গর্ভাবস্থায় সহবাস করা যাবে কিনা ও গর্ভাবস্থায় সহবাস করার নিয়ম এবং গর্ভাবস্থায় সহবাসে কী গর্ভের বাচ্চার কোন ক্ষতি হয়

গর্ভাবস্থায় সহবাস ঠিক বা নিরাপদ কিনা, সে ব্যাপারে অনেকের মনেই দ্বিধাদন্দ্ব কাজ করে। বেশীর ভাগ নারী-পুরুষই আশংকা করে যে, এ সময় সহবাস করলে সন্তানের ক্ষতি হতে পারে।
অনেকেই আবার মনে করেন, প্রথম তিন মাস এবং শেষের তিন মাস সহবাস করলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। আসলে এ রকম একটা সময়ে নিজেদের মধ্যে দোদুল্যমনতা, দ্বিধাদ্বন্দহীনতা এবং অনেক সময় দূরত্বেরও সৃষ্টি হয়ে থাকে। তবে গর্ভাবস্থা যদি স্বাভাবিক থাকে এবং নির্দিষ্ট কোন জটিলতার সৃষ্টি না হয়, সর্বোপরি ডাক্তার যদি সহবাস করা থেকে বিরত থাকার পরামর্শ না দিয়ে থাকে, তাহলে গর্ভাবস্থায় সহবাস করা সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত। আজকে জেনে নেয়া যাক গর্ভাবস্থায় সহবাস করা যাবে কিনা ও গর্ভাবস্থায় সহবাস করার নিয়ম এবং গর্ভাবস্থায় সহবাসে কী গর্ভের বাচ্চার কোন ক্ষতি হয়- ইত্যাদি বিষয় সম্পর্কে:

পোস্ট সূচিপত্র: গর্ভাবস্থায় সহবাস করা যাবে কিনা ও গর্ভাবস্থায় সহবাস করার নিয়ম এবং গর্ভাবস্থায় সহবাসে কী গর্ভের বাচ্চার কোন ক্ষতি হয়
গর্ভাবস্থায় সহবাস করা যাবে কিনা বা কোন সময়ে সহবাস করা উচিত নয়
গর্ভাবস্থায় মহিলাদের যৌন ইচ্ছে ব্যাপকভাবে প্রভাবিত হয়
গর্ভাবস্থায় সহবাস করার নিয়ম বা কিভাবে সহবাস করা যেতে পারে
গর্ভাবস্থায় সহবাসে কী গর্ভের বাচ্চার কোন ক্ষতি হয়
গর্ভাবস্থায় সহবাস করা যাবে কিনা ও গর্ভাবস্থায় সহবাস করার নিয়ম এবং গর্ভাবস্থায় সহবাসে কী গর্ভের বাচ্চার কোন ক্ষতি হয় - শেষ কথা

গর্ভাবস্থায় সহবাস করা যাবে কিনা বা কোন সময়ে সহবাস করা উচিত নয় :

গর্ভাবস্থায় সহবাস করা যাবে কিনা এমন প্রশ্নে বলা যায়, একজন মহিলা যতোদিন স্বাভাবিকভাবে হাঁটাচলা ও উঠা-বসা করতে পারে ততোদিন পর্যন্ত সহবাসের ক্ষেত্রে কোন সমস্যার সৃষ্টি হয় না। তবে গর্ভাবস্থায় একজন নারীর সহবাস করার ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন হয়, যেমন-

👉 প্লাসেন্টা প্রিভিয়া: অর্থাৎ যদি গর্ভাবস্থায় একজন মহিলার প্লাসেন্টা প্রিভিয়া জরায়ুর নীচে অবস্থান করে এবং জরায়ুর মুখ সম্পূর্ণরূপে ঢেকে ফেলে এমন অবস্থায় সহবাস করলে রক্তপাত ও প্রাক প্রসব বেদনার সৃষ্টি হতে পারে।
👉 জমজ সন্তান: গর্ভবতী মহিলার গর্ভে যদি জমজ সন্তান থাকে তবে এক্ষেত্রে সহবাস না করাই যুক্তিযুক্ত হবে।
👉 গর্ভপাত: অর্থাৎ গর্ভবতী মহিলার পূর্বে যদি কোন গর্ভপাত করিয়ে তাকে তাহলে এক্ষেত্রে বিশেষ করে গর্ভাবস্থায় সহবাস না করাই ভালো।

আরও পড়ুন: গর্ভাবস্থায় নারীদের ভিটামিন ডি প্রয়োজন কেন - এর অভাবে কি হয়

👉 প্রি-ডেলিভারী: অনেক সময় নির্ধারিত সময়ের আগেই অনেকের সন্তান প্রসবের সম্ভাবনা দেখা দেয় বা থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই সহবাস থেকে বিরত থাকতে হবে।
👉 অস্বস্তি: অর্থাৎ গর্ভাবস্থায় মিলনের সময় যদি অস্বস্তি ও যোনিপথে তরলেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, তাহলে তৎক্ষণাৎ সহবাস থেকে বিরত থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে।
এ ছাড়াও গর্ভাবস্থায় সহবাসের ইচ্ছে যদি প্রবল হয়, সেক্ষেত্রে লজ্জা না করে সরাসরি ডাক্তারের সাথে আলোচনা করে নিতে হবে।

গর্ভাবস্থায় মহিলাদের যৌন ইচ্ছে ব্যাপকভাবে প্রভাবিত হয় : 

  • সকালের অসুস্থতা, ক্লান্তি এবং স্তনের কোমলতার কারণে প্রাথমিক পর্যায়ে (প্রথম ত্রৈমাসিক) যৌন ইচ্ছে থাকে না বললেই চলে।
  • দ্বিতীয় ত্রৈমাসিক সময়ে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ বাড়ে। ফলে কামোদ্দীপনাও বাড়তে থাকে। দ্বিতীয় ত্রৈমাসিক সময়ে মহিলাদের স্বাভাবিক সময়ের চেয়ে বেশি যৌন উত্তেজনা বাড়ে ও তা উপভোগও করেন। এই সময় সারা শরীর জুড়ে রক্তের প্রবাহ বৃদ্ধি পায়।
  • গর্ভকালীন তৃতীয় ত্রৈমাসিক সময়ে নির্ধারিত তারিখ আসার সঙ্গে সঙ্গেই আবার যৌনতার ইচ্ছে ফের উধাও হয়ে যায়।
  • তবে সবকিছু নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে খোলাখুলি আলোচনা করে সমাধা করা ভালো। সর্বোপরি এই সময়ে চিকিৎসকের সঙ্গে ঘন ঘন পরামর্শ গ্রহণ করাই উত্তম।

গর্ভাবস্থায় সহবাস করার নিয়ম বা কিভাবে সহবাস করা যেতে পারে :

আসলে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের বিবাহের পর দীর্ঘদিন একসাথে সহবাস করার ফলে সেটা একটা নিয়মে পরিণত হয়ে পড়ে। কিন্তু যখন একজন নারী গর্ভবতী হয়, শুধুমাত্র তখনই তার মধ্যে নানা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। একদিকে যৌন উত্তেজনা প্রশমিত করার চেষ্টা আর অন্যদিকে তার স্বামীর সাথে দূরত্ব সৃষ্টি হওয়া। যদিও অধিকাংশ দম্পতির জন্য গর্ভাবস্থায় সহবাস করা নিরাপদ, তবে সবসময় এটি হয়না। তবে লক্ষ্য রাখতে হবে, যেন কোনভাবেই গর্ভের সন্তান আঘাতপ্রাপ্ত না হয়। তবে গর্ভাবস্থায় সহবাস করার নিয়ম কিছু নিয়ম মেনে সহবাস করা যেতে পারে:

  • গর্ভাবস্থায় নারীদের পেট আকারে বড় হতে থাকে এবং সেইসাথে স্তন ও শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব হয়। এ ছাড়াও গর্ভাবস্থায় সহবাসের সময় পুরুষাঙ্গ নারীর শরীরের বেশি গভীরে গেলেও একটা অস্বস্তিকর কারণ হতে পারে। তাই গর্ভাবস্থায় সহবাস করার নিয়ম-এর ক্ষেত্রে এইসব সমস্যা এড়াতে যে কোনো একদিকে কাত হয়ে শুয়ে সহবাসের চেষ্টা করতে পারেন।
  • গর্ভাবস্থায় সহবাস করার নিয়ম-এর ক্ষেত্রে হাতে বা হাঁটুতে ভর দেয়ার সময় বালিশ বা কুশন ব্যবহার করা যেতে পারে। আসলে এ সময়ে আপনার সঙ্গীর পরিবর্তে আপনি যদি উপরে অবস্থান করেন বা আপনি সামনে আপনার সঙ্গী পেছনে অবস্থান করেও চেষ্টা করে দেখতে পারে।
  • অনেক সময় অনিরাপদ সহবাসের ফলে নানা যৌনবাহিত রোগ গর্ভের শিশুর দেহেও মারাত্মক জটিলতা সৃষ্টি করে থাকে, তাই এ সময়ে নিজেকে এবং গর্ভের শিশুকে এসব যৌনবাহিত রোগ থেকে রক্ষা করতে কনডম বা এ জাতীয় গর্ভনিরোধক ব্যবহার করাটা উত্তম।

গর্ভাবস্থায় সহবাসে কী গর্ভের বাচ্চার কোন ক্ষতি হয় :

  • গর্ভাবস্থায় সহবাসে কী গর্ভের বাচ্চার কোন ক্ষতি হয় বলতে গর্ভাবস্থা যদি স্বাভাবিক ও জটিলতামুক্ত হয়, তাহলে শুধুমাত্র সহবাসের কারণেই সময়ের আগে সন্তান প্রসব হওয়া বা গর্ভপাত হওয়ার কোন সম্ভাবনা নাই।
  • যদি গর্ভাবস্থার শেষের দিকে সহবাসের কারণে জরায়ুতে মৃদু সংকোচন বা জরায়ুর পেশীগুলো শক্ত হয়ে যাচ্ছে বা টান টান হয়ে যাচ্ছে এমনটা আপনার মনে হয়, তাতে আপনার কিছুটা অস্বস্তিবোধ হলেও সত্যিকার অর্থে এটি প্রসব বেদনা নয়। আসলে এ ধরণের সংকোচনকে ডাক্তারি ভাষায় Braxton Hicks Contractions - বলা হয়।

আরও পড়ুন: সুষম খাদ্য কী ও কোনগুলোকে সুষম খাদ্য বলা হয় এবং সুষম খাদ্য গ্রহণের উপকারিতা

  • মনে রাখবেন, গর্ভাবস্থায় সহবাসে কী গর্ভের বাচ্চার কোন ক্ষতি হয়-এমন প্রশ্নে বলতে হয়, গর্ভাবস্থার শেষের দিকে সহবাস ছাড়াও অন্যান্য কারণে বা সৃনির্দিষ্ট কোন কারণ ছাড়াই মাঝে মধ্যে এমন হতে পারে, তবে ঘাবড়ানোর কোন কারণ নাই, কারণ এটি গর্ভাবস্থার একটি স্বাভাবিক ঘটনা। কখনো যদি এমনটা অনুভব করেন, তাহলে কিছুক্ষণ শ্রয়ে বিশ্রাম নিতে পারেন, বা অন্য কোন বিষয়ে মনোযোগ দিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। আসলে এই ধরণের মৃদু সংকোচন অনুভব কিছুক্ষণ পরে নিজে থেকেই ঠিক হয়ে যায়।

গর্ভাবস্থায় সহবাস করা যাবে কিনা ও গর্ভাবস্থায় সহবাস করার নিয়ম এবং গর্ভাবস্থায় সহবাসে কী গর্ভের বাচ্চার কোন ক্ষতি হয়? - শেষ কথা:

আমাদের আর্টিকেলে গর্ভাবস্থায় সহবাস করা যাবে কিনা ও গর্ভাবস্থায় সহবাস করার নিয়ম এবং গর্ভাবস্থায় সহবাসে কী গর্ভের বাচ্চার কোন ক্ষতি হয়-এ সম্পর্কে আপনার যাবতীয় প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটি আপনি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দেন, আমরা সবসময় পাঠকের মূল্যবান মন্তব্য গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি।

গর্ভাবস্থায় সহবাস করা যাবে কিনা ও গর্ভাবস্থায় সহবাস করার নিয়ম এবং গর্ভাবস্থায় সহবাসে কী গর্ভের বাচ্চার কোন ক্ষতি হয়-এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আশা করি আপনারা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন।

আরও পড়ুন: গর্ভাবস্থায় কলা খাওয়ার উপকারিতা সমূহ এবং গর্ভকালীন সময়ে কলা খাওয়া কি নিরাপদ বা গর্ভাবস্থায় কলা খাওয়া কতটা অনিরাপদ

এছাড়া আমাদের আর্টিকেলগুলোর মান উন্নয়নে আপনার যাবতীয় মন্তব্য, তথ্য এবং পরামর্শ আমাদেরকে অবশ্যই দিতে পারেন, এবং সেইসাথে আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই তা শেয়ার করুন বন্ধুদের সাথে এবং জানিয়ে দিন গর্ভাবস্থায় সহবাসের বিভিন্ন বিষয় সম্পর্কে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url