সারা বছর কোন কোন ফুল ফোটে - বারোমাসি ফুলের নামের তালিকা - কিভাবে টবে ফুল গাছ লাগানো যায়

ফুল ভালোবাসেনা এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। আসলে ফুল একটি স্পর্শকাতর এবং আত্মার নিগৃহীত রসের সাথে সম্পৃক্ত, যা সর্বোচ্চ ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা এবং অত্যন্ত আবেগঘন বিষয়গুলির সাথে ওতঃপ্রোতভাবে জড়িত।
এই মুহুর্তে একটা প্রবাদের কথা মনে পড়ছে, যা আপনারা সবাই জানেন,‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’। অর্থাৎ যেখানে যার স্থান, তাকে ঠিক সেখানেই সবথেকে বেশী মানায়। প্রকৃতির খামখেয়ালীপনার মধ্যে নিঃস্বার্থ সৌন্দর্যের অন্যতম স্তম্ভই হচ্ছে এই ফুল। তাই, আজকে আমরা জানার চেষ্টা করবো, সারা বছর কোন কোন ফুল ফোটে - বারোমাসি ফুলের নামের তালিকা - কিভাবে টবে ফুল গাছ লাগানো যায় ইত্যাদি সম্পর্কে। তো চলুন জেনে নেয়া যাক-

পোস্ট সূচিপত্র: সারা বছর কোন কোন ফুল ফোটে - বারোমাসি ফুলের নামের তালিকা - কিভাবে টবে ফুল গাছ লাগানো যায়
সারা বছর কোন কোন ফুল ফোটে এমন ফুলের নাম
বারোমাসি ফুলের নামের তালিকা (দেশী ও বিদেশী জাত সমূহ) 
কিভাবে টবে ফুল গাছ লাগানো যায় বা ফুলের চাষ পদ্ধতি
সারা বছর কোন কোন ফুল ফোটে - বারোমাসি ফুলের নামের তালিকা - কিভাবে টবে ফুল গাছ লাগানো যায়: সবশেষে

পৃথিবীতে ফুলের মতো সুন্দর ও পবিত্র আর কোন কিছুতেই নেই। আর এই সুন্দরকে কাছে রেখে উপভোগ করার মনোবাসনা চরিতার্থ করার লক্ষ্যে, আমাদের ছাদে কিংবা টবে বা বারান্দায় তা রাখতেই পারি। তাহলে এখন দরকার আমাদের সারা বছর কোন কোন ফুল ফোটে - বারোমাসি ফুলের নামের তালিকা - কিভাবে টবে ফুল গাছ লাগানো যায় ইত্যাদি সম্পর্কে জানা। আমাদের আগে জানতে হবে সারা বছর কোন কোন ফুল ফোটে কোনগুলো:

সারা বছর কোন কোন ফুল ফোটে এমন ফুলের নাম:

সারা বছর কোন কোন ফুল ফোটে এমন ফুলের মধ্যে রয়েছে জবা, কামিনী, করবী, অলকানন্দা বা অ্যালামন্ডা, জয়তী বা জ্যাট্রোফা, কাঞ্চন (সাদা), সন্ধা মালতী বা সন্ধ্যামণি, নয়নতারা, হাজারপুটিয়া ইত্যাদি, তবে-

  • গ্রীষ্মকালে টবের জন্য গন্ধরাজ, রজনীগন্ধা, সূর্যমূখী, জিনিয়া, দোপাটি, পিটুনিয়া, সিসোলিয়া বা মোরগঝুঁটি, ক্যালিয়েন্ড্রা বা মণিকুন্তলা, ব্রানফেলসিয়া বা বিচিত্রা ইত্যাদি।
  • শীতকালে ফোটে এমন ফুলগুলি হলো-গাঁদা, গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, ক্যামেলিয়া, কারনেশন, স্যালভিয়া, জারবেরা, এজালিয়া, পিটুনিয়া ইত্যাদি।

আরও পড়ুন: সুষম খাদ্য কী ও কোনগুলোকে সুষম খাদ্য বলা হয় এবং সুষম খাদ্য গ্রহণের উপকারিতা

  • বর্ষাকালে টবে লাগানোর জন্য বেলি, জুঁই, চাঁপা, পত্রলেখা বা মুসেন্ডা, তুষারমোতি বা পোর্টল্যান্ডিয়া, জিনিয়া, সূর্যমূখী (ছোট), স্থলপদ্ম, মালমীলতা প্রভৃতি।
  • আবার যদি কয়েক বছর বাঁচে এমন স্থায়ী স্বভাবের ফুল গাছ লাগাতে চান, তাহলে বেলি, জুঁই, বাগানবিলাস বা বোগেনভিলা, গোলাপ, জবা, করবী, গন্ধরাজ, কাঞ্চন, কুন্দ, চাঁপা, মুসেন্ডা, কামিনী, অ্যালামন্ডা, স্থলপদ্ম, ক্যামেলিয়া, টগর, শিউলি ইত্যাদি।

উপরে বর্ণিত সারা বছর কোন কোন ফুল ফোটে - বারোমাসি ফুলের নামের তালিকা - কিভাবে টবে ফুল গাছ লাগানো যায় এর মধ্যে আমরা সারা বছর কোন কোন ফুল ফোটে তা আলোচনা করেছি, তাই এবারে বারোমাসি ফুলের নামের তালিকা সম্পর্কে জানার চেষ্টা করবো:

বারোমাসি ফুলের নামের তালিকা (দেশী ও বিদেশী জাত সমূহ) :

  • হাসনাহেনা ফুল
  • টগর ফুল গাছ

  • রঙ্গন ফুল (কয়েকটি কালার হয়ে থাকে)
  • রক্ত কাঞ্চন ফুল

  • দত্ত প্রিয়া
  • চায়না টগর
  • শ্বেতকাঞ্চন

  • হলুদ স্থলপদ্ম
  • হলুদ করবি (কল্কে ফুল টাইপের)
  • শিউলি ফুল গাছ
  • সাদা কাঠগোলাপ
  • মেজেন্ডা অ্যালামন্ডা
  • ব্লিডিং হার্ট
  • নীল চিতা ফুল গাছ
  • ডাবল পেটাল করবি
  • সিঙ্গেল পেটাল করবি
  • ম্যাক্সিকান ফ্লেম ভাইন
  • মধুমঞ্জুরি লতা
  • সাবেরাওবেরা
  • ব্রাউনিয়া
  • কুর্চি (বারোমাসি সুগন্ধিযুক্ত ফুল)
  • লোরোপেটালাম (ফ্রিঞ্জ ফ্লাওয়ার)
  • চাইনিজ ল্যান্টেন
  • টিবু চায়না (বারমাসি)
  • ফাস্ট লাভ ফুল
  • ভুটান মল্লিকা (শ্রীলঙ্কান জুঁই)
  • বিচিত্রা (ব্রানফেলসিয়া )
  • স্টার জেসমিন (তীব্র মিষ্টি সুগন্ধিযুক্ত)
  • ফায়ার ক্র্যাকার্স/অরেঞ্জ মার্মালেড (বারমাসি)
  • রোজ অফ শ্যারন
  • গার্ডেনিয়া
  • খয়েরী কাঠগোলাপ (স্কট প্রাট)
  • গোল্ড শাওয়ার (বারোমাসি )
  • লেমোনিয়া
  • হাইব্রিড থাই কামিনী ফুল
  • ম্যান্ডেভিলা সংগ্রহ
  • মুসেন্ডা

আরও পড়ুন: অ্যাভোক্যাডো ফলের উপকারিতা ও গুনাগুণ

  • রুয়েলিয়া
  • ল্যানটেনা
  • ধান লিলি
  • আইস প্লান্ট
  • লিপস্টিক জিঞ্জার

সবশেষে আমরা উপরে বর্ণিত সারা বছর কোন কোন ফুল ফোটে - বারোমাসি ফুলের নামের তালিকা - কিভাবে টবে ফুল গাছ লাগানো যায় সম্পর্কে জানার চেষ্টা করবো:

কিভাবে টবে ফুল গাছ লাগানো যায় বা ফুলের চাষ পদ্ধতি :

👉 কিভাবে টবে ফুল গাছ লাগানো যায় তার জন্য প্রতিটা ফুল গাছের টবের জন্য দোআঁশ মাটির সঙ্গে তিন ভাগের এক ভাগ পরিমাণ জৈব সার বা পচা গোবর মিশিয়ে মাটি তেরী করতে হবে। এর সঙ্গে একমুঠো হাড়ের গুঁড়ো, দুই চা-চামচ চুন, দু’মুঠো ছাই মেশাতে পারলে ভালো হয়। মৌসুমি ভিত্তিক ফুলের ক্ষেত্রে মাস খানেক বয়সের যে চারাগুলো পাওয়া যাবে, তা টবে লাগাতে হবে। এ ছাড়া অন্যান্য চারা লাগানোর সময় ভালো ও তরতাজা বা কলম চারা লাগালে ভালো হয়। চারাটি লাগানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করে দিতে হবে এবং গোড়ায় পানি দিতে হবে।
👉 মনে রাখবেন, কিভাবে টবে ফুল গাছ লাগানো যায় এর জন্য চারা গাছকে সোজা রাখার ক্ষেত্রে বাঁশের কঞ্চি বা স্টিক ব্যবহার করা যেতে পারে। সদ্য লাগানো চার গাছকে কয়েকদিন ছায়ায় রেখে সহনশীল করে নিতে হবে এবং এ অবস্থায় সকালে ও বিকেরে রোদ লাগানোর ব্যবস্থা করতে হবে। গাছ লাগানোর সময় গাছের গোড়ার মাটি একেবারে গুঁড়ো না করে চাকা চাকা করে খুঁচে দেওয়াই ভালো হবে, কেননা এক্ষেত্রে মাটি খোঁচানোর গভীরতা হবে ৩-১০ সেন্টিমিটার বা ১ থেকে ৪ ইঞ্চি এবং এই খোঁচানোর কাজটি ১০ দিনের মধ্যে ১ বার করতে হবে।
👉 তবে গাছে কুঁড়ি আসার লক্ষণ প্রকাশ পেলেই ৫০ গ্রাম টিএসপি (কালো সার), ১০০ গ্রাম ইউরিয়া (সাদা সার) ও ২৫ গ্রাম এমওপি (লাল সার) একসঙ্গে মিক্সড করে প্রতি গাছে ১ চামচ করে ১০ দিন পর পর প্রত্যেক টবে দিতে হবে। তবে এ সার দেয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শিকড়ের ওপর না পড়ে এবং এক মৌসুমে সর্বোচ্চ তিন বারের বেশী দেওয়া যাবে না।

আরও পড়ুন: মানুষ একাকীত্বে ভোগে কেন - কখন মানুষ একাকীত্ব বোধ করে

👉 গাছে যদি বেশি দিন ধরে ফুল ফোটাতে চান কিংবা কিভাবে টবে ফুল গাছ লাগানো যায় এর ক্ষেত্রে অবশ্যই কখনোই গাছের ফুল গাছে শুকাতে দিতে নেই। খেয়াল রাখবেন ফুল শুকানো শুরু হলেই তা কেটে দিতে হবে। সাধারণত গাঁদা, চন্দ্রমল্লিকা, অ্যাস্টার ইত্যাদি গাছে বেশিদিন ধরে বেশি ফুল পেতে চাইলে প্রথম দিকের কুড়ি আসার সময় কিছু কুঁড়ি চিমটি দিয়ে ছেটে দিতে হবে।

সারা বছর কোন কোন ফুল ফোটে - বারোমাসি ফুলের নামের তালিকা - কিভাবে টবে ফুল গাছ লাগানো যায়: সবশেষে

আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারলেন কিভাবে সারা বছর কোন কোন ফুল ফোটে - বারোমাসি ফুলের নামের তালিকা - কিভাবে টবে ফুল গাছ লাগানো যায় ইত্যাদি সম্পর্কে। আশা করছি আজকের পোস্ট থেকে আপনারা ফুল গাছ লাগানো ও পরিচর্যা থেকে আরম্ভ করে বারোমাসি ফুলের নামের তালিকা এবং সারা বছর কোন কোন ফুল ফোটে তাও জানতে পারলেন, এরপরও যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। সুতরাং, এরকম আরো তথ্য মূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url