কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায়

আমাদের দৈনন্দিন জীবনে নানা ঘটনা ঘটে থাকে এবং হঠাৎই তা ঘটে যায়। সাংসারিক অনেক কাজ করতে গিয়ে অসাবধনতা বশতঃ আমাদের হাত-পা কেটে যায়। তাড়াতাড়ি করে আমরা রক্ত বন্ধ করতে ব্যস্ত হয়ে পড়ি।
কিন্তু এই কাটা জায়গাটা কিভাবে সারবে তখন তা চিন্তা করিনা। আবার তাৎক্ষণিকভাবে রক্ত পড়া বন্ধ করা গেলেও, কিভাবে এই ক্ষতস্থান তাড়াতাড়ি শুকাবে তা হয়তো অনেকেরই জানা নেই। আজকে আমরা কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত জানবো:

পোস্ট সুচিপত্র: কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায়
কাটা জায়গা সারানোর উপায়সমূহ 
কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায় বা চিকিৎসা পদ্ধতি
কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর জন্য যে সমস্ত খাবারগুলো খেতে পারেন
কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায় - শেষ কথা

কাটা জায়গা সারানোর উপায়সমূহ :

আপনার কাটা জায়গা সারানোর ক্ষেত্রে লক্ষ্য করবেন যে, ক্ষতের পরিমাণ যদি খুব বেশি গভীর না হয় তাহলে আপনি ঘরোয়া চিকিৎসা দিতে পারেন, তাতে করে আপনার কাটা জায়গা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তবে আপনার ক্ষতের পরিমাণ যদি অনেক গভীর বা বেশী হয়, তাহলে তাৎক্ষণিক রক্ত পড়া বন্ধ করার ব্যবস্থা নিয়েই দ্রুত হাসপাতালে যাওয়া উচিত। নিম্নে কাটা জায়গা শুকানোর ক্ষেত্রে ঘরোয়া চিকিৎসা পদ্ধতি ও কি কি খাবার খাওয়া যেতে পারে তা আলোচনা করা হলো:

কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায় বা চিকিৎসা পদ্ধতি:

আপনার শরীরের যে অংশ কেটে গেছে, প্রথমেই সেই স্থানটিকে পরিস্কার কুসুম গরম পানি এর সাথে স্যাভলন বা ডেটল মিক্সড করে ক্ষতস্থানটি ধুয়ে ফেলতে হবে, যাতে সেখানে কোন প্রকার ধুলো-বালি-মাটি লেগে না থাকে।
রসুন ও মধু ব্যবহার: আপনার সেই কাটা স্থানে রসুনের কোয়া থ্যাতা করে মধুর সাথে মিশিয়ে কাটা জায়গায় ১০-১৫ মিনিট রাখতে হবে। এরপর ক্ষতস্থানটি হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এভাবে যদি ২-৩ বার ব্যবহার করলে কাটা জায়গা শুকিয়ে যাবে।
মধু ব্যবহার: আপনার ক্ষতস্থানটিতে মধু লাগিয়ে রাখুন এবং এক ঘন্টা পরে পরিস্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন ব্যবহার করলে কাটা জায়গাটা শুকিয়ে যাবে।

আরও পড়ুন: মেথির যত পুষ্টিগুণ - এর উপকারিতা ও গুণাবলী

অ্যালোভেরা জেল: আপনার কাটা জায়গায় অ্যালোভেরা জেল লাগিয়ে শুকিয়ে নিন এবং এভাবে দিনে দুইবার করে কয়েকদিন ব্যবহার করলে কাটা জায়গাটা শুকিয়ে যাবে।
পেঁয়াজ: অনেক সময় পেঁয়াজ থেতলে কাটা স্থানে ভালো করে লাগিয়ে ব্যান্ডেজ করে রাখলে, জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়।
দুর্বা ঘাস: অনেক সময় অসাবধানতাবশত: কেটে বা ছিলে গেলে দুর্বা ঘাস পরিস্কার পানিতে ধুয়ে তা চিবিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দিয়েও রক্ত পড়া বন্ধ করা যায়।

মনে রাখবেন, আপনার ক্ষতস্থানটি যদি খুব গভীর না হয় তাহলে উপরে উল্লেখিত ঘরোয়া চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে তা অনায়াসেই সারিয়ে তুলতে পারেন। নিম্নে কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায় সমূহ বর্ণিত হলো:

কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর জন্য যে সমস্ত খাবারগুলো খেতে পারেন:

আজকাল যে কোন কাটা বা ক্ষতস্থান সারানোর জন্য চিকিৎসকেরা টক জাতীয় ফল-মূল, শাকসবজি ইত্যাদি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ এবং কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায় হিসেবে নিম্নে খাবারের বর্ণনা করা হলো:

ফলমূল: কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায় হিসেবে ফলে আছে অ্যন্টি-অক্সিডেন্ট নামক উপাদান যা ক্ষতস্থান তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে। যেমন-কমলা, লেবু, মালটা, আঙ্গুর, মালটা, ডালিম, খেজুর, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি ইত্যাদি। তবে তেঁতুল বাদ দিয়ে ভিটামিন সি সমৃদ্ধ যে কোন ফল খাওয়াই ভালো।

আরও পড়ুন: স্ট্রবেরি ফলের পুষ্টিগুণ ও এর উপকারিতা

শাকসবজি: শাক-সবজিতে প্রচুর ভিটামিন ও মিনারেল থাকে, যা কাটা বা ক্ষতস্থান দ্রুত শুকাতে সাহায্য করে। যেমন-পালংশাক, মেথি শাক, বাধাকপি, ফুলকপি, ব্রোকলি, মিষ্টি আলু, গোল আলু, ভুট্টা, মটর ইত্যাদি। অর্থাৎ কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায় প্রচুর পরিমাণে শাক-সবজি খাওয়া যেতে পারে।

চর্বি জাতীয় খাবার: কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায় হিসেবে চর্বিতে থাকা ভিটামিন-ই ক্ষতস্থান তাড়াতাড়ি শুকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন-বাদাম, চিনা বাদাম, কাঠ বাদাম, কাজু বাদাম, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, অ্যাভোকাডো, আমল্ড ইত্যাদি।

প্রোটিন জাতীয় খাদ্যসসূহ: প্রোটিন জাতীয় খাবার শরীরের মাংস বৃদ্ধিতে সহায়তা করে থাকে এবং ক্ষতস্থান দ্রুত শুকাতেও প্রোটিনের জুড়ি নেই। কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায় এর কারণ হিসেবে যেমন-ডিম, দেশি মুরগির মাংস, সামুদ্রিক মাছ, মসুর ডাল, বীজ ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্যসমূহ গ্রহণ করা অতীব জরুরী।

আরও পড়ুন: মৌসুমী লটকন ফলের পুষ্টিগুণ ও উপকারিতাসমূহ

পিঁয়াজ-রসুন ভাজি: কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায় হিসেবে এই টোটকাও অনেক সময় ক্ষতস্থান সারানোর জন্য সহায়কা হয়ে তাকে। অর্থাৎ, পিঁয়াজ-রসুন-আদা-কালোজিরা একসাথে ভাজি করে ভাতের সাথে খেলে তা ক্ষতস্থান তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে।

কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায় - শেষ কথা:

আশা করছি, কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায় যদি জেনে থাকেন তাহলে আপনাদের উপকারে আসবে। আসলে কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায় বিষয়ক আরো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এরকম আরো তথ্যমূলক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। এতোক্ষণ কি খেলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকায় ও ক্ষতস্থান শুকানোর ঘরোয়া উপায় সংক্রান্ত নানাবিধ আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url