কোনটিকে পৃথিবীর বড় ও ছোট দ্বীপ বলা হয় (Which is called the largest and smallest island of the world)
পৃথিবীর নানাদেশে বিভিন্ন ভাবে প্রকৃতির অপার মহিমায় জেগে উঠেছে দ্বীপসমূহ। আজকে আমরা এই দ্বীপ সম্পর্কে জানবো কোনটিকে পৃথিবীর বড় ও ছোট দ্বীপ বলা হয়।
আসলে দ্বীপ হচ্ছে একটি মহাদেশের চেয়ে ছোট এবং সম্পূর্ণরূপে জল দ্বারা বেষ্টিত ভূমির যে কোন এলাকা। এই দ্বীপগুলি কোনটি আকারে বড় আবার কোনটি আকারে ছোট। সুতরাং আজকের আর্টিকেলে আমরা জানবো কোনটিকে পৃথিবীর বড় ও ছোট দ্বীপ বলা হয়।
পোস্ট সূচিপত্র: কোনটিকে পৃথিবীর বড় ও ছোট দ্বীপ বলা হয়
কোনটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ?
কোনটি পৃথিবীর ছোট দ্বীপ?
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
বাংলাদেশের ক্ষুদ্রতম দ্বীপ কোনটি?
কোনটিকে পৃথিবীর বড় ও ছোট দ্বীপ বলা হয়-শেষ কথা:
কোনটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ?
আসলে কোনটিকে পৃথিবীর বড় ও ছোট দ্বীপ বলা হয় এমন প্রশ্নে বলা যায় যে, গ্রীনল্যান্ডকে পৃথিবীর বৃহত্তম হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এই দ্বীপটি আসলে আর্কটিক ও উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত। বর্তমানে এটি ডেনমার্কের স্ব-নিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত।
আরও পড়ুন: বিভাগ অনুযায়ী বাংলাদেশের দ্বীপ সংখ্যা
দ্বীপটির পশ্চিম দিকের ডেভিস প্রণালী ও ব্যাফিন উপসাগর দ্বারা কানাডীয় আর্কটিক দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং পূর্বদিকে ডেনমার্ক প্রণালী দ্বারা আইসল্যান্ড থেকে পৃথক হয়েছে।
কোনটি পৃথিবীর ছোট দ্বীপ?
আবার কোনটিকে পৃথিবীর বড় ও ছোট দ্বীপ বলা হয় এমন প্রশ্নে পৃথিবীর মধ্যে সবথেকে ছোট দ্বীপের নাম হল “নাউর দ্বীপ”। এই দ্বীপটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত।
বর্তমানে এই দ্বীপটি পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যার কোনো রাজধানী নেই। এই দ্বীপটির ক্ষেত্রফল মাত্র ২১ বর্গ কিলোমিটার বা ৮.১ মাইল। তবে ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, এই দেশের মোট জনসংখ্যা ছিল ১০,০৮৪ জন। যার ঘনত্ব হলো ৪৮০ কিলোমিটার বা ১,২৪৩.২ বর্গমাইল। এই দ্বীপের মুদ্রা ব্যবহার হয় অষ্ট্রেলীয় ডলারে। দ্বীপটির সরকারি ভাষা হলো nauruan english।
আরও পড়ুন: জেনে নিন, বিভাগ অনুযায়ী বাংলাদেশে চরের তালিকা সমূহ
এই ক্ষুদ্র দ্বীপে বসবাসকারী আদি জনগোষ্ঠী হল মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়া জাতির। উনবিংশ শতাব্দীর শেষ ভাগে জার্মান এটি দখল করে নেয়। এরপর প্রথম বিশ্বযুদ্ধের পর এটি নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের একটি প্রশাসনিক এলাকায় পরিণত হয়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান এই দ্বীপটি দখল করে নেয় এবং যুদ্ধ শেষ হলে প্রশাসনিক এলাকায় পরিণত হয়। এই দ্বীপটি ৩১ জানুয়ারি ১৯৬৮ সালে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
এবার আসা যাক বাংলাদেশের মধ্যে কোনটি বৃহত্তম দ্বীপ এবং কোনটি ক্ষুদ্রতম দ্বীপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো ভোলা দ্বীপ এবং তা বরিশাল বিভাগে অবস্থিত। দ্বীপটির আয়তন হলো ৩,৪০৩.৪৮ বর্গ কিলোমিটার বা ১৩১৪.০৯ বর্গ মাইল। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এই দ্বীপের মোট জনসংখ্যা ছিল ১৭,৭৬,৭৯৫ জন, যার জনোঘনত্ব ৫২০ জন বর্গ কিলোমিটার বা ১৪০০ বর্গ মাইল। জানেন কি, বাংলাদেশের মধ্যে একমাত্র এই দ্বীপটিই জেলা দ্বীপ হিসেবে স্বীকৃত। অর্থাৎ, কোনটিকে পৃথিবীর বড় ও ছোট দ্বীপ বলা হয় আর্টিকেলের মধ্যে বাংলাদেশের বৃহত্তম দ্বীপটি জানা হলো।
আরও পড়ুন: প্রতিদিন কতটুকু লবণ খাওয়া উচিত
তবে লোকমুখে শোনা যায় ভোলা জেলার নামকরণের একটি সুন্দর কাহিনী। স্থানীয়রা বলেন, ভোলা জেলা শহরের মাঝে দিয়ে বয়ে গেছে বেতুয়া খাল। এই খালটি আগে অনেক প্রশস্ত ছিল তখন একে বলা হত নদী। এই নদী পার হবার জন্য ব্যবহার করা হতো নৌকা আর এই নৌকার মাঝি ছিল ভোলা পাটনি নামে একজন বৃদ্ধ মানুষ। তার আস্তানা ছিল আজকের যুগীর ঘোরের কাছে। পরে এই মাঝির নামানুসারে এই দ্বীপের নামকরণ করা হয় ভোলা।
বাংলাদেশের ক্ষুদ্রতম দ্বীপ কোনটি?
কোনটিকে পৃথিবীর বড় ও ছোট দ্বীপ বলা হয় সম্পর্কিত আলোচ্যে বাংলাদেশের সব থেকে ছোট বা ক্ষুদ্রতম দ্বীপ হলো প্রবাল দ্বীপ। এই দ্বীপটির আয়তন হলো ১৭ বর্গ কিলোমিটার। এই দ্বীপে প্রায় ৬৬ প্রজাতির প্রবাল, ১৮৭ প্রজাতির শামুক-ঝিনুক, ১৫৩ প্রজাতির সামুদ্রিক শৈবাল, ১৫৭ প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, ২৪০ প্রজাতির সামুদ্রিক মাছ, ৪ প্রজাতির উভচর ও ১২০ প্রজাতির পাখি পাওয়া যায়।
কোনটিকে পৃথিবীর বড় ও ছোট দ্বীপ বলা হয়-শেষ কথা:
আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারলেন কোনটিকে পৃথিবীর বড় ও ছোট দ্বীপ বলা হয় এবং বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম দ্বীপ সম্পর্কে।
আশা করছি, আজকের পোস্ট থেকে আপনারা কোনটিকে পৃথিবীর বড় ও ছোট দ্বীপ বলা হয় এবং বাংলাদেশের দ্বীপ সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন তারপরেও যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং কোনটিকে পৃথিবীর বড় ও ছোট দ্বীপ বলা হয় সম্পর্কিত আরও তথ্য মূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url