বিভাগ অনুযায়ী বাংলাদেশের দ্বীপ সংখ্যা (Number of islands in Bangladesh by division wise)
বাংলাদেশে কতগুলি দ্বীপ আছে তার কোন সঠিক সংখ্যা নেই, তবে ধারণা করা যায়, বিভাগ অনুযায়ী বাংলাদেশের দ্বীপ সংখ্যা ৩৬টির মতো।
এই দ্বীপগুলির মধ্যে কোনটি আকারে বড় আবার কোনটি আকারে ছোট। তবে আকারের দিক থেকে বৃহত্তম দ্বীপ হলো ভোলা দ্বীপ যেটি বঙ্গোপসাগরে অবস্থিত আর ছোট দ্বীপ হিসেবে ধরা হয়ে থাকে প্রবাল দ্বীপ। তো চলুন জেনে নেয়া যাক বিভাগ অনুযায়ী বাংলাদেশের দ্বীপ সংখ্যা।
পোস্ট সূচিপত্র: বিভাগ অনুযায়ী বাংলাদেশের দ্বীপ সংখ্যা
চট্টগ্রাম বিভাগের দ্বীপ সমূহের তালিকা
বরিশাল বিভাগের দ্বীপ সমূহের তালিকা
খুলনা বিভাগের দ্বীপ সমূহের তালিকা
বিভাগ অনুযায়ী বাংলাদেশের দ্বীপ সংখ্যা-শেষ প্রাসঙ্গিক
ধন ধান্যে পুস্পে ভরা, আমার এ দেশ বসুন্ধরা
তাহার মাঝে আছে ও ভাই সকল দেশের সেরা
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
সৃষ্টিকর্তার অপার মহিমায় সজ্জিত আমাদের এই বাংলাদেশ। কি নেই এখানে, নদী-নালা, খাল-বিল, পাহাড়-পর্বত, হ্রদ-সমুদ্র, পুকুর-দীঘি, চর-দ্বীপ কত কিছুরই না বিচিত্র সমাহার। এতো কিছুর মধ্যে আজকে আমরা শুধু বিভাগ অনুযায়ী বাংলাদেশের দ্বীপ সংখ্যা আছে তা জানতে চলেছি।
চট্টগ্রাম বিভাগের দ্বীপ সমূহের তালিকা:
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায় নিম্নে বর্ণিত এসব দ্বীপ অবস্থিত। তবে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী দ্বীপ, যা এই চট্টগ্রাম বিভাগে অবস্থিত। সুতরাং, জেনে নিন নিম্নে বর্ণিত বিভাগ অনুযায়ী বাংলাদেশের দ্বীপ সংখ্যা সমূহ।
💦 সন্দ্বীপ দ্বীপ
💦 মহেশখালী দ্বীপ
💦 কুতুবদিয়া দ্বীপ
💦 সেন্ট মাটিনস দ্বীপ
💦 সোনাদিয়া
💦 শাহপরীর দ্বীপ
আরও পড়ুন: বিশ্বের ১৯৩টি দেশের জাতীয় ফুলের নাম ও তালিকা - বিশ্বে কতগুলো দেশ আছে
💦 হাতিয়া দ্বীপ
💦 তামরুদ্দিন দ্বীপ
💦 নলচিরা দ্বীপ
💦 চান্দনন্দি দ্বীপ
💦 হারনি দ্বীপ
💦 নিঝুম দ্বীপ
বরিশাল বিভাগের দ্বীপ সমূহের তালিকা:
বরিশাল বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায় নিম্নে বর্ণিত এসব দ্বীপ অবস্থিত। তাই বরিশাল বিভাগে কতগুলি দ্বীপ আছে তা জানতে নিম্নোক্ত আর্টিকেল বিভাগ অনুযায়ী বাংলাদেশের দ্বীপ সংখ্যা থেকে জেনে নিন।
💥 ভোলা দ্বীপ
💥 মনপুরা দ্বীপ
💥 গাজীপুর দ্বীপ
💥 ভেদরিয় দ্বীপ
আরও পড়ুন: দাঁড়িয়ে পানি পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
💥 হাজির হাট দ্বীপ
💥 নীলকমল দ্বীপ
💥 মদনপুর দ্বীপ
💥 মেদুয়া দ্বীপ
খুলনা বিভাগের দ্বীপ সমূহের তালিকা:
খুলনা বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায় নিম্নে বর্ণিত এসব দ্বীপ অবস্থিত। এ ছাড়াও খুলনা বিভাগে চিরহরিৎ সুন্দরবন অবস্থিত। এক্ষেত্রে আমরা জেনে নিই বিভাগ অনুযায়ী বাংলাদেশের দ্বীপ সংখ্যা কত খুলনা বিভাগে।
💢 পুটনি দ্বীপ (বঙ্গবন্ধু দ্বীপ)-সুন্দরবনের দক্ষিণে অবস্থিত
বিভাগ অনুযায়ী বাংলাদেশের দ্বীপ সংখ্যা-শেষ প্রাসঙ্গিক
বর্তমানে বাংলাদেশে ৮টি বিভাগের মধ্যে ৩টি বিভাগের দ্বীপের তালিকা জানাতে চেষ্টা করেছি। আশা করছি, এগুলো যদি জেনে থাকলে আপনাদের উপকারে আসবে। আসলে বিভাগ অনুযায়ী বাংলাদেশের দ্বীপ সংখ্যা তা নিম্নের আর্টিকেল থেকে জানতে পারেন এবং এ রকম দ্বীপ সমূহের তালিকার যদি খোঁজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন।
আরও পড়ুন: জেনে নিন, কীভাবে শরীরে প্রতিদিন প্লাস্টিক ঢুকছে
এ ছাড়াও পরবর্তীতে অন্য কোনো বিষয়ে জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো তথ্যমূলক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। এতোক্ষণ আমাদের সাথে বিভাগ অনুযায়ী বাংলাদেশের দ্বীপ সংখ্যা মূলক আলোচ্য বিষয়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url