কোমর ব্যথা হলে কি করণীয় - নিরাময় পদ্ধতিগুলি কি কি

জগতে সমস্যা বৃত্তের বাইরে কেউই নয়। জীবনে বাঁচতে হলে হাজোরো সংগ্রাম, হাজারো বাধা-বিপত্তি। এরই মাঝে চলে আসে শারীরিক নানা সমস্যা। অসেচতনতা বা বয়সের কারণে যাই-ই হোক না কেন, শরীরে কোন সমস্যা বাসা বাধলে তাতেই সৃষ্টি হয় যত অনাপত্তি।
প্রায়শঃই আমরা একটা সমস্যায় পড়ে থাকি সেটা হল কোমর ব্যথা। বর্তমানে কোমর ব্যথা প্রায় মানুষের জীবনের একটি বড় সংকট। পৃথিবীতে শতকরা ৯০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কোমর ব্যথার শিকার হয়ে থাকে। নিচে আমরা কোমর ব্যথা হলে কি করণীয় - নিরাময় পদ্ধতিগুলি কি কি সম্বন্ধে বিস্তারিত জানবো:

পোস্ট সূচিপত্র: কোমর ব্যথা হলে কি করণীয় - নিরাময় পদ্ধতিগুলি কি কি

কি কি কারণে কোমর ব্যথা হয়ে থাকে :

একটানা বসে কাজ করার কারণেও অনেকের ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে। অর্থাৎ যে কোন কাজই দীর্ঘ সময় টানা বসে কাজ করলে আমাদের মেরুদণ্ডের সামনের দিকের মাংসপেশি সংকুচিত হয় এবং পেছনের দিকের মাংসপেশি প্রসারিত হয়ে থাকে। ফলে, এ কারণে দেহে পেশির ভারসাম্যহীনতা (মাসকুলার ইমব্যালেন্স) তৈরি হয়। তখন মেরুদণ্ডের মাঝখানে থাকা ডিস্কের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয় এবং পরবর্তীতে এই চাপ থেকেই ধীরে ধীরে ব্যথার সৃষ্টি হয়ে থাকে। এ ছাড়াও যাদের বয়স প্রায় চল্লিশ, তাদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি কোমরের ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন।

কোমর ব্যথা হলে কি করণীয় বা ঘরোয়া পদ্ধতিসমূহ :

  • কোমর ব্যথা হলে কি করণীয় হিসেবে নিরাময় পদ্ধতিগুলি কি কি এর মধ্যে অবশ্যই কোমরের যেখানে ব্যথা সেখানে সেঁক দিয়েও যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি পাওয়া যায়।
  • আদাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। ফলে প্রতিদিন যদি নিয়ম মেনে আদা খেতে পারেন তাহলে কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
  • লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ফলে নিরাময় পদ্ধতিগুলি কি কি হিসাবে তা যন্ত্রণা উপশমে খুবই কার্যকরী।
  • যদি আপনি প্রতিদিন নিয়ম করে অ্যালোভেরা শরবত খেতে পারেন তাহলেও কোমরের ব্যথা থেকে মুক্তি মিলতে পারে।
  • কোমর ব্যথা হলে কি করণীয় বা নিরাময় পদ্ধতিগুলি কি কি তে বলা যায়, নিয়মিত ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম জাতীয় খাদ্য খাওয়ার অভ্যাস করতে হবে। যেমন-দুধ, ঘি, পনির, ফল, শাকসবজি, বাদাম ইত্যাদি।

কোমর ব্যথা হলে কি করণীয় বা নিরাময়ে যে কাজগুলো করতে পারেন :

  • কোমর ব্যথা হলে কি করণীয় মনে করে এর নিরাময় পদ্ধতিগুলি কি কি বা উপায় হিসেবে অবশ্যই আপনাকে সব সময় শক্ত সমান বিছানায় ঘুমানোর অভ্যাস করতে হবে।
  • কোমর ব্যথা হলে কি করণীয় এর উপায় হিসেবে দীর্ঘক্ষণ ধরে ঝুঁকে বা মেরুদণ্ড বাঁকা করে কোনো কাজ করা ঠিক হবে না। 
  • কোমর ব্যথার নিরাময় পদ্ধতিগুলি কি কি এর মধ্যে অন্যতম হচ্ছে ভারী কোন জিনিস তোলা থেকে বিরত থাকতে হবে।
  • কোমর ব্যথা হলে কি করণীয় হিসেবে অবশ্যই কোন একটি জায়গায় বেশীক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকা যাবে না।

আরও পড়ুন: সারা শরীর ব্যথা করে কেন - সারা শরীর ব্যথা হলে করনীয়

  • কোমর ব্যথার নিরাময় পদ্ধতিগুলি কি কি এর ক্ষেত্রে অন্যতম হচ্ছে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
  • কোমর ব্যথা হলে কি করণীয় বা নিরাময় পদ্ধতিগুলি কি কি এর মধ্যে ঘুমানোর সময় অবশ্যই সোজা হয়ে ঘুমাতে হবে এবং ঘুম থেকে ওঠার ক্ষেত্রে সরাসরি (পা বরাবর) না উঠে যে কোনো একদিকে কাত হয়ে ওঠার অভ্যাস করতে হবে।
  • কোমর ব্যথা হলে কি করণীয় বা নিরাময় পদ্ধতিগুলি কি কি ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে। যদি শারীরিক পরিশ্রমের সুযোগ না ঘটে তাহলে অবশ্যই নিয়মমাফিক প্রতিদিন হাঁটার অভ্যাস করতে হবে।
  • কোমর ব্যথা হলে কি করণীয় এর ক্ষেত্রে নিরাময় পদ্ধতিগুলি কি কি এর মধ্যে আপনাকে অবশ্যই বিছানায় চিত হয়ে শুয়ে দুই হাত শরীরের দুই পাশে রেখে দুই পা সোজা করে শুতে হবে। এরপর হাঁটু ভাঁজ না করে এক পা ওপরের দিকে তুলে যতটা সম্ভব ১০ সেকেন্ড রাখতে হবে। একইভাবে অপর পা একই নিয়মে করতে হবে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে।
  • এ ছাড়াও হাঁটু ভাঁজ না করে একসঙ্গে দুই পা ওপরের দিকে তুলে একই নিয়মে করতে হবে। এরপর এক হাঁটু ভাঁজ করে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে হাঁটুকে বুকের সঙ্গে  ১০ সেকেন্ড লাগানোর চেষ্টা করুন এবং অন্য হাঁটুও একইভাবে করতে হবে।

কোমর ব্যথায় চিকিৎসাসমূহ :

  • কোমর ব্যথা হলে কি করণীয় হিসেবে নিরাময় পদ্ধতিগুলি কি কি বলতে প্রথমে হালকা ব্যথা শুরু হলে অবহেলা না করে ওষুধ এবং পূর্ণ বিশ্রাম নিতে হবে। এ ছাড়াও কোমরে গরম ভাপ দিলে উপকার পেতে পারেন। কোমর ব্যথার বিভিন্ন মলম ব্যবহার করতে পারেন। তবে তা মালিশ বা ডলা যাবে না।
  • যদি দেখেন ব্যথা তিন দিনের বেশি স্থায়ী হয় তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট কিংবা নিউরোলজিস্টের পরামর্শ নিতে পারেন।

আরও পড়ুন: হাটুঁর জয়েন্টে ব্যথা কেন হয়-হাটুঁরে জয়েন্টে ব্যথা ঔষধের নাম

  • আপনি যদি দেখেন যে আপনার ব্যথার পরিমাণ কম, তাহলে নিরাময় পদ্ধতিগুলি কি কি এর মধ্যে আউটডোর ফিজিওথেরাপি নিতে পারেন। তবে অনেকেই অবশ্য কোমর ব্যথা হলে বিভিন্ন ব্যথা নাশক ওষুধ খেয়ে থাকে, এটা একেবারেই ঠিক নয়। এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা প্রয়োজন।
  • মনে রাখবেন সম্পূর্ণ চিকিৎসা পেতে হলে আপনাকে সঠিক মোবিলাইজেশন, মেনুপুলেশন, স্ট্রেচিং এবং স্ট্রেন্দেনিংয়ের মতো চিকিৎসা করতে হতে পারে।

শেষ কথা :

কোমর ব্যথা হলে কি করণীয় - নিরাময় পদ্ধতিগুলি কি কি ?  অর্থাৎ কোমরব্যথা এড়ানোর জন্য অবশ্যই সঠিক ভঙ্গিতে বসতে হবে। যারা দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করেন তারা চেয়ারে কিছু পরিবর্তন এনে এসব কোমরব্যথা প্রতিহত করতে পারেন। এ ছাড়া অন্যান্য চেয়ারে ব্যাক সাপোর্ট বা লাম্বার রোল (মেরুদণ্ডকে সঠিকভাবে রাখার জন্য চেয়ার বা পিঠে লাগানো সহায়ক অনুষঙ্গ) ব্যবহার করে কোমর সোজা করে রাখা, ‘ব্যালেন্স টুল’ নামে এক ধরনের বিশেষ চেয়ার পাওয়া যায়। এ চেয়ার ব্যবহার করলে কোমরের বক্রতা ঠিক রেখে কাজ করা যায়, এক ঘণ্টা পরপর বসার ধরন পরিবর্তন করা ইত্যাদি পদ্ধতিগুলো অনুসরণের মাধ্যমে কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: দাঁতের ব্যথায় আমাদের করণীয় ও ঘরোয়া উপায়সমূহ

আশা করছি, এগুলো যদি জেনে থাকেন তাহলে আপনাদের উপকারে আসবে। কোমর ব্যথা হলে কি করণীয় - নিরাময় পদ্ধতিগুলি কি কি বিষয়ক আরো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এরকম আরো তথ্যমূলক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। এতোক্ষণ কোমর ব্যথা হলে কি করণীয় - নিরাময় পদ্ধতিগুলি কি কি বিষয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url