Botox আসলে কী বা বোটক্স কেন ব্যবহার করা হয় বোটক্স ইনজেনশন দাম কত বাংলাদেশে

বর্তমানে একটা বিষয় প্রায়ই খেয়াল করে দেখবেন সুন্দর হওয়ার প্রতিযোগিতা। অর্থাৎ কে কার থেকে বেশী সুন্দর হবে, কে ফর্সা হবে ইত্যাদি। ফলে এর একটা বাজার ক্রমশঃই বৃদ্ধি পাচ্ছে, তা হলো বিউটি পার্লার ও নানা প্রসাধনীর ব্যবহার।
একটা সময় ছিল যখন এই বিউটি পার্লারগুলোতে সেলিব্রেটিরা অর্থাৎ নায়ক-নায়িকাদেরই যাতায়াত ছিল। কিন্তু এখন প্রত্যেকটা ফ্যামিলি থেকে কেউ না কেউ বিউটি পার্লারে গিয়েই থাকে। কেউ ভ্রু প্লাগ করে, কেউ ফেসিয়াল করে, কেউ ম্যাসাজ করে আর সবথেকে বড় বিষয় হলো বিয়ে বা কোন অনুষ্ঠান হলে তো কোন কথাই নেই। আজকে আমরা এই সুন্দরের প্রতিযোগিতায় মুহুর্তের মধ্যে কি করে অসুন্দর বা বিকৃতি চেহারা হয়ে যায় এবং এর ফলে প্রাণনাশের হুমকির মতো ঘটনাও ঘটে যায়। আজকে আমরা Botox আসলে কী বা বোটক্স কেন ব্যবহার করা হয় বোটক্স ইনজেনশন দাম কত বাংলাদেশে ইত্যাদি বিষয়ে আলোচনা করবো:

পোস্ট সূচিপত্র: Botox আসলে কী বা বোটক্স কেন ব্যবহার করা হয় বোটক্স ইনজেনশন দাম কত বাংলাদেশে

বোটক্স আসলে কী?

বোটক্স হলো ব্যাকটেরিয়ার ‘টক্সিন’। আর টক্সিনকে সোজা বাংলায় বলে ‘বিষ’। তবে টক্সিনের ঘনত্ব কমিয়ে এনে একে বাজারজাত করা হয়, যাতে এর দ্বারা মানুষের দেহে কোন ক্ষতিকর প্রভাব না পড়ে। জানেন কি, এই টক্সিন যে ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় তার নাম ক্লষ্ট্রিডিয়াম বটুলিনাম। আসলে বোটক্স হলো একটি ব্র্যান্ড নেম এবং একটি নির্দিষ্ট কোম্পানির বাজারজাত করা পণ্য। আসলে ভিন্ন ভিন্ন নামে অনেক কোম্পানি একই পণ্য তৈরি করে তবে বোটক্স নামটাই সবচেয়ে বেশী জনপ্রিয় এবং বটুলিনাম টক্সিন বোঝাতে এই নামটাই প্রচলিত হয়ে গেছে।

বোটক্স দিয়ে যে কাজগুলো হয়ে থাকে?

মুখমন্ডলে নির্দিষ্ট মাংসপেশী নির্দিষ্ট এক্সপ্রেশনের জন্য ব্যবহৃত হয়। যাদের কপালে ও চোখের পাশে বলিরেখা, যাদের মুখ অনেক বড় বা চওড়া থাকে তাদের চেহারা ভি-শেপ করার জন্য, গলার বলিরেখা ঠিক করার জন্য, কেউ নাক শার্প করতে, কেউ চোয়ালের রেখা ঠিক করতে, আবার কেউ কেউ ঠোঁট পাউট করতে বোটক্স করে থাকেন।

বোটক্সের কার্যকাল সময় ও পার্শ্ব প্রতিক্রিয়া  :

  • বোটক্সের কার্যকাল সময় ও পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঘাড়ে ব্যথা বা ইনজেকশনকৃত স্থান শক্ত হয়ে যাওয়া;
  • যেখানে ইনকেজকশন দেয়া হয় তার চারপাশে ব্যথা করে অর্থাৎ Botox আসলে কী বা বোটক্স কেন ব্যবহার করা হয় বোটক্স ইনজেনশন দাম কত বাংলাদেশে তা জেনে নিয়ে ইনজেকশন নেয়ার পরে ইনজেকশনকৃত স্থানের আশেপাশে ব্যথা সৃষ্টি হয়।

আরও পড়ুন: ফুড পয়জনিং কি - ফুড পয়জনিংয়ের লক্ষণগুলি - প্রতিরোধে করণীয় ভূমিকা

বোটক্সের কার্যকাল সময় :

বোটক্সের কার্যকাল সময় হলো মাস তিনেক। তবে এর কার্যকারিতা দৃষ্টিগোচর হতে সপ্তাহ দুয়েক সময় লেগেই যায়। যে উদ্দেশ্যে বোটক্স ইনজেকশন দেয়া হয় তার কার্যকারিতা বজায় রাখার জন্য প্রতি তিন-ছয় মাস অন্তর তা দিতে হবে।

বোটক্স যেসব কাজ করে :

বোটক্স ইনজেকশন বলিরেখা মসৃণ করা ছাড়াও ঘাড়ের খিঁচুনি, ঘাম, অত্যধিক মুত্রাশয়, চোখের সমস্যা এবং অন্যান্য কিছু চিকিৎসার জন্য ব্যবহার হয়। বোটক্স মাইগ্রেন প্রতিরোধেও সহায়তা করে।

বোটক্স ইনজেকশন নেয়ার আগে যে সতর্কতাগুলি নেয়া আবশ্যক :

  • Botox আসলে কী বা বোটক্স কেন ব্যবহার করা হয় বোটক্স ইনজেনশন দাম কত বাংলাদেশে ইত্যাদি সমস্ত বিষয়ে জেনে নিয়ে এই ইনজেকশন নেয়ার এক সপ্তাহ আগে থেকে যে কোন জাতীয় অ্যালকোহল সেবন করা যাবে না;
  • Botox আসলে কী বা বোটক্স কেন ব্যবহার করা হয় বোটক্স ইনজেনশন দাম কত বাংলাদেশে তা জেনে নেয়া এবং ইনজেকশন দেয়ার আগে অবশ্যই অ্যাসপিরিন ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি জাতীয় ঔষুধ অন্তত দুই সপ্তাহ আগে থেকে খাওয়া বন্ধ করতে হবে;

আরও পড়ুন: চুল পড়া রোধে কার্যকরী মেথি

  • Botox আসলে কী বা বোটক্স কেন ব্যবহার করা হয় বোটক্স ইনজেনশন দাম কত বাংলাদেশে তা ভালো করে জেনে নিয়ে তা নির্ধারিত স্থানে ইনজেকশন পুষ করার পর কমপক্ষে ২৪ ঘন্টার মধ্যে ক্ষত স্থান বা এর আশেপাশে ঘষাঘষি করা যাবে না, কারণ এর ওষুধের প্রভাব অন্য জায়গায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে;
  • এছাড়াও Botox আসলে কী বা বোটক্স কেন ব্যবহার করা হয় বোটক্স ইনজেনশন দাম কত বাংলাদেশে জেনে নিয়ে এই ইনজেকশন নেয়ার পর অন্তত চার ঘন্টা সোজা থাকতে হবে এবং বেশ কয়েকদিন কোন ব্যায়াম করা যাবে না;

Botox আসলে কী বা বোটক্স কেন ব্যবহার করা হয় বোটক্স ইনজেনশন দাম কত বাংলাদেশে

ঢাকায় বোটক্সের ধরন অনুযায়ী গড় খরচ (বিডিটি টাকা)
ওনাবোটুলিনামটক্সিন এ (বোটক্স).................................. ৬,০০০৳
abobotulinumtoxin A (Dysport)......................................৭,০০০৳
ইনকোবোটুলিনামটক্সিন এ (জিওমিন)...........................৬,৫০০৳
রিমাবোটুলিনামটক্সিন বি (মায়োব্লক)..............................৭,৫০০৳
prabotulinumtoxin A (Jeuveau).......................................৫,০০০৳

Botox আসলে কী বা বোটক্স কেন ব্যবহার করা হয় বোটক্স ইনজেনশন দাম কত বাংলাদেশে - শেষ কথা :

Botox আসলে কী বা বোটক্স কেন ব্যবহার করা হয় বোটক্স ইনজেনশন দাম কত বাংলাদেশে , বোটক্স দিয়ে যেসব কাজগুলি হতে পারে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন।

আরও পড়ুন: টক দই এর পুষ্টিগুণ ও উপকারিতা

আপনাদের বোটক্সের বিভিন্ন বিষয় সম্পর্কে জানাতে পেরে আমরা আনন্দিত। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মত Botox আসলে কী বা বোটক্স কেন ব্যবহার করা হয় বোটক্স ইনজেনশন দাম কত বাংলাদেশে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন আর্টিকেলে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।

বিঃদ্রঃ-Botox আসলে কী বা বোটক্স কেন ব্যবহার করা হয় বোটক্স ইনজেনশন দাম কত বাংলাদেশে বিষয়টি শুধুমাত্র সচেতনার জন্য প্রকাশিত, কোনও ওষুধ বা চিকিৎসাপত্র সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনি আপনার চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url