ইডলি অর্থ কি? - ইডলির উপাদান সমূহ এবং কিভাবে তৈরী করা যায় মজাদার ইডলি
ইডলি নামটি বাংলাদেশের আংশিক কিছু মানুষের কাছে অপরিচিত শব্দ। তবে বেশির ভাগ মানুষই এই ইডলি-র সাথে পরিচিত। কেননা, বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ভারতের বিভিন্ন স্থানে চিকিৎসা সংক্রান্ত কাজে গমন করে থাকেন। আর সেই সুবাদে তারা ইডলির সাথে বেশ পরিচিত হয়ে যান। আমাদের জানতে হবে ইডলি অর্থ কি? - ইডলির উপাদান সমূহ এবং কিভাবে তৈরী করা যায় মজাদার ইডলি ইত্যাদি বিষয়ে।
ইডলি দক্ষিণ ভারতের অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় একটি খাবার। ভাপানো তুলতুলে এই পদটি শুধু তৈরি করা সহজ নয়, হজমও হয় সহজে। অনেকটা আমাদের দেশের ভাপা পিঠা বা ধুপির সাথে তুলনা করা যেতে পারে। তবে ধুপি বা ভাপা পিঠাতে শুধু চালের গুড়া আর খেজুরের গুড় লাগে, আর ইডলি বানানোর ক্ষেত্রে চালের গুড়ার সাথে ডাল, মেথি, লবণ ইত্যাদি লাগে। ভারতের প্রখ্যাত অভিনেত্রী ও মডেল দীপিকা পাড়ুকোন, তাঁর প্রিয় খাবারের তালিকায় ইডলির কথা বলেছিলেন। সুতরাং, আজকে আমরা ইডলি অর্থ কি? - ইডলির উপাদান সমূহ এবং কিভাবে তৈরী করা যায় মজাদার ইডলি সে সম্পর্কে বিস্তারিত জানবো :
পোস্ট সূচিপত্র : ইডলি অর্থ কি? - ইডলির উপাদান সমূহ এবং কিভাবে তৈরী করা যায় মজাদার ইডলি
ইডলি অর্থ কি?
ইডলি তৈরির উপাদান সমূহ
প্রথমেই দেখে নেয়া যাক সুজি ইডলি বানানোর প্রক্রিয়াসমূহ
এরপর দেখে নেয়া যাক চিঁড়ের ইডলি বানানোর প্রক্রিয়াসমূহ
ইডলির উপাদান সমূহ এবং কিভাবে তৈরী করা যায় মজাদার ইডলি
সংশ্লিষ্ট বিষয়ক প্রশ্নাবলী সমূহ
ইডলি অর্থ কি? - ইডলির উপাদান সমূহ এবং কিভাবে তৈরী করা যায় মজাদার ইডলি - শেষ কথা
ইডলি অর্থ কি?
আমাদের প্রথমেই জানতে হবে ইডলি অর্থ কি? অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ইডলি হল এক ধরনের সুস্বাদু রাইস কেক। যার উৎপত্তি দক্ষিণ ভারতে। বলা চলে, ভারত এবং শ্রীলঙ্কায় প্রাতঃরাশের খাবার হিসেবে খুবই জনপ্রিয় এই ইডলি।
আরও পড়ুন: চিকেন দিয়ে চমকপ্রদ কিছু রেসিপি
সহজ কথায় ইডলির উপাদান সমূহ এবং কিভাবে তৈরী করা যায় মজাদার ইডলি বা বানানো হয় কিভাবে তা জানার জন্য আমরা ইউটিউবে গিয়ে ইডলি লিখে সার্চ দিলেই প্রাকটিক্যাল দেখে নিতে পারবেন, টেনসনের কোন কারণ নাই।
ইডলি তৈরির উপাদান সমূহ :
সেদ্ধ চাল, বিউলির ডাল (অনেকে মাসকড়াইয়ের ডাল নামেও চেনেন। এই ডালে কোন খোসা থাকে না), মেথি, ভাত, লবণ, আলু, পেঁয়াজ, গাজর, ছোট ফুলকপি, রসুন, টমেটো, অড়হর ডাল, সাম্বার মশলা, হলুদ, লঙ্কা গুড়ো, সাদা তেল, কারিপাতা, সরষে ইত্যাদি। আর চাটনির জন্য নারিকেল কোরা, ভাজা চিনা বাদাম, তেঁতুলের ক্বাথ, লবণ ইত্যাদি। তবে কতখানি তৈরি করবেন, তা নির্ভর করবে আপনার বানানোর পরিমাণের উপর।
প্রথমেই দেখে নেয়া যাক সুজি ইডলি বানানোর প্রক্রিয়াসমূহ :
এক কাপ সুজি ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর দেড় কাপ টক দই, পরিমাণ মতো নুন এবং বেকিং সোডা ১/২ চা-চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে এবং তারপর ইডলি স্টিমার ব্যবহার করে তৈরি করে নিতে হবে সুজির ইডলি।
এরপর দেখে নেয়া যাক চিঁড়ের ইডলি বানানোর প্রক্রিয়াসমূহ :
এক কাপ চিঁড়েতে এক কাপ দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দেড় কাপ সুজি দিতে হবে। এরপর এক কাপ জল দিয়ে মিশিয়ে নিয়ে ত্রিশ মিনিট রেখে দিতে হবে। তবে প্রয়োজনে ঘনত্ব ঠিক করার জন্য ১/২ কাপ জল দিতে হবে, স্টিম করার আগে ৩/৪ চা-চামচ বেকিং পাউডার দিলেই ব্যাটার প্রস্তুত। এবার ইডলি স্টিমার ব্যবহার করে তৈরি করে নিতে হবে চিঁড়ের ইডলি।
ইডলির উপাদান সমূহ এবং কিভাবে তৈরী করা যায় মজাদার ইডলি :
ইডলির উপাদান সমূহ এবং কিভাবে তৈরী করা যায় মজাদার ইডলি-র ক্ষেত্রে প্রথমে চাল ও ডাল ভাল করে ধুয়ে নিতে হবে, যাতে কোন ময়লা না থাকে। এরপর একটি বাটিতে দ্বিগুণ পরিমাণ জল নিয়ে তাতে চাল ও ডাল ৭/৮ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং চালের সঙ্গে মেথিও ভিজিয়ে রাখতে হবে। এরপর মেথি মেশানো ডাল মিক্সারের মাধ্যমে পেইস্ট বানিয়ে সামান্য পরিমাণ জল মিশিয়ে নিতে হবে, যাতে ডাল খুব ভালো পরে পেইস্ট করে নেয়া যায়। খেয়াল রাখবেন, ডালের ব্যাটারটি যেন খুব বেশি ঘন না হয়ে যায়, প্রয়োজন হলে জল মিশিয়ে পুনরায় মিক্সার মেশিনে দিয়ে পাতলা করে নিন। এবার পেইস্ট করা ডাল তুলে নিয়ে মিক্সার মেশিনে চাল পেইস্ট করে নিন। লক্ষ্য রাখবেন, চালের ব্যাটারটা যাতে ঘন হয়। এরপর সামান্য পরিমাণ নুন দিয়ে চাল ও ডাল একসাথে মিশিয়ে নিতে হবে। এবারে ইডলি স্ট্যান্ডে অল্প করে তেল বা ঘি লাগিয়ে তার মধ্যে এক হাতা মিশ্রণ দিয়ে ৭/৮ মিনিট ভাপিয়ে নিতে হবে। ২/৩ মিনিট পর বের করে নিলেই হয়ে যাবে নরম তুলতুলে ইডলি।
আরও পড়ুন: বয়ঃসন্ধিকালে ত্বকের বিভিন্ন সমস্যা ও সমাধান
এবারে চাটনির জন্য নারকেল কোরা, ভাজা বাদাম, লবণ ও তেঁতুল একসাথে মিক্সিতে বা বেটে নিতে হবে। এরপর অল্প তেলে সরলে, কারিপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বের হলে তেল সমেত ফোড়ন নারকেল বাটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরী হয়ে যাবে চাটনি।
সংশ্লিষ্ট বিষয়ক প্রশ্নাবলী সমূহ :
- ইডলি অর্থ কি?
- ইডলি কি করে বানাতে হয়?
- ইডলি বড়া অর্থ কি?
- ইডলি রাভা কি চাল দিয়ে তৈরি হয়?
- ইডলি খাওয়ার উপকারিতা
- সুজির ইডলি রেসিপি
- ইডলি রেসিপি বাংলা
- চালের ইডলি
- ইডলি সাম্বার রেসিপি
- ইডলি খেলে কি মোটা হয়?
- ইডলি খেলে কি ঘুম আসে?
ইডলি অর্থ কি? - ইডলির উপাদান সমূহ এবং কিভাবে তৈরী করা যায় মজাদার ইডলি - শেষ কথা :
আজকের আর্টিকেলে মজাদার এবং চমকপ্রদ একটি খাবার ইডলির রেসিপি সম্পর্কে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ, ইডলি অর্থ কি? - ইডলির উপাদান সমূহ এবং কিভাবে তৈরী করা যায় মজাদার ইডলি এমন বিষয়ক আলোচনায় আপনার যাবতীয় প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটি আপনি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দেন, আমরা সবসময় পাঠকের মূল্যবান মন্তব্য গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি।
আরও পড়ুন: স্ট্রোক হওয়ার ঝুঁকিসমূহ ও লক্ষণগুলি কি কি
ইডলি অর্থ কি? - ইডলির উপাদান সমূহ এবং কিভাবে তৈরী করা যায় মজাদার ইডলি-র রেসিপি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনে ইউটিউবে দেখেও কিভাবে ইডলি তৈরী করা সম্ভব সে বিষয়ে বলা হয়েছে। প্রিয় বন্ধুরা, ভবিষ্যতে বিভিন্ন রান্না বিষয়ক আর্টিকেল আমাদের সাথে থাকুন।
এছাড়া আমাদের আর্টিকেলগুলোর মান উন্নয়নে আপনার যাবতীয় মন্তব্য, তথ্য এবং পরামর্শ আমাদেরকে অবশ্যই দিতে পারেন, এবং সেইসাথে ইডলি অর্থ কি? - ইডলির উপাদান সমূহ এবং কিভাবে তৈরী করা যায় মজাদার ইডলি সম্পর্কিত আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই তা শেয়ার করুন বন্ধুদের সাথে এবং জানিয়ে দিন ইডলির উপাদান সমূহ এবং কিভাবে তৈরী করা যায় মজাদার ইডলি।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url