আমরা কেন হাসি - মন খুলে হাসলে শরীরে যেসব পরিবর্তন সাধিত হয় - হাসির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা সম্পর্ক
হাসি-ঠাট্টা আমাদের জীবন চলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ। আসলে আবেগের বহিঃপ্রকাশই হলো হাসি। এ প্রসঙ্গে একটি বাংলা গানের কলি পড়ে গেলো, ‘হাসো হাসো হাসো হাঃ হাঃ হাঃ; হাসিতে পয়সা লাগেনা, দুলাভাই ট্যাক্সও লাগে না’। তাই আমাদের হাসতে হবে, আর এই হাসির রসদ নিয়ে আজকে আমরা কেন হাসি - মন খুলে হাসলে শরীরে যেসব পরিবর্তন সাধিত হয় - হাসির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা সম্পর্ক জানবো।
একটা বিষয়ে বলুন তো, আমরা অনেকেই কিন্তু হাসির বিভিন্ন ধরণ লক্ষ্য করে থাকি। এই যেমন-অট্টহাসি, মিচকি হাসি, মনে মনে হাসি, নীরব হাসি (নায়িকারা প্রেমের শুরুতে যে হাসি দিয়ে থাকে), আনমনে হাসি (অতীতের রোমান্টিকতা স্মরণ হলে), শয়তানী বা ভিলেনি হাসি (লোভাতুর বা কুরুচিপূর্ণ হাসি), পাগলের হাসি (নীরব বা জোরে জোরে), হঠাৎ হাসি, রাজার হাসি (উচ্চ স্বরে হৃদমসহ) ইত্যাদি, যা বলে শেষ করা যাবে না। কিন্তু এই হাসি আমাদের শরীরের জন্য কী উপকার বয়ে আনে তা হয়তো আমরা অনেকেই চিন্তা করিনা। সুতরাং, আমরা কেন হাসি - মন খুলে হাসলে শরীরে যেসব পরিবর্তন সাধিত হয় - হাসির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা সম্পর্ক এসব বিষয় নিয়ে বিস্তারিত জানবো। তো চলুন, শুরু করি...
পোস্ট সূচিপত্র: আমরা কেন হাসি - মন খুলে হাসলে শরীরে যেসব পরিবর্তন সাধিত হয় - হাসির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা সম্পর্ক
আমরা কেন হাসি
মন খুলে হাসলে শরীরে যেসব পরিবর্তন সাধিত হয়
হাসির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা সম্পর্ক
এ ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আমরা কেন হাসি - মন খুলে হাসলে শরীরে যেসব পরিবর্তন সাধিত হয় - হাসির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা সম্পর্ক-শেষ কথা
আমরা কেন হাসি
আমরা কেন হাসি - মন খুলে হাসলে শরীরে যেসব পরিবর্তন সাধিত হয় - হাসির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা সম্পর্ক বলতে মানুষের আনন্দ-ভালোবাসা সবকিছুই প্রকাশিত হয় হাসির মাধ্যমে। এক গবেষণায় দেখা গেছে, হাসির একটা সংক্রামক প্রবণতা ও চেহারা আছে, যেটা দেখলে আমাদের মস্তিস্কে সিগন্যাল পৌঁছায়। যে হাসতে পারে না, ধরে নেয়া হয় সে মানসিক ভাবে ভালো নেই। চিকিৎসা শাস্ত্রের ভাষায়, মানুষ যখন ভালো থাকে, সুখে থাকে, আনন্দে থাকে, তখনই সে হেসে থাকে। হাসি উপলক্ষ্যে প্রতিবছর সারাবিশ্বে ‘বিশ্ব হাসি দিবস’ পালিত হয়ে থাকে। মানুষ অতীত স্মৃতিচারণে হেসে থাকে, পরিবারের আনন্দ-খুশি বন্টনের ক্ষেত্রে হাসে, নিজের সফলতা, আত্মতৃপ্তি বা সুখের মুহুর্তে হাসে, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সহ নানা অনুষ্ঠানাদিতে অংশগ্রহণের নিমিত্তে হাসে, সিনেমা, কৌতুক, ঠাট্টা-তামাশা সহ সকল বিনোদনের মাধ্যমেও হেসে থাকে, নিজের অনুভূতি প্রকাশের ক্ষেত্রেও হেসে থাকে।
মন খুলে হাসলে শরীরে যেসব পরিবর্তন সাধিত হয়
আসলে, আমরা কেন হাসি - মন খুলে হাসলে শরীরে যেসব পরিবর্তন সাধিত হয় - হাসির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা সম্পর্ক হিসেবে বলা যেতে পারে, হাসি শরীর ও মন ভালো রাখে, মানসিক চাপ কমায় এবং হার্টও ভালো থাকে। অর্থাৎ মন খুলে হাসলে শরীরে যেসব পরিবর্তন সাধিত হয়-তা হলো:
আরও পড়ুন: কীভাবে অফিসের কাজে মনোযোগ বাড়ানো যেতে পারে - কাজে মনোযোগ বাড়ানোর যত কৌশল
- হাসির কারণে শরীর অনেক বাতাস গ্রহণ করে থাকে, ফলে রক্তে অতিরিক্ত পরিমাণ অক্সিজেন প্রবেশ করায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।
- হাসির মধ্যে অট্টহাসি, অর্থাৎ এই অট্টহাসিতে এন্ডোরফিন নামক এক ধরণের রাসায়নিক পদার্থের নিঃসরণ ঘটায় আমাদের শরীরে ব্যথার অনুভূতি কমে যায়।
- হাসি আমাদের মানসিক চাপ, উদ্বেগ ও উৎকণ্ঠা কমিয়ে দেয়, যার ফলে শরীর অনেক সুস্থ্য থাকে।
- চিকিৎসা শাস্ত্রে হাসির কারণ হিসেবে বলা যায়, হাসলে স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিসোল ও এপিনেফ্রিনের ক্ষরণ কমে যায় এবং বদলে সুখী হরমোনের ক্ষরণ বাড়ে।
- যারা সবসময় হাসি-খুশি থাকেন, তাদের রোগ প্রতিরোধক্ষমতা বেশি থাকে।
- হাসির কারণে হার্টে রক্ত ও অক্সিজেন চলাচল সঠিক নিয়ে ঘটে থাকে।
- হাসি ওজন কমাতেও সাহায্য করে থাকে। অর্থাৎ কেউ যদি নিয়মিত হাসেন, তাহলে সেটা ট্রেডমিলে ৬ থেকে ১০ মিনিট হাাঁটার সময় হয়ে যায়।
- হাসি শরীরের ইয়োগা হিসেবে শরীরে কাজ করে। হাসি রক্তনালীর শিথিলতা অর্থাৎ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কার্ডিওভাসকুলার সিস্টেমের ওপর চাপ কমায়।
- নিয়মিত হাসলে মস্তিস্ক ও শরীর সমানভাবেই উপকৃত হয়। অর্থাৎ হাসির সময় মস্তিস্ক থেকে ডোপামিন নামক হরমোন নিঃসৃত হয়, এর নাম নিউরোট্রান্সমিটার, যা সদা উৎফুল্ল থাকতে সাহায্য করে।
হাসির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা সম্পর্ক
আমরা কেন হাসি - মন খুলে হাসলে শরীরে যেসব পরিবর্তন সাধিত হয় - হাসির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা সম্পর্ক বলতে, আসলে হাসি আমাদের শরীরে অনেক উপকার করে থাকে, যা উপরোক্ত আলোচনা থেকেই বোঝা যায়, কিন্তু হাসির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা সম্পর্ক তা জানতে হলো নিম্নোক্ত বিষয়গুলি পড়তে হবে। যেমন-
আরও পড়ুন: হেঁচকি ওঠে কেন - হেঁচকি থামানোর ঘরোয়া উপায়গুলি কি কি
- যারা সবসময় হাসে, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে।
- হাসির মাধ্যমে শরীরের হৃদযন্ত্র, শ্বাসযন্ত্র এগুলোর এক প্রকার ব্যায়াম হয়ে থাকে।
- দীর্ঘমেয়াদি সুখে থাকা বা তাৎক্ষণিকভাবে কোন কারণে উৎফুল্ল হয়ে যাওয়া, সেগুলো হাসির মাধ্যমেই প্রকাশিত হয়ে থাকে।
- অনেক সময়, হাসির সিনেমা দেখা, কৌতুক পড়া বা ঠাট্টা-তামাশা করা, ইত্যাদির মাধ্যমেও আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে থাকে।
- ‘হাই বা হাম’ তোলার মত হাসিরও একটি সংক্রামক প্রবণতা আছে, একটা চেহারা আছে, তাই অন্যদের হাসতে দেখলে সেই হাসি সবার মধ্যে ছড়িয়ে যায়।
- কেউ যদি না হাসে বা মুখ গম্ভীর করে থাকে, তাহলে সেটা দেখে বোঝা যায়, আসলে সে মানসিক ভাবে ভালো নেই।
- যদি দুইজন মানুষ একসঙ্গে প্রাণ খুলে হাসতে পারেন, তাহরে দুইজনের মধ্যে মনোমালিন্য হওয়ার আশঙ্কা খুব হয়। আবার হাসি দলীয় বন্ধন (টিমওয়ার্ক) মজবুত করতে সাহায্য করে।
- পরিবার, সামাজিক-সাংস্কৃতিক সহ ধর্মীয় অনুষ্ঠানাদি এবং আচার-আচরণেও হাসির একটি অর্ন্তনিহিত তাৎপর্য নিজের এবং অপরের মধ্যে সংক্রামিত হয়ে থাকে।
- কষ্টার্জিত বা ত্যাগের মাধ্যমে অর্জিত সাফল্য বা অনেক গুরুত্বর পরিস্থিতি সামাল দিতে হাসি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।
এ ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আমরা কেন হাসি - মন খুলে হাসলে শরীরে যেসব পরিবর্তন সাধিত হয় - হাসির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা সম্পর্ক ইত্যাদি বিষয়ে প্রায়ঃশই বেশ কিছু প্রশ্নাবলী আলোচিত হয়ে থাকে, যা-
- বেশি হাসলে কি হয় ইসলাম কি বলে
- হাসির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা সম্পর্ক
- হাসি স্বাস্থ্যের জন্য ভাল ট্রান্সলেশন
- হাসি নিয়ে ক্যাপশন
- মন খুলে হাসলে শরীরে যেসব পরিবর্তন সাধিত হয়
- যে বেশি হাসে তাকে কি বলে
- হাসি নাকি হাঁসি
- হাসির অপকারিতা
- আমরা কেন হাসি
- হাসির উপকারিতা
- অতিরিক্ত হাসি কমানোর উপায়
আমরা কেন হাসি - মন খুলে হাসলে শরীরে যেসব পরিবর্তন সাধিত হয় - হাসির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা সম্পর্ক-শেষ কথা:
আমরা কেন হাসি - মন খুলে হাসলে শরীরে যেসব পরিবর্তন সাধিত হয় - হাসির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা সম্পর্ক এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আশা করি আপনারা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন।
আরও পড়ুন: মানুষ একাকীত্বে ভোগে কেন - কখন মানুষ একাকীত্ব বোধ করে
আপনাদের আমরা কেন হাসি - মন খুলে হাসলে শরীরে যেসব পরিবর্তন সাধিত হয় - হাসির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো জানাতে পেরে আমরা আনন্দিত। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মত এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন আর্টিকেলে সেই পর্যন্ত সুস্থ্য থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url