জেনে নিন, কীভাবে শরীরে প্রতিদিন প্লাস্টিক ঢুকছে (Know how plastic enters the body every day)

প্লাষ্টিক যে শরীরের ক্ষতি করে সে কথা আমাদের সবারই কমবেশি জানা। তাই আজকে জেনে নিন, কীভাবে শরীরে প্রতিদিন প্লাস্টিক ঢুকছে।

অবাক করা বিস্ময় হচ্ছে, এমনটা জানার পরেও আমরা খুব স্বাভাবিকভাবেই প্লাষ্টিক খাচ্ছি প্রতিদিন। সুতরাং অবশ্যই আমাদের জানা প্রয়োজন কীভাবে শরীরে প্রতিদিন প্লাস্টিক ঢুকছে।

পোস্ট সুচিপত্র: জেনে নিন, কীভাবে শরীরে প্রতিদিন প্লাস্টিক ঢুকছে
শরীরে প্লাষ্টিক প্রবেশে বিজ্ঞানীদের মতামত
প্লাষ্টিক সেবনে সৃষ্টি হতে পারে নানাবিধ জটিল অসুখ
কীভাবে আমাদের শরীরে প্রবেশ করে এই প্লাষ্টিকের সূক্ষ্মকণাসমূহ
শরীরে প্লাষ্টিক প্রবেশ কি আতঙ্ক?
শরীরে প্লাষ্টিক প্রতিরোধে করণীয়
জেনে নিন, কীভাবে শরীরে প্রতিদিন প্লাস্টিক ঢুকছে-শেষ কথা

শরীরে প্লাষ্টিক প্রবেশে গবেষক/বিজ্ঞানীদের মতামত

যুক্তরাজ্যের একদল গবেষকগণ জানান, ১৫-২০ মিনিটের একটি খাবারে ১০০টি ছোট ছোট প্লাষ্টিক ‘পার্টিকল’ থাকে। যা খাওয়ার সময় মানুষের পেটে চলে যায়। এ ছাড়া ঘরের চারপাশের ‘সফট ফার্নিশিং’ ও ‘সিন্থেটিক ফাইবারে’ যে পলিমার থাকে, সেগুলো থেকেই ‘পার্টিকল’ সৃষ্টি হয়।

আরও পড়ুন: দাঁড়িয়ে পানি পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

গবেষকরা আরও জানান, খাবারের সঙ্গে একজনের শরীরের বছরে প্রায় ৬৮ হাজার ৫০০ ধরনের বিপজ্জনক প্লাষ্টিক ফাইবার শরীরের প্রবেশ করে। তবে আবহাওয়ায় ঘুরে বেড়ানো ধুলিকণা থেকেও এগুলো আসতে পারে বলে ধারণা করেন তারা।

সম্প্রতি অষ্ট্রেলিয়ার নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় দেখা দেছে যে, প্রতি সপ্তাহে অধিকাংশ মানুষ কিছুটা করে প্লাষ্টিক খেয়ে ফেলেন। তার মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে পানি পানের মাধ্যমে।

প্লাষ্টিক সেবনে সৃষ্টি হতে পারে নানাবিধ জটিল অসুখ

অর্থাৎ, জেনে নিন, কীভাবে শরীরে প্রতিদিন প্লাস্টিক ঢুকছে এর মানে হচ্ছে প্রতিদিন মনের অজান্তেই আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এইসব প্লাষ্টিকের সুক্ষ্মকণা এবং যার ফলে সৃষ্টি হয় নানাবিধ জটিলতা বা অসুখসমূহ: যেমন-

ক) শ্বাসকষ্টের সমস্যা তৈরী হতে পারে।
খ) ক্যানসার হতে পারে।
গ) পুরুষদের বন্ধ্যাত্বের সমস্যা তৈরী হতে পারে।

কীভাবে আমাদের শরীরে প্রবেশ করে এই প্লাষ্টিকের সূক্ষ্মকণাসমূহ:

=> অর্থাৎ জেনে নিন, কীভাবে শরীরে প্রতিদিন প্লাস্টিক ঢুকছে হিসেবে অন্যতম হচ্ছে যারা নিয়মিত প্লাষ্টিকের বোতল/জগে থাকা পানি পান করেন, তাদের শরীরে প্লাষ্টিকও চলে যায়। তবে এই ক্ষতিকর প্লাষ্টিকের অনেকটাই শরীর থেকে বের হলেও অনেকটাই থেকে যায়।
=> এ ছাড়াও জেনে নিন, কীভাবে শরীরে প্রতিদিন প্লাস্টিক ঢুকছে বলতে মাইক্রোওভেনে খাবার গরম করার জন্য ব্যবহার করা হচ্ছে প্লাষ্টিকের বাসন বা বক্স। সুতরাং এতে করেও শরীরের মধ্যে খুব অনায়াসেই প্রবেশ করে প্লাষ্টিক।
=> অনেক সময় বিভিন্ন রকম ফাস্ট ফুডগুলি প্লাষ্টিকের কভারে জড়ানো থাকে, ফলে তার থেকেও শরীরের মধ্যে ঢুকে যায় প্লাষ্টিক। ফলে জেনে নিন, কীভাবে শরীরে প্রতিদিন প্লাস্টিক ঢুকছে বলতে খুব সুকৌশলে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য থেকে শরীরে প্লাষ্টিক ঢুকছে হরহামেশাই।

আরও পড়ুন: প্রতিদিন কতটুকু লবণ খাওয়া উচিত

=> প্লাষ্টিকের তৈরী বিভিন্ন জিনিসপত্র অত্যন্ত সহজ লভ্যতার কারণে অনেক পরিবারেই প্লাষ্টিকের তৈরী বাটি, গামলা, গ্লাস, চায়ের কাপ ব্যবহার করা হয়ে থাকে, যা অনায়েসেই শরীরের মধ্যে প্লাষ্টিক প্রবেশ করে থাকে।
=> আপনাদের আলোচ্য বিষয় জেনে নিন, কীভাবে শরীরে প্রতিদিন প্লাস্টিক ঢুকছে বলতে এর অন্যতম হচ্ছে শিশুদের জন্য বিভিন্ন মজাদার জুস, চকোলেট সহ নানাপ্রকার আকর্ষণীয় খাদ্য সমূহগুলিও প্লাষ্টিকের আবরণে থাকায় তা খুব সহজেই ঢুকে যায় শরীরের মধ্যে।
=> বর্তমানে আধুনিকতার বৈভাভবে অনেকেই আছেন, যারা বোতলের মধ্যে খাবার পানি সংগ্রহ করে রাখেন (বহন করার সুবিধার্থে), এতে করেও তা শরীরের প্রবেশ করে থাকে।

শরীরে প্লাষ্টিক প্রবেশ কি আতঙ্ক?

বিজ্ঞানীরা বলছেন, প্রতিদিন অল্প পরিমাণে প্লাষ্টিক শরীরে গেলেও বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বের হয়ে যায়। ফলে অযথা ভয় বা আতঙ্কের বিষয় এটি নয়।

আরও পড়ুন: শরীরের ক্লান্তি ভাব এড়াতে যে পদক্ষেপগুলি গ্রহণ করা যেতে পারে

তাঁরা এও বলছেন, যদিও এই ক্ষতিকর প্লাস্টিকের অনেকটাই শরীর থেকে বেরও করে দেয়। কিন্তু তারপরও শরীরের মধ্যে থেকে যায় প্লাষ্টিক।

শরীরে প্লাষ্টিক প্রতিরোধে করণীয়:

এই বিষয়ে সবথেকে আসল কথা হলো, সচেতনতার বিকল্প নাই। তাই, জেনে নিন, কীভাবে শরীরে প্রতিদিন প্লাস্টিক ঢুকছে বলতে আবহাওয়ার ধুলিকণা থেকেও এগুলো শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। মোটকথা যতটুকু কমানো সম্ভব তা হলো আমাদেরকে অবশ্যই প্লাষ্টিকের বোতলে বা জগে পানি পান করা থেকে বিরত থাকা। বাহিরের যে কোন খাবারে পরিহার বা সম্ভব হলে প্লাষ্টিকে মোড়ানো খাবার না খাওয়া, ঘরের নিত্য ব্যবহার্য জিনিসপত্রগুলি প্লাষ্টিকের ব্যবহার না করা ইত্যাদি।

জেনে নিন, কীভাবে শরীরে প্রতিদিন প্লাস্টিক ঢুকছে-শেষ কথা:

জেনে নিন, কীভাবে শরীরে প্রতিদিন প্লাস্টিক ঢুকছে এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আশা করি আপনারা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন।

আপনাদের বিষয়গুলো জানাতে পেরে আমরা আনন্দিত। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মত এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন আর্টিকেলে, তবে আজকের জেনে নিন, কীভাবে শরীরে প্রতিদিন প্লাস্টিক ঢুকছে-বিষয়টি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই তা অন্যদের কাছে শেয়ার করুন এবং সর্বেোপরি আমাদের সঙ্গেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url