রথযাত্রা ২০২৪ কবে কখন অনুষ্ঠিত হবে

রথযাত্রা ২০২৪ কবে কখন অনুষ্ঠিত হবে ? ‘রথ’ বা ‘রথযাত্রা’ সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি ধর্মীয় উৎসব। তবে অনেকের কাছেই এটি মেলা বা গ্রামীণ সংস্কৃতি সমৃদ্ধ একটি ঐহিত্য।  প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে হয়ে থাকে এই রথযাত্রা।

একটি পঞ্জিকা অনুসারে আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি পড়ছে ৬ জুলাই ২০২৪ (বাং ২১ আষাঢ় ১৪৩১), আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু। অর্থাৎ  শনিবার ৬ জুলাই ভোর রাত ৪-০৪ মিনিটে তিথি শুরু হচ্ছে। আবার অন্য একটি মতে বলা হচ্ছে, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি ৭ জুলাই ভোর রাত ৪ টা ২৬ মিনিটে শুরু হবে। আর সেই তিথি শেষ হবে ৮ জুলাই ভোর ৪ টা ৫৯ মিনিটে। চলুন জেনে নিই রথযাত্রা ২০২৪ কবে কখন অনুষ্ঠিত হবে :

পোস্ট সূচিপত্র: রথযাত্রা ২০২৪ কবে কখন অনুষ্ঠিত হবে

রথযাত্রার তারিখ

রথযাত্রা ২০২৪ কবে কখন অনুষ্ঠিত হবে । অর্থাৎ উদয়া তিথি অনুসারে রথযাত্রা পালিত হবে ৭ জুলাই, ২০২৪, বাংলা-২৩ আষাঢ় ১৪৩১ (বাংলাদেশ ক্যালেন্ডার অনুযায়ী)।

রথযাত্রা কী?

রথযাত্রা ২০২৪ কবে কখন অনুষ্ঠিত হবে তা জানার আগে জানতে হবে রথযাত্রাটা আসলে কি? রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা। এদিন ভগবান জগন্নাথ দেব স্নান করার পর নিভৃতবাস থেকে বেড়িয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে যান। আবার কোন কোন মতে এও মনে করা হয়, দীর্ঘ বিচ্ছেদের পর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণেও এই উৎসব আয়োজিত হয়ে থাকে।

আরও পড়ুন: কতিপয় কবিগণের রোমান্টিক কবিতাসমূহ

রথযাত্রা কবে থেকে শুরু হয়েছে?

রথযাত্রা ২০২৪ কবে কখন অনুষ্ঠিত হবে বা কবে থেকে শুরু হয়েছে এমন প্রশ্নের আলোকে বলা যেতে পারে, ধারণা করা হয় শাসক গঙ্গা রাজবংশ ১১৫০ খ্রিস্টাব্দের দিকে মহান মন্দিরের সমাপ্তিতে রথযাত্রার প্রবর্তন করেছিল। এই উৎসবটি সেই হিন্দু উৎসবগুলির মধ্যে একটি ছিল, যা পশ্চিমা বিশ্বের কাছে খুব তাড়াতাড়ি জানানো হয়েছিল।

রথযাত্রা সম্পর্কে ঐতিহাসিক বর্ণনা

রথযাত্রা ২০২৪ কবে কখন অনুষ্ঠিত হবে বিষয়ে বলতে গেলে বিভিন্ন মিথ ও পুরাণে রথযাত্রার প্রাচীন উৎস সম্পর্কে অনেক কিছুই উল্লেখ করা হয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ‘স্কন্দ পুরাণ’ ও ‘পদ্ম পুরাণ’। এই পুরাণেই ভগবান জগন্নাথ দেবের মন্দির ও রথযাত্রার উদ্ভবের বিষয়ে বিভিন্ন অন্তর্নিহিত বক্তব্য এই ধর্মগ্রন্থে লিপিবদ্ধ রয়েছে।

আরও পড়ুন: চিনি খেলে যেসব সমস্যা হতে পারে

রথযাত্রা ২০২৪ কবে কখন অনুষ্ঠিত হবে বিষয়ে পুরাণ অনুযায়ী, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবী থেকে চিরবিদায় নেন, তখন তাঁর পবিত্র দেহাংশ নিয়ে দেবতারা এক অভূতপূর্ব ঘটনা ঘটান। এ সময় নানা বাধা বিঘ্নে ব্যাহত হয় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। এমনি এক সময়ে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়াংশটি মাটির মধ্যে কোনমতেই মিশে যায় না ও সেটি পুনরায় সন্নিবেশিত হয় জগন্নাথ মূর্তিতে। আর এই মূর্তির রথযাত্রার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা তাঁর দর্শন লাভ করেন।

রথের বর্ণনা:

রথযাত্রা ২০২৪ কবে কখন অনুষ্ঠিত হবে জানতে হলে আমাদের রথযাত্রার বর্ণনাগুলি প্রথমেই জানতে হবে। রথযাত্রায় তিনটি রথ থাকে। বলরাম এর রথকে বলা হয় ‘তালধ্বজ’ (যার উচ্চতা ৪৫ ফুট ও ১৪টি চাকা বিশিষ্ট) , যার রথের রং লাল ও সবুজ। দেবী সুভদ্রার রথকে বলা হয় ‘দর্পদলান’ বা ‘পদ্ম রথ’ (যার ৪৩ ফুট এবং ১২টি চাকা বিশিষ্ট), যা কালো বা নীল এবং লাল রঙের হয়ে থাকে। আর ভগবান জগন্নাথের রথকে বলা হয় ‘নন্দীঘোষ’ বা ‘গরুধ্বজা’ (যার উচ্চতা ৪৫ ফুট ও এতে ১৬টি চাকা বিশিষ্ট), এর রং লাল ও হলুদ। রথযাত্রায় বলরামজীর রথই প্রথমে থাকে, এরপরে মাঝখানে থাকে দেবী সুভদ্রার রথ এবং সব পিছনে থাকে জগন্নাথ দেবের রথ।

উল্টো রথের তারিখ

উল্টো রথযাত্রা ২০২৪ কবে কখন অনুষ্ঠিত হবে । অর্থাৎ মূল রথযাত্রার ঠিক আট দিন পরে শুরু হয় উল্টো রথযাত্রা। অর্থাৎ ১৫ জুলাই ২০২৪ (সোমবার)।

উল্টো রথযাত্রার তাৎপর্য

উল্টো রথযাত্রা ২০২৪ কবে কখন অনুষ্ঠিত হবে । আসলে রথযাত্রা একটি হিন্দু ধর্মীয় উৎসব যা রথযাত্রার শেষ দিনে উদযাপিত করা হয়। অর্থাৎ এইদিনে আবার সেই দেবতাদেরকে মন্দিরে ফিরিয়ে আনা হয়, তার জন্য এটাকে উল্টো রথযাত্রা বলা হয়।

শেষ কথা

রথযাত্রা ২০২৪ কবে কখন অনুষ্ঠিত হবে বলতে আসলে একটি বছর অপেক্ষার পর আসে রথ বা রথের মেলা। যে কোন মেলায় আমাদের বাঙালীর কাছে এক বিশেষ কিছু। রথের মেলায় জাতি-ধর্ম-নির্বিশেষে সবাই এদিন একটি জায়গায় মিলিত হয়ে থাকে। বিশেষ করে শিশু-কিশোরসহ বাবা-মা তাদের সন্তানের হাত ধরে মেলাতে যান এবং বিভিন্ন জীবজন্তু ও মানুষের পুতুল, সোলার পাখি-কুমির, বাঁশি, বেলুন, নানা রঙ-বেরঙের খেলনা, জিলাপী, পাপড়সহ বিভিন্ন মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য, কাঠের জিনিসপত্র, লোহার সামগ্রীসহ ঘর সাজানোর অনেক উপকরণ ক্রয় করে থাকেন।

আরও পড়ুন: বাংলাদেশের জনপ্রিয় ১২টি ট্যুরিস্ট স্পট

আশা করছি, রথযাত্রা ২০২৪ কবে কখন অনুষ্ঠিত হবে ইত্যাদি বিষয়ে জেনে থাকেন তাহলে আপনাদের উপকারে আসবে। রথযাত্রা ২০২৪ কবে কখন অনুষ্ঠিত হবে ছাড়াও আরো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং পরবর্তীতে অন্য কোনো বিষয়ে জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো তথ্যমূলক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। এতোক্ষণ রথযাত্রা ২০২৪ কবে কখন অনুষ্ঠিত হবে আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url