শ্বাসকষ্ট হলে কী করবেন? - যেসব কারণে শ্বাসকষ্ট হতে পারে - শ্বাসকষ্টের জন্য ঘরোয়া প্রতিকার
আজকাল শ্বাস কষ্ট অনেক জনের মধ্যে দেখা যাচ্ছে। বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যেও এর প্রবণতা বাড়ছে। ব্যাপারটা হলো, আমাদের উন্নত জীবনযাত্রা, অর্থাৎ অপরিকল্পিত নগরায়ণ, কলকরখানা, অবকাঠামো নির্মাণ, পরিবেশ দূষণ ইত্যাদি নানা কারণে প্রতিনিয়তই বায়ুদুষণ বাড়তেই আছে। আর সেইসঙ্গে নানা অসুখ সহ বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যা। এরই লক্ষ্যে আজকে আমরা শ্বাসকষ্ট হলে কী করবেন? - যেসব কারণে শ্বাসকষ্ট হতে পারে - শ্বাসকষ্টের জন্য ঘরোয়া প্রতিকার সম্পর্কে জানার চেষ্টা করবো।
বর্তমানে ঢাকা বায়ুদূষণের পাশাপাশি আছে দিল্লী সহ অনেক দেশ। আসলে বায়ু দূষণের ফলে প্রতিনিয়তই নিঃশ্বাসের সঙ্গে শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে ধুলাবালি, বিভিন্ন রাসায়নিক উপাদান সহ পরিবেশ দূষণের নানা সামগ্রী। আর তাতেই শরীরে দানা বাঁধছে নানা অসুখসহ শ্বাস কষ্ট জনিত সমস্যা। এসব সমস্যার অর্ন্তনিহিত তাৎপর্য বা সঠিক উপায় জানা ও বোঝার জন্য শ্বাসকষ্ট হলে কী করবেন? - যেসব কারণে শ্বাসকষ্ট হতে পারে - শ্বাসকষ্টের জন্য ঘরোয়া প্রতিকার বিষয়ে জানতে হবে। চলুন জেনে নেয়া যাক:
পোস্ট সূচিপত্র : শ্বাসকষ্ট হলে কী করবেন? - যেসব কারণে শ্বাসকষ্ট হতে পারে - শ্বাসকষ্টের জন্য ঘরোয়া প্রতিকার
শ্বাসকষ্ট হলে কী করবেন?
যেসব কারণে শ্বাসকষ্ট হতে পারে
শ্বাসকষ্টের জন্য ঘরোয়া প্রতিকার
চিকিৎসা সেবা
শ্বাসকষ্ট হলে কী করবেন? - যেসব কারণে শ্বাসকষ্ট হতে পারে - শ্বাসকষ্টের জন্য ঘরোয়া প্রতিকার-শেষ কথা:
শ্বাসকষ্ট হলে কী করবেন?
আমরা অনেকেই জানি, অ্যাজমা হলে শ্বাসকষ্ট হয়। কিন্তু সব শ্বাসকষ্টই অ্যাজমা নয়। সাধারণত এই রোগের প্রথম পর্যায়ের দিকে চিকিৎসা সেবা গ্রহণ করলে দ্রুত সুস্থ্য হয়ে ওঠার সম্ভাবনা বাড়ে। অনেক সময় দ্রুত চিকিৎসকের নিকট যাওয়া সম্ভব না হলে বাড়িতেই কিছু কৌশল অবলম্বন করতে পারেন। সুতরাং শ্বাসকষ্ট হলে কী করবেন? - যেসব কারণে শ্বাসকষ্ট হতে পারে - শ্বাসকষ্টের জন্য ঘরোয়া প্রতিকার এর মধ্যে শ্বাসকষ্ট শুরু হলে প্রাথমিকভাবে কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে, যেমন-
- হঠাৎই যদি শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে বালিশ দিয়ে মাথার অংশটা উঁচু করে কাত হয়ে শুয়ে পড়তে হবে, তবে এ সময় হাঁটু সামান্য ভাঁজ করা যেতে পারে।
- আবার দেয়াল থেকে ১ ফুট দূরত্বে পা রেখে যদি শরীরটা দেয়ালে হেলান দিয়ে দাঁড়াতে পারলে শ্বাসকষ্ট অনেকটাই লাঘব হবে।
- অনেক সময় চেয়ারে বসে টেবিলের ওপর বালিশ রেখে মাথা নিচু করে শুয়ে থাকলে ভালো অনুভব করা যায়।
- আবার, একটা চেয়ারকে সাপোর্ট হিসেবে নিয়ে তাতে ঝুঁকে থাকলেও এ সমস্যা কিছুটা লাঘব হতে পারে।
যেসব কারণে শ্বাসকষ্ট হতে পারে :
বিভিন্ন কারণে শরীরে শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরী হয়ে থাকে। অর্থাৎ, ফুসফুসে বাধা বা সমস্যা হলে শ্বাসকষ্ট হতে পারে। যেমন-
- যদি হাঁপানি বা অ্যালার্জিজনিত সমস্যা থাকে;
- অনেক সময় ঠাণ্ডা লাগলে শ্বাসকষ্ট হতে পারে;
- এডিনয়েড থাকলে;
- ক্রনিক অবস্ট্রিাক্টিভ পালমোনারি ডিজিজ (COPD);
- যক্ষ্মা;
- ফুসফুসে প্রদাহ বা তরল জমা হওয়া;
আরও পড়ুন: পেপটিক আলসারের কারণ ও লক্ষণগুলো কী - পেপটিক আলসার কেন হয় - পেপটিক আলসার কি ভালো হয়
- arrhuthmia;
- Cardiomyopathy;
- হার্ট Failure;
- টেনশন;
- ওষুধ-যেমন স্ট্যাটিন এবং বিটা-ব্লকার
- চরম তাপমাত্রা;
- পুরাতন ধুলাবালি ও ময়লা;
- আঘাতজনিত কারণে;
শ্বাসকষ্টের জন্য ঘরোয়া প্রতিকার :
শ্বাসকষ্ট হলে কী করবেন? - যেসব কারণে শ্বাসকষ্ট হতে পারে - শ্বাসকষ্টের জন্য ঘরোয়া প্রতিকার এর ক্ষেত্রে নিম্নে পরামর্শগুলি ফলো করা যেতে পারে। যেমন-
- ধুমপান ও অ্যালকোহল জাতীয় দ্রব্য পরিহার করতে হবে;
- কফি পানে শ্বাসনালী খুলতে সাহায্য করে;
- ধুলাবালি, ময়লা আবর্জনা পরিহারে প্রয়োজনে মাস্ক ব্যবহার করা;
- সরিষার তেল হালকা গরম করে বুকে-পিঠে, গলায় ভালো করে ম্যাসাজ করলে শ্বাসকষ্ট কমে যায়;
- শীতের সময় বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন; কেননা, শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেড়ে যায় এবং সেইসঙ্গে বাড়ে ধুলার পরিমাণ ও বায়ুদূষণ;
- আদা চা অথবা আদার রস ও মধু মিশিয়ে খেতে পারলে শ্বাসকষ্ট কমে থাকে;
- ঘরের ভিতর সব সময় পরিস্কার রাখতে হবে, যাতে ধুলোবালি না জমে;
- এলার্জিজনিত খাবার পরিহার করতে হবে, কেননা শ্বাসকষ্টের ক্ষেত্রে অ্যালার্জি একটি বড় কারণ;
- শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে;
- হাঁপানি থাকলে অবশ্যই এই রোগের চিকিৎসা করতে হবে;
- আধা কাপ দুধের মধ্যে পরিমাণ মতো রসুনের কোয়া ফেলে তা ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং কিছুটা ঠান্ডা হলে তা খেতে হবে;
আরও পড়ুন: অ্যাপেন্ডিসাইটিস এর লক্ষণ ও চিকিৎসা সেবা - অ্যাপেন্ডিসাইটিস হলে কী করণীয়
- উত্তেজনা ও মানসিক চাপ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে;
- হঠাৎই শ্বাসকষ্ট বেড়ে গেলে কিছু ব্যায়াম করতে পারেন। যেমন-
- সোজা হয়ে বসে হাত দুটিকে থাইয়ের ওপর রাখতে হবে। এরপর মুখে যতটা সম্ভব বাতাস নিয়ে ঠোঁট চেপে রাখতে হবে, খেয়াল রাখবেন, যাতে বাতাস বেরিয়ে না যায়। এভাবে যতক্ষণ সম্ভব শরীরের মধ্যে বাতাস ধরে রেখে আস্তে আস্তে শ্বাস ছাড়তে হবে। এভাবে কয়েকবার করতে পারেন।
চিকিৎসা সেবা :
আসলে শ্বাসকষ্ট হলে কী করবেন? - যেসব কারণে শ্বাসকষ্ট হতে পারে - শ্বাসকষ্টের জন্য ঘরোয়া প্রতিকার এর ক্ষেত্রে শ্বাসকষ্ট বেশী হলে বা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ। তবে এক্ষেত্রে চিচিৎসকগণ শ্বাসকষ্টের অন্তনির্হিত কারণ শণাক্ত করার জন্য কিছু পরীক্ষার সুপারিশ করতে পারেন:
বুকের এক্স-রে, কম্পিউটেড টমোগ্রাফি (সিটি) স্ক্যান, রক্ত পরীক্ষা, ফুসফুস ফাংশন পরীক্ষা, কার্ডিওপালমোনারি ব্যায়াম পরীক্ষা যা রোগীকে ট্রেডমিলে হাঁটার মাধ্যমে করা যেতে পারে, ইনহেলড ওষুধ, বড়ি বা তরল ইত্যাদি।
শ্বাসকষ্ট হলে কী করবেন? - যেসব কারণে শ্বাসকষ্ট হতে পারে - শ্বাসকষ্টের জন্য ঘরোয়া প্রতিকার-শেষ কথা:
আমাদের আর্টিকেলে শ্বাসকষ্ট হলে কী করবেন? - যেসব কারণে শ্বাসকষ্ট হতে পারে - শ্বাসকষ্টের জন্য ঘরোয়া প্রতিকার ইত্যাদি তথ্য সম্পর্কে আপনার যাবতীয় প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটি আপনি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দেন, আমরা সবসময় পাঠকের মূল্যবান মন্তব্য গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি।
আরও পড়ুন: মাইগ্রেন হলে কি কি সমস্যা হতে পারে - প্রতিকারগুলি কি কি
শ্বাসকষ্ট হলে কী করবেন? - যেসব কারণে শ্বাসকষ্ট হতে পারে - শ্বাসকষ্টের জন্য ঘরোয়া প্রতিকার এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আশা করি আপনারা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন।
বিঃদ্রঃ-শ্বাসকষ্ট হলে কী করবেন? - যেসব কারণে শ্বাসকষ্ট হতে পারে - শ্বাসকষ্টের জন্য ঘরোয়া প্রতিকার টপিকটি শুধুমাত্র সচেতনার জন্য প্রকাশিত, কোনও ওষুধ বা চিকিৎসাপত্র সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনি আপনার চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url