেনে রাখা ভালো
হ্যালো শব্দের উৎপত্তি - হ্যালো শব্দ নিয়ে মত পার্থক্য : শেষ কথা
হ্যালো শব্দের উৎপত্তি :
- হ্যালো শব্দের উৎপত্তি বলতে গেলে ১৮৭৬ সাল, যা প্রায় ১৫০ বছর আগে টেলিফোনের আবিস্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল প্রথম টেলিফোনে সম্বোধন হিসেবে ‘আহোয়’ শব্দটি ব্যবহার করেছিলেন। অর্থাৎ জাহাজের নাবিকদের সম্বোধন হিসেবে ‘আহোয়’ শব্দটি ব্যবহার করা হতো।
- হ্যালো শব্দের উৎপত্তি মূলত জার্মান শব্দ ‘হ্যালা, হলা’ থেকে। পরবর্তীতে ইংরেজি, বাংলা, হিন্দি, ফরাসি, রাশিয়ান ভাষাসহ সব ভাষাতেই বিশেষ করে টেলিফোনে প্রথম উচ্চরিত শব্দটি হলো হ্যালো বা হ্যাল্লো, আ’লো প্রভৃতি।
হ্যালো শব্দ নিয়ে মত পার্থক্য :
- আলেকজান্ডার গ্রাহাম বেলের একজন মেয়ে বন্ধু ছিলো, যার পুরো নাম মার্গারেট হ্যালো (Margaret Hello)। অর্থাৎ, গ্রাহাম বেল টেলিফোন আবিস্কারের পর তার বান্ধবীর নাম ধরেই ডেকেছিলেন এবং পরবর্তীতে প্রেমিকার প্রতি বিজ্ঞানীর ভালোবাসার ডাক হিসেবে তা বিশ্বজুড়ে হ্যালে-তে প্রচলিত হয়ে পড়লো। অথচ তা সঠিক নয়। আসলে আলেকজান্ডার গ্রাহাম বেল যাকে বিয়ে করেছিলেন তার নাম ছিল ম্যাবেল গার্ডিনার হুবার্ড।
- কেউ কেউ বলেন, গ্রাহাম বেল প্রথম টেলিফোনে তার নিজের সহকর্মীকে ফোন করে ‘আহয়হই’ (ahoy-hoy) or (ahoy) নামক শব্দ ব্যবহার করেছিলেন।
আরও পড়ুন: পাসপোর্ট চেকিং করার নিয়ম - পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
- অনেকের মতে, যুক্তরাষ্ট্রের ব্রুকলিন কলেজের অধ্যাপক ও গবেষক কোয়েইনিগস বার্গ তার গবেষণায় বলেছেন, ১৮৭৮ সালে যখন বিজ্ঞানী টমাস আলভা এডিসন ও তাঁর বন্ধু ডেভিড নিউ হ্যাভেনে টেলিফোন এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন, তখন তাঁরা টেলিফোনে সম্ভাষণের জন্য টেলিফোন ম্যানুয়ালে ‘হ্যালো’ শব্দটি অন্তর্ভূক্ত করেন।
হ্যালো শব্দ নিয়ে মত পার্থক্য - জেনে রাখা ভালো :
- জেনে রাখা ভালো, স্যার আলেকজান্ডার গ্রাহাম বেলেন টেলিফোন আবিস্কারের পেছনে যে তথ্যটি জানা যায়, তা হলো গ্রাহাম বেলের মা ও স্ত্রী দুজনেই শ্রবণ শক্তিহীন ছিলেন। ধারণা করা হয়, সেই সমস্যা থেকে উত্তোরণের কারণ হিসেবেই তিনি টেলিফোন আবিস্কার করেন।
- গ্রাহাম বেল ১৮৮৫ সালে আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানি ‘টিঅ্যান্ডটি’ প্রতিষ্ঠা করেছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশের জনপ্রিয় ১২টি ট্যুরিস্ট স্পট
- তবে ,মজার বিষয় হলো, গ্রাহাম বেল তাঁর নিজের অফিসে কখনোই টেলিফোন যন্ত্রটি রাখেননি। তিনি চাননি, ওপার থেকে কেউ তাকে ‘হ্যালো’ বলুক।
হ্যালো শব্দের উৎপত্তি - হ্যালো শব্দ নিয়ে মত পার্থক্য : শেষ কথা
আশা করছি, ‘হ্যালো’ শব্দটি নিয়ে যাই বিতর্ক থাকুক না কেন, জাতি, ধর্ম, বর্ণ ও ভাষা নির্বিশেষে সবার কাছেই এই শব্দটি অত্যন্ত জনপ্রিয়। সুতরাং এগুলো যদি জেনে থাকেন তাহলে আপনাদের জ্ঞানগর্ভ বৃদ্ধি ঘটবে।
আরও পড়ুন: কানে হেডফোন ব্যবহারের ক্ষতিসমূহ
হ্যালো শব্দের উৎপত্তি - হ্যালো শব্দ নিয়ে মত পার্থক্য বিষয়ক আরো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এরকম আরো তথ্যমূলক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। এতোক্ষণ আমাদের সাথে হ্যালো শব্দের উৎপত্তি - হ্যালো শব্দ নিয়ে মত পার্থক্য বিষয়ে সংশ্লিষ্ট থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url