বাংলায় আরবি খাবারের নাম সমূহ - আরবি দেশের নাম সমূহ
আমরা বিশেষ কোন কাজের প্রয়োজনে অথবা ধর্মীয় সামাজিকতা রক্ষাহেতু, সর্বোপরি, ধর্মীয় উদ্দেশ্য সাধনের লক্ষ্যে, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বা এক দেশে থেকে অন্য দেশে গিয়ে থাকি। যেহেতু আমরা সবসময় যাইনা, তাই হঠাৎ করে গেলে, কি খাবো সেটা বলতে পারিনা বা কোন দেশ থেকে এসেছি সেটাও বলতে পারিনা এমন অনেক সমস্যার মধ্যে নানা মনের ভাব প্রকাশে ভাষাগত সমস্যাটাই জটিল হয়ে দাঁড়ায়।
আমরা যারা ইংরেজি জানি, তারা ইংরেজি দিয়ে কাভার করি। কিন্তু, এর বাইরে যারা আছেন, তারা কি অদ্ভুত সমস্যায়ই না পড়ে থাকেন। আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু যখন কেউ আমাকে যদি বলে ‘মাইসমুক/ইসইসমুক?’ তাহলে আমরা কি বুঝবো? হাঁ করে তাকিয়ে ছাড়া আমাদের আর কোন কি উপায় আছে? আমরা বাংলায় আরবি খাবারের নাম সমূহ - আরবি দেশের নাম সমূহ সহ অন্যান্য প্রয়োজনীয় শব্দ এবং এক দেশ থেকে অন্য দেশে গেলে রাস্তায় চলাফেরা বা কিছু প্রশ্নোত্তর জানার প্রয়োজন হয়ে পড়ে। আজকে আমরা বাংলায় আরবি খাবারের নাম সমূহ - আরবি দেশের নাম সমূহ-তে সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন জেনে নেয়া যাক :
পোস্ট সূচিপত্র: বাংলায় আরবি খাবারের নাম সমূহ - আরবি দেশের নাম সমূহ
বাংলায় আরবি খাবারের নাম সমূহ
আরবি দেশের নাম সমূহ
এ ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
বাংলায় আরবি খাবারের নাম সমূহ - আরবি দেশের নাম সমূহ - শেষ কথা
বাংলায় আরবি খাবারের নাম সমূহ :
বাংলা বাংলায় আরবী উচ্চারন
ভাত, চাউল....................রুজ
রুটি...............................খুব্জ
আটা..............................দাক্কিক, হাব্বা
ময়দা.............................দাক্কিক, ফিনু
দুধ.................................হালিব
ডিম...............................বাইদাহ
গোস্ত, মাংস...................লাহাম
গরুর মাংস....................লাহামুল বাক্কার
খাসির মাংস...................লাহামুল গানাম
ডাল................................আদাস
খানা................................তাআম
চিনি................................সুক্কার
মাছ.................................সামাক
চা....................................শাই
পানি...............................মা/মই/মিয়া/মুয়া
পিঁয়াজ...........................বাছাল
রসুন...............................ছাওম
আদা..............................জানজাবিল
লবন...............................মিল্হ
তেল...............................জাইত
হলুদ...............................কুরকুযম
জিরা...............................কামুন
হালকা খাবার .................ওয়াজবাত খাফিফা
সকাল বেলার নাস্তা.........ফুতুর
দ্বিপ্রহরের আহার............গাদা
রাতের আহার .................আশা
আরবি দেশের নাম সমূহ :
বর্তমানে পৃথিবীতে আরব লীগের সদস্য রাষ্ট্র হলো ২২টি। তবে এর মধ্যে ২৫টি দেশ হচ্ছে আরবি রাষ্ট্রভাষার দেশ। যার মধ্যে ১৯টি দেশের প্রধান রাষ্ট্রভাষা আরবি। যথা-সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, ইয়েমেন, কুয়েত, ইরাক, জর্ডান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, মিসর, সুদান, লিবিয়া, আরজেরিয়া, তিউনিসিয়া, মৌরিতানিয়া এবং মরক্কো।
আরও পড়ুন: বাংলায় আরবি ফুল ও ফলের নাম - আরবিতে বিভিন্ন খাবারের নাম
আমরা শুধুমাত্র বাংলায় আরবি খাবারের নাম সমূহ - আরবি দেশের নাম সমূহ ইত্যাদি সম্পর্কে জানবো তা-ই নয়, আমাদের সেই দেশের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন-শহরকে কি বলে বা বাজারকে কি বলে ইত্যাদি। সুতরাং বাংলায় আরবি খাবারের নাম সমূহ - আরবি দেশের নাম সমূহ বিষয়ক আলোচনায় নিম্নে বর্ণিদ হলো:
বাংলা বাংলায় আরবিতে উচ্চারণ
দেশ.........................দাওলাহ্
শহর.........................বালাদ্
কর্মস্থল.....................মাজালুল আমাল
অফিস......................মাকতাব
প্রশিক্ষণ....................আত তাদরিব
রাস্তা.........................ত্বারিক
বাজার.......................সুক্ক
দোকান......................মাহাল
রুম...........................আল গুরফাহ
স্বাগতম......................আহলান ওয়া সাহলান
মারহাবা......................মারহাবা
বাংলায় আরবি খাবারের নাম সমূহ - আরবি দেশের নাম সমূহ বিষয়ক আলোচনায় নিম্নে সন্তান, চুলা, আসবাবপত্র, গৃহিনীকে আরবিতে কি বলে তা জানবো :
সন্তান............................বুনাই
আসবাবপত্র..................আল-আছাছ
চুলা................................উরুন
গৃহকর্ত্রী/গৃহিনী..............রব্বাতুল বাইত
আরও পড়ুন: বাংলাদেশের ফলের বাংলা ও ইংরেজিতে নামের তালিকা
এবার বাংলায় আরবি খাবারের নাম সমূহ - আরবি দেশের নাম সমূহ শিরোনামে আরও কিছু প্রশ্নাবলী ও উত্তর বর্ণিত হলো, যা আমাদের জানাটা ভীষণ জরুরি। অর্থাৎ, আরবিতে কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং তার উত্তরগুলো কি কি হতে পারে, তা জানার চেষ্টা করবো:
প্র: এদিকে আসুন................................তায়াল হেনা?
প্র: আপনার নাম কী?..........................মাইসমুক/ইসইসমুক?
উ: আমার নাম রমজান আলী.............ইসমি রমজান আলী
প্র: আপনি কেমন আছেন?.................কাইফা হালুক
উ: আমি ভালো আছি...........................তাইয়্যিব
প্র: আপনি কোথা হতে এসেছেন?.........মিন আইনা জিইতা?
উ: আমি বাংলাদেশ হতে এসেছি?.........জিয়তু মিন বাংলাদেশ
প্র: কী জন্য এসেছেন?...........................লিমা জিয়তা?
উ: বাড়ির কাজে এসেছি.........................জিয়তু লিল আমাআল বাইত।
প্র: ট্যাক্সিস্ট্রান্ড কোথায়?.........................আইনা মাওকাফুত তাকসি?
প্র: খাবার হোটেল কোথায়?....................আইনাল মাতয়াম?
প্র: আপনি কী খেতে পছন্দ করেন?.......মাজা তুহিবু আন তাকুলা।
উ: আমি ভাত-মাছ খেতে পছন্দ করি.....আনা উহিববুর রুজ্জা ওয়াসসামাক।
প্র: আপনাকে অশেষ ধন্যবাদ।..............শুকরান জায়িলান।
প্র: আবার আসবেন।...............................জিয়ারাতিকুম মাররা ছানিয়া।
প্র: আমি বিপদে আছি।...........................আনা ফি মুশকিলা।
প্র: এটার নাম কি?...................................সুইসমিক হাদা
এ ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী :
- আরবিতে বিভিন্ন খাবারের নাম
- আরবি খাবারের নাম
- আরবি খাবারের নাম কি?
- খাবার আরবি শব্দ কি?
- গরু আরবি নাম কি?
- দুধের আরবি নাম কি?
- আরব দেশ কয়টি কি কি?
- পৃথিবীতে আরব দেশ কয়টি?
- সবচেয়ে বড় আরব দেশ কোনটি?
- আরব দেশ কোনটি?
বাংলায় আরবি খাবারের নাম সমূহ- আরবি দেশের নাম সমূহ - শেষ কথা :
আমাদের আর্টিকেলে বাংলায় আরবি খাবারের নাম সমূহ - আরবি দেশের নাম সমূহ তথ্য সম্পর্কে আপনার যাবতীয় প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটি আপনি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দেন, আমরা সবসময় পাঠকের মূল্যবান মন্তব্য গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি।
আরও পড়ুন: চুল পড়ার কারণ ও প্রতিকার এবং চুল লম্বা করতে মেথির ব্যবহার বা মেথির কাজ কি
বাংলায় আরবি খাবারের নাম সমূহ - আরবি দেশের নাম সমূহ ছাড়াও আরবিতে বিভিন্ন প্রশ্নাবলী ও উত্তর, আরবিতে দেশ, শহর, বাজার, অফিস, রাস্তা-ঘাট, দোকান, সন্তান, চুলা, আসবাবপত্র ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আশা করি আপনারা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন।
এছাড়া আমাদের আর্টিকেলগুলোর মান উন্নয়নে আপনার যাবতীয় মন্তব্য, তথ্য এবং পরামর্শ আমাদেরকে অবশ্যই দিতে পারেন, এবং সেইসাথে আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই তা শেয়ার করুন বন্ধুদের সাথে এবং জানিয়ে দিন বাংলায় আরবি খাবারের নাম সমূহ - আরবি দেশের নাম সমূহ এর বিভিন্ন বিষয় সম্পর্কে।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url