পান্তা ভাত কেন খাবেন? পান্তা ভাতে কী কী উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে

পান্তা ভাত খাওয়ার প্রথা বা রীতি বহুকাল ধরেই আমাদের বাঙালী জীবনযাত্রায় একেবারে ওত:প্রোতভাবে মিশে আছে। এখন আমরা এই পান্তা ভাত কেন খাবেন? পান্তা ভাতে কী কী উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে সে বিষয়ে জানার চেষ্টা করবো।
আধুনিক জীবনযাত্রার দোদুল্যমান পরিবর্তনের হাওয়া শহর ছেড়ে গ্রামে এসে আছড়ে পড়ায়, একপ্রকার পান্তা ভাত খাওয়ার প্রচলন উঠেই গেছে। তাই আজকে আমরা এই পান্তা ভাত কেন খাবেন? পান্তা ভাতে কী কী উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো, তো চলুন শুরু করা যাক-

পোস্ট সূচিপত্র: পান্তা ভাত কেন খাবেন? পান্তা ভাতে কী কী উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে
পান্তা ভাত কেন খাবেন?
পান্তা ভাতে কী কী উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে
পান্তা ভাতের পুষ্টিগুণ
পান্তা ভাতের উপকারিতাসমূহ
পান্তা ভাত কেন খাবেন? পান্তা ভাতে কী কী উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে-শেষ কথা

পান্তা ভাত কেন খাবেন?

একটা সময় ছিল, যখন রাতের খাবারের পর অবশিষ্ট ভাত পানি দিয়ে ভিজিয়ে রাখা হতো এবং পরেরদিন সকালে তা নাস্তা হিসেবে খাওয়া হতো, বিশেষ করে আমাদের মা জননীরা এই কাজটি করতো। তবে গ্রামে-গঞ্জে শহুরে হাওয়া লাগলেও, এখনও অনেক পরিবারে এই পান্তা ভাত, সাথে পিঁয়াজ, কাঁচা মরিচ ও সরিষার তেল দিয়ে বেশ মজা করে খেয়ে থাকে। তবে আদিবাসী বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মধ্যে কিন্তু এখনও এই প্রচলন দেখা যায়। আসলে এই পান্তা ভাত শরীর বা পেট ঠান্ডা রাখে, ত্বক সুন্দর হয়ে ওঠে, শরীরে নানাপ্রকার রোগ-বালাইয়ের উপশম ঘটে, হজম প্রক্রিয়া ভালো থাকে সর্বোপরি, গ্রামের মানুষরা এজন্য পান্তা খায় যে, তারা অনেক শক্ত ও ভারী কাজ করে থাকে, যাতে শরীরের এনার্জি বা শক্তি ক্ষয় হনা হয়।

পান্তা ভাতে কী কী উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে

পান্তা ভাত কেন খাবেন? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আগে জানতে হবে পান্তা ভাতে কী কী উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে-নিম্নে তা বর্ণিত হলো:

আরও পড়ুন: আদা খেলে কি হয়? প্রতিদিন ​কতটা আদা খাওয়া উচিত?​ আদার উপকারিতা ও গুণাবলীসমূহ

এক গবেষণায় দেখা গেছে সাধারণত আমরা যে ভাত খাই তার থেকে পান্তা ভাতের পুষ্টিগুণ অনেক বেশি। পান্তা ভাতে রয়েছে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট। অর্থাৎ আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি৬, ভিটামিন বি১২ ইত্যাদি।

পান্তা ভাতের পুষ্টিগুণ:

পান্তা ভাত কেন খাবেন? পান্তা ভাতে কী কী উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে এক্ষেত্রে বলাবাহুল্য যে, সাধারণ ভাতের চেয়ে পান্তা ভাতে অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে। যেমন-১০০ মিলিগ্রাম সাধারণ চালে ৩.৫ মিলিগ্রাম আয়রন থাকে, কিন্তু ঠিক একই পরিমাণ পান্তা ভাতে রয়েছে ৭৩.৯ মিলিগ্রাম আয়রন। আবার ১০০ মিলিগ্রাম সাধারণ চালে ২১ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, যেখানে পান্তা ভাতে তা পাওয়া যায় ৮৫ মিলিগ্রাম। এছাড়াও পান্তা ভাতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্কের পরিমাণও সাধারণ ভাতের থেকে অনেক বেশি। তবে লক্ষ্যণীয় বিষয় হলো, সাদা চালের পরিবর্তে যদি এই পান্তা ভাত চাল চালের হয়ে থাকে তাহলে এর পুষ্টিগুণ অনেকাংশে বেড়ে যায়।

পান্তা ভাতের উপকারিতাসমূহ:

  • আসলে পান্তা ভাত কেন খাবেন? পান্তা ভাতে কী কী উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে এর মধ্যে পান্তা ভাতের উপকারিতাও আমাদের শরীরের জন্য অনেক বেশী ফলদায়ক। যেমন-
  • পান্তা ভাতে আয়রনের পরিমাণ বাড়ে ২১ গুণ যা আয়রন ডিফিশিয়েন্সি কিংবা এনিমিয়া বা রক্তশূন্যতা কমিয়ে থাকে।

আরও পড়ুন: সকালে খালি পেটে কাঁচা ছোলা খেলে কী উপকার হয়? কাঁচা ছোলার যত পুষ্টিগুণ ও উপকারিতাসমূহ

  • পান্তা ভাতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের পরিমাণ এমনভাবে বাড়ে যা একজন স্বাভাবিক মানুষের দৈনিক প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট।
  • শরীরের তাপতাম্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পান্তা ভাত এবং এজন্য পান্তা ভাতকে বলা হয় ন্যাচারাল কুলার।
  • আলসার রোগের চিকিৎসার ক্ষেত্রে নিয়মিত পান্তা ভাত খাওয়া যেতে পারে।
  • পান্তা ভাতে খাওয়াতে ক্যানসারের ঝুঁকি কমিয়ে দেয়।
  • যারা নিদ্রাহীনতায় ভোগেন তাদের ক্ষেত্রে নিয়মিত পান্তা ভাত খেতে পারেন।
  • পান্তা ভাতে শরীরের এনার্জি বৃদ্ধি ঘটে অর্থাৎ যদি আপনি সকালে পান্তা ভাত খান তাহলে সারাদিকের কর্মক্ষমতা ও এনার্জির ঘাটতি খুব কম ঘটে থাকে।
  • নিয়মিত পান্তা ভাত খেলে কোলাজোনের পরিমাণ বাড়ে, যা ত্বক টানটান রাখতে অর্থাৎ তারুণ্য ধরে রাখতে সাহায্য করে থাকে। তাই অনেকেই এখন রূপচর্চায় সময় ব্যয় না করে সকাল সরিষা তেল, পেঁয়াজ, কাঁচা মরিচ ও লবণ দিয়ে পান্তা ভাত খেয়ে থাকে।
  • মাত্র ১০০ গ্রাম পান্তা ভাতে প্রায় তিন ট্রিলিয়ন ভালো ব্যাকটেরিয়া থাকে যাদের প্রোবায়োটিকস বলে। যার কাজ হলো শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত করা।
  • পান্তা ভাতে পানির পরিমাণ বেশি থাকে। তাই পানিশূন্যতা দূর করতে নিয়মিত পান্তা ভাত খেতে পারেন।
  • পান্তা ভাত হজম শক্তি বাড়ায়। নিয়মিত পান্তা ভাত খেলে খাবার দ্রুত হজতে সহায়তা করে থাকে।
  • পান্তা ভাতে ল্যাকটিক এসিড ব্যাকটেরিয়া রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী। সাধারণত দইয়ের মধ্যে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়।

আরও পড়ুন: শাপলা ডাটা কি খাওয়া যায়? শাপলা ডাঁটার পুষ্টিগুণ ও উপকারিতাগুলি কী কী

সুতরাং উপরোক্ত আলোচনা থেকেই বোঝা যায়, পান্তা ভাত কেন খাবেন? পান্তা ভাতে কী কী উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে তা সম্পর্কে। এক্ষণে প্রশ্ন পান্তা ভাত কেন খাবেন? আশা করি উপরে বর্ণিত বিষয়টি পড়তে ও বুঝতে পারলে প্রশ্নের সমাধান পেয়ে যাবেন।

পান্তা ভাত কেন খাবেন? পান্তা ভাতে কী কী উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে-শেষ কথা:

আশা করছি, পান্তা ভাত কেন খাবেন? পান্তা ভাতে কী কী উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে এগুলো যদি জেনে থাকেন তাহলে আপনাদের উপকারে আসবে। পান্তা ভাত কেন খাবেন? পান্তা ভাতে কী কী উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে ইত্যাদি বিষয়ক আরো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং পরবর্তীতে অন্য কোনো বিষয়ে জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো তথ্যমূলক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। এতোক্ষণ আমাদের সাথে পান্তা ভাত কেন খাবেন? পান্তা ভাতে কী কী উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে আলোচনায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url