আপনার পায়ের তালু কি হলুদ? পায়ের তালু হলুদ হওয়ার সম্ভাব্য কারণ কী - কীভাবে ঘরোয়া প্রতিকার করা যায়?
বেশীর ভাগ সময়ই আমরা আমাদের শরীরের ছোট-খাট অনেক সমস্যা গুরুত্ব দেয়না। কিন্তু পরবর্তীতে যখন সেটা অনেক বড় বা বিপদের কারণ হয়ে দাঁড়ায়, তখন আমরা দৌড়-ঝাপ শুরু করি বা ডাক্তারের নিকট গিয়ে থাকি। অনেক সময় আমাদের পায়ের তলা হলুদ হয়ে যায়, কিন্তু সেটাকে আমরা খুব একটা গুরুত্ব দিইনা। চিকিৎসাশাস্ত্রে বলে, কোন ধরনের পরিবর্তনকে উপেক্ষা করা উচিত নয়। আজকে আমরা-আপনার পায়ের তালু কি হলুদ? পায়ের তালু হলুদ হওয়ার সম্ভাব্য কারণ কী - কীভাবে ঘরোয়া প্রতিকার করা যায়? সে সম্পর্কে আলোচনা করবো।
যদিও আমরা জানি, ‘বিন্দু বিন্দু জল সাগর সমান।’ কিন্তু তা না মানার খেরাসত হিসেবে আমাদের বৃহৎ কোন ক্ষতি সাধিত হয়ে যায়। পায়ের তলা হলুদ, কোন দাগ, মাটি লেগে থাকা, পায়ের তলার চামড়া ফেটে গিয়ে নোংড়ারজনিত দাগ ইত্যাদি। সাধারণত প্রাপ্ত বয়স্কদের মধ্যে, হলুদ ত্বক বিভিন্ন স্বাস্থ্যের অবস্থার সংকেত দিতে পারে। সুতরাং, এমতাবস্থায় আপনার পায়ের তালু কি হলুদ? পায়ের তালু হলুদ হওয়ার সম্ভাব্য কারণ কী - কীভাবে ঘরোয়া প্রতিকার করা যায়? ইত্যাদি বিষয়গুলো জানাটা খুবই জরুরী, তো চলুন জেনে নেয়া যাক-
পোস্ট সূচিপত্র: আপনার পায়ের তালু কি হলুদ? পায়ের তালু হলুদ হওয়ার সম্ভাব্য কারণ কী - কীভাবে ঘরোয়া প্রতিকার করা যায়?
আপনার পায়ের তালু কি হলুদ?
পায়ের তালু হলুদ হওয়ার সম্ভাব্য কারণ কী
কীভাবে ঘরোয়া প্রতিকার করা যায়?
কখন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন
এ ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আপনার পায়ের তালু কি হলুদ? পায়ের তালু হলুদ হওয়ার সম্ভাব্য কারণ কী - কীভাবে ঘরোয়া প্রতিকার করা যায়?-পরিশেষে
আপনার পায়ের তালু কি হলুদ?
পায়ের তালু হলুদ কি না তা পরীক্ষার করার জন্য অবশ্যই তা মাঝে মাঝে দেখতে হবে। কারণ বিভিন্ন ছত্রাকের কারণে পায়ের তালু ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার জন্ডিসের কারণেও তা হতে পারে। আসলে আমরা শরীরের অনেক জায়গায় দেখে থাকি ও গুরুত্ব দিয়ে থাকি কিন্তু পায়ের তলার দিকে আমরা তাকায় না। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদেরতো পায়ের বিশেষ যত্ন নিতে হয়। সুতরাং, আপনার পায়ের তালু কি হলুদ? পায়ের তালু হলুদ হওয়ার সম্ভাব্য কারণ কী - কীভাবে ঘরোয়া প্রতিকার করা যায়? তা জানতে হবে।
পায়ের তালু হলুদ হওয়ার সম্ভাব্য কারণ কী
অনেকগুলো কারণে পায়ের তালু হলুদ হয়ে যেতে পারে, তার মধ্যে হলো কেরাটিন জমা হওয়া। অর্থাৎ কেরাটিন হলো ত্বকে পাওয়া প্রোটিন, যা অতিরিক্ত ঘর্ষণ বা চাপের কারণে হয়ে থাকে। এ ছাড়াও জন্ডিসের মতো অন্তর্নিহিত সমস্যা সনাক্ত করাও অত্যন্ত গুরুত্বপুর্ণ, কেননা এর ফলে রক্তে বিলিরুবিনের পরিমাণ বেশি হয় এবং পা সহ ত্বক হলুদ হয়ে যেতে পারে।
আরও পড়ুন: কী কী কারণে পিঠে ব্যথা হতে পারে - পিঠের ব্যথার ঘরোয়া প্রতিকার
- একটি গবেষণায় দেখা গেছে প্রায় ২০ শতাংশ শিশুর প্রথম সপ্তাহের দিকে জন্ডিস ধরা পড়ে। মূলত একটি অপরিণত হেপাটিক সংযোগ প্রক্রিয়ার কারণে এটি ঘটে থাকে। তবে সাধারণত পায়ের তালুর রঙের পরিবর্তন ঘটে থাকে লিভারের অকার্যকারিতা বা পেরিফেরাল ভাস্কুলার রোগের কারণে।
- যাদের উচ্চ ডায়াবেটিস রোগ আছে, অর্থাৎ ডায়াবেটিসের মতো রোগের কারণেও পায়ে দাগ পড়তে পারে, যেমন-ডায়াবেটিক ডার্মোপ্যাথি। আবার ত্বকের সংক্রমণ বা ভাস্কুলার সমস্যার কারণেও পায়ে দাগ পড়তে পারে।
- অতিরিক্ত টাইট-ফিটিংস জুতা পড়ার কারণেও পায়ে দাগ পড়তে পারে।
- অন্যান্য কারণগুলোর মধ্যে ছত্রাকের সংক্রমণ এবং ক্যারোটিনয়েড সমৃদ্ধ খাবার গ্রহণ করা, যেমন-গাজৃর এবং মিষ্টি আলু, যা হলুদ বর্ণের হতে পারে।
- এ ছাড়াও আপনার জীবন যাপনের ধরণ পায়ের রঙের উপর প্রভাব ফেলে থাকে। কারণ কিছু অভ্যাস এবং পরিবেশগত কারণে এই সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় ডিহাইড্রেশন শরীরের টক্সিন অপসারণ করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে, যা এই সমস্যার দিকে নিয়ে যায়।
- সর্বোপরি, ধুমপান বা অ্যালকোহল সেবনের মতো অভ্যাস লিভারের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে, যা বিলিরুবিন প্রক্রিয়াকরণের জন্য অপরিহার্য কারণ হয়ে দাঁড়ায়।
এ ছাড়াও অনেক সময় পায়ে কালো দাগ দেখা যায়। আসলে শরীরে ত্বকের রঙ নির্ধারিত হয় মেলানিন দ্বারা। অর্থাৎ যার শরীরে যতো মেলানিন আছে, তার ত্বক ততো বেশি কালো হবে। আর এই মেলানিন শরীরের যে সমস্ত জায়গায় বেশি থাকে, সে জায়গাটাই কালো হয়ে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, সূর্যের ক্ষতিকর রশ্মি, ডায়াবেটিস, মেলানোমা ইত্যাদি।
কীভাবে ঘরোয়া প্রতিকার করা যায়?
আপনার পায়ের তালু কি হলুদ? পায়ের তালু হলুদ হওয়ার সম্ভাব্য কারণ কী - কীভাবে ঘরোয়া প্রতিকার করা যায়? এর ক্ষেত্রে নিম্নোক্ত কিছু পদ্ধতি প্রয়োগ করতে পারে, তবে সবথেকে বড় বিষয় হচ্ছে সচেতনতা। কারণ আসেচতনতার কারণেই ঘটে যায় জীবনে নানা বিপর্যয় ও অসুবিধাসমূহ।
ঘৃতকুমারী : অ্যালোভেরার সক্রিয় উপাদানটি ত্বককে হালকা করার এবং পায়ের কালো দাগ দূর করার ক্ষমতা রাখে।
আরও পড়ুন: কোন সব খাবারে শিশুর উচ্চতা বাড়ে - শিশু দ্রুত লম্বা হবে কোন খাবারগুলো খেলে?
সানস্ক্রিন : সানস্ক্রিন ব্যবহার আপনার পায়ের গাঢ় দাগগুলিকে হালকা করবে না, তবে একটি তাদের কালো হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করবে।
চিনির স্ক্রাব : অর্থাৎ, চিনি ত্বকের জন্য একটি কার্যকর এক্সফোলিয়েন্ট হিসাবে কাজ করে যা মৃত ত্বকের কোষ জমে থাকা কালো ত্বকের সাথে মোকাবিলা করার উপকারী হতে পারে।
উপরোক্ত বিষয়গুলি ছাড়াও পায়ে কালো দাগের জন্য ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে-নিয়মিত ময়শ্চারাইজিং এবং AHAs-এর মতো কার্যকর রাসায়নিক প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা যেতে পারে, পায়ের দাগগুলি ঘন ঘন এক্সফোলিয়েটিং করা ইত্যাদি।
কখন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন
আসলে খেয়াল রাখতে হবে আপনার পায়ের ত্বক এবং চোখের সাদা অংশের বিবর্ণতা। এছাড়াও যদি দেখেন যে, আপনার চুলকানি, ব্যথা, ফোলা, প্রস্রাব বা মলের রঙে পরিবর্তন হচ্ছে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ।
এ ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী:
- কোনটির অভাবে পায়ে কালো দাগ পড়ে?
- হলুদ কি পায়ের কালো দাগ দূর করতে পারে?
- পায়ে কালো দাগের জন্য কোন ভিটামিন ভালো?
- জন্ডিস হলে কি পাতলা পায়খানা হয়
- জন্ডিস মানেই কি হেপাটাইটিস
- বাচ্চাদের চোখ হলুদ হয় কেন
- আপনার পায়ের তালু কি হলুদ?
- হাত-পা হলুদ হওয়ার কারণ কী?
- কি কারণে আপনার ত্বক হলুদ হয়ে যায়?
- কীভাবে ঘরোয়া প্রতিকার করা যায়?
আপনার পায়ের তালু কি হলুদ? পায়ের তালু হলুদ হওয়ার সম্ভাব্য কারণ কী - কীভাবে ঘরোয়া প্রতিকার করা যায়?-পরিশেষে:
আমাদের আর্টিকেলে আপনার পায়ের তালু কি হলুদ? পায়ের তালু হলুদ হওয়ার সম্ভাব্য কারণ কী - কীভাবে ঘরোয়া প্রতিকার করা যায়? তথ্য সম্পর্কে আপনার যাবতীয় প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটি আপনি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দেন, আমরা সবসময় পাঠকের মূল্যবান মন্তব্য গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি।
আরও পড়ুন: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে জেনে নিব প্রাকৃতিক ও ঘরোয়া উপায়সমূহ
আপনার পায়ের তালু কি হলুদ? পায়ের তালু হলুদ হওয়ার সম্ভাব্য কারণ কী - কীভাবে ঘরোয়া প্রতিকার করা যায়? এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আশা করি আপনারা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন।
এছাড়া আমাদের আর্টিকেলগুলোর মান উন্নয়নে আপনার যাবতীয় মন্তব্য, তথ্য এবং পরামর্শ আমাদেরকে অবশ্যই দিতে পারেন, এবং সেইসাথে আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই তা শেয়ার করুন বন্ধুদের সাথে এবং জানিয়ে দিন আপনার পায়ের তালু কি হলুদ? পায়ের তালু হলুদ হওয়ার সম্ভাব্য কারণ কী - কীভাবে ঘরোয়া প্রতিকার করা যায়? এর বিভিন্ন বিষয় সম্পর্কে।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url