বাংলায় আরবি ফুল ও ফলের নাম - আরবিতে বিভিন্ন খাবারের নাম

মানুষ জন্ম থেকেই অনুসন্ধিৎসু বা জানার আকাঙ্খা নিয়েই জন্মগ্রহণ করে। আর এই জানার আগ্রহ তার সব বিষয়ে। শিশুকালে একরকম সবকিছুতেই নজর ও আনন্দ পাওয়া, এরপর কথা বলা শুরু হলে সব বিষয়ে তার মাকে, ভাইকে-বোনকে প্রয়োজনে বাবাকেও জিজ্ঞেস করা। এরপর ঘর থেকে বাহির হলে তো কথাই নেই।
সুতরাং, মানুষের এই জানার আকাঙ্খাই তাকে অন্য সবকিছু থেকে আলাদা হিসেবে চিনতে শিখিয়েছে। কাজের প্রয়োজনে, আত্মীয়তা রক্ষায়, ধর্মীয় জ্ঞান ও অভিজ্ঞতা বা ধর্ম করার অভিপ্রায়ে আমাদের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, এক দেশে থেকে অন্য দেশে যেতে হয়। সেইসময় সবথেকে যে সমস্যাটা প্রকট আকার ধারণ করে তা ভাষা। অর্থাৎ, আমরা বাংলা ভাষায় কথা বলি, আবার এই বাংলা ভাষায় আঞ্চলিকভাবে যখন আমাদের কেউ বলে, তখন তা আমাদের বুঝতে সমস্যা হয়, আর যদি ভিন দেশের ভিন্ন ভাষা হয়, সেক্ষেত্রে চেষ্টা করি ইংরেজি দিয়ে কাভার করার, আর তা না হলে বড় অসুবিধায় পড়তে হয়। আজকে, আমরা বাংলায় আরবি ফুল ও ফলের নাম - আরবীতে বিভিন্ন খাবারের নাম সম্পর্কে জানবো :

পোস্ট সূচিপত্র: বাংলায় আরবি ফুল ও ফলের নাম - আরবীতে বিভিন্ন খাবারের নাম
বাংলায় আরবি ফুল ও ফলের নাম এর মধ্যে ফলের তালিকা বর্ণিত হলো
বাংলায় আরবি ফুল ও ফলের নাম এর মধ্যে ফুলের তালিকা বর্ণিত হলো
এ ছাড়াও জিজ্ঞাসিত কিছু প্রশ্নাবলীসমূহ
আরবীতে বিভিন্ন খাবারের নাম
বাংলায় আরবি ফুল ও ফলের নাম - আরবীতে বিভিন্ন খাবারের নাম - শেষ কথা

আমরা অনেকেই আরবিতে ফুল ও ফলের নাম জানি না। আসলে বাংলায় আরবি ফুল ও ফলের নাম - আরবীতে বিভিন্ন খাবারের নাম জানা থাকলেও অনেক সময় আবার মনে পড়েনা। আবার ধর্মীয় চিন্তাবোধ থেকে নিজের সন্তানকে আরবী ভাষা শিখানোর তাগিদে অনেকেই আনলাইনে খোজাখুজি করছেন। নিচে বাংলায় আরবি ফুল ও ফলের নাম বর্ণিত হলো :

বাংলায় আরবি ফুল ও ফলের নাম এর মধ্যে ফলের তালিকা বর্ণিত হলো:

বাংলায়                 আরবীতে
ফল............................ফকহি
আনারস.....................আনানাছ
আম............................মানজা/আনাজ
তরমুজ........................বিত্বিখ/হাবহাব/হাফহাফ
কমলা..........................বুরতুকাল
খেজুর.........................তামার
আপেল.......................তুফফাহ
আঙুর.........................ইনাব
কিসমিস.....................ঐযিব
কলা.............................মাউষ
পেঁপে..........................পাপায়া
গাজর..........................জাজার
লিচু..........................,,,,লিচি
লেবু.............................লেমন
নারিকেল....................নারজেল
কাঁঠাল.........................কাস্তাল
শশা.............................খেয়ার
টমেটো.......................বেনাডুরা
বরই............................বারকুল
ডালিম.........................রুম্মান
স্ট্রবেরি........................ফারাওলা
নাশপাতি.....................ইজাস/আরমুদ
কামরাঙ্গা....................কারামবুলা
গাব.............................কাকা
বাদাম.........................লাওজ
আমলকি....................ইহিলিলাজ
সুপারি.........................ফোকাল
চেরি............................ছামারুল কারয
ম্যান্ডারিন....................ইউসুফী
ডুমুর...........................তীন
জলপাই......................যাইতুন

আরও পড়ুন: বিশ্বের ১৯৩টি দেশের জাতীয় ফুলের নাম ও তালিকা - বিশ্বে কতগুলো দেশ আছে

এবার আমরা আরবী ভাষায় ফলের নামসমূহ জানার চেষ্ঠা করবো। নিচে বাংলায় আরবি ফুল ও ফলের নাম বর্ণিত হলো:

বাংলায় আরবি ফুল ও ফলের নাম এর মধ্যে ফুলের তালিকা বর্ণিত হলো:

বাংলায়                  আরবীতে
গোলাপ......................ওয়ারদাতুন
চামেলি.......................ইয়াসমীন
রজনীগন্ধা..................মিসকুর রূম
গন্ধরাজ......................জার দীনিয়া
সূর্যমুখী.......................যাহরাতুশ শামছি
শাপলা.........................যানবাক্বুন
পদ্ম.............................নাইলূফার/নীলূফার
জুঁই..............................ইয়াসমীন
গাঁদাফুল.......................ক্কাতীফা
জবা..............................আলওয়ারদুস সীনী
বেলী ফুল......................যাহারতুণ বাতনুণ

আরও পড়ুন: রিজিক সম্পর্কে কোরআনের আয়াত

এ ছাড়াও জিজ্ঞাসিত কিছু প্রশ্নাবলীসমূহ :

  • খেজুরের আরবি নাম কি
  • কলার আরবি নাম কি
  • আরবিতে ৫টি ফলের নাম
  • ফলের নাম আরবিতে
  • আরবিতে ফুলের নাম
  • আরবিতে ১০টি ফুলের নাম
  • আরবিতে ১০টি ফলের নাম

আরবীতে বিভিন্ন খাবারের নাম :

বাংলায়                  আরবীতে
পানি...........................মা/মই/মিয়া/মুয়া
গরুর..........................মাংস লাহামুল বাক্কার
খাসির মাংস................লাহামুল গানাম
গোস্ত/মাংস.................লাহাম
ডিম.............................বাইদাহ
ডাল.............................আদাস
মাছ..............................সামাক
চা.................................শাই
ভাত, চাউল..................রুজ
রুটি..............................খুব্‌জ
দুধ.................................হালিব
চিনি..............................সুক্কার
লবণ..............................মিল্হ
সকাল বেলার নাস্তা.......ফুতুর
দুপুরের আহার...............গাদা
রাতের আহার.................আশা

বাংলায় আরবি ফুল ও ফলের নাম - আরবীতে বিভিন্ন খাবারের নাম - শেষ কথা :

আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারলেন বাংলায় আরবি ফুল ও ফলের নাম - আরবীতে বিভিন্ন খাবারের নাম এই সকল বিষয়ে। আশা করছি আজকের বাংলায় আরবি ফুল ও ফলের নাম - আরবীতে বিভিন্ন খাবারের নাম পোস্ট থেকে আরবী ভাষায় আপনারা অনেক কিছু জানতে পারলেন।

আরও পড়ুন: হায়েজ অবস্থায় কুরআন পড়ার বিধান

তারপরেও যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এবং এরকম আরো বাংলায় আরবি ফুল ও ফলের নাম - আরবীতে বিভিন্ন খাবারের নাম সম্পর্কিত আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url