Google Maps-এ নিজের বাড়ি ও প্রতিষ্ঠান যুক্ত করার নিয়মাবলী (Rules for adding your home and business to Google Maps)

বর্তমান সময়ে একটি স্মার্ট ফোনে আমাদের গোটা বিশ্বকে হাতের মুঠোয় পেয়ে থাকি। তাই, Google Maps-এ নিজের বাড়ি ও প্রতিষ্ঠান যুক্ত করার নিয়মাবলী কি তা জানতে নিম্নে বর্ণিত লেখাগুলো পড়ুন।

গুগলের জনপ্রিয় কার্যকলাপের মধ্যে অন্যতম হচ্ছে গুগল ম্যাপ। বলাবাহুল্য অপরিচিত জায়গা খুঁজে পেতে গুগল ম্যাপের তুলনা হয়না। আর আজকে আমরা কীভাবে Google Maps-এ নিজের বাড়ি ও প্রতিষ্ঠান যুক্ত করার নিয়মাবলী কি তা জানবো। চলুন শুরু করা যাক- 

পোস্ট সূচিপত্র: Google Maps-এ নিজের বাড়ি ও প্রতিষ্ঠান যুক্ত করার নিয়মাবলী
কেন গুগল ম্যাপে যুক্ত করবেন আপনার প্রতিষ্ঠান
গুগল ম্যাপে যুক্ত করলে কি কি সুবিধাদি পাওয়া যায়
কীভাবে গুগল ম্যাপে লোকেশন যুক্ত করবেন
যেভাবে গুগল ম্যাপ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলা যায়
Google Maps-এ নিজের বাড়ি ও প্রতিষ্ঠান যুক্ত করার নিয়মাবলী - শেষ কথা:

কেন গুগল ম্যাপে যুক্ত করবেন আপনার প্রতিষ্ঠান:

মোট কথা Google Maps-এ নিজের বাড়ি ও প্রতিষ্ঠান যুক্ত করার নিয়মাবলী এর অনেকগুলো কারণ রয়েছে। যেমন-নিজের প্রতিষ্ঠান বা বাড়ি, যা গুগল ম্যাপে যুক্ত হয়নি বা আপনি তা গুগল ম্যাপে যুক্ত করেন নি। ফলে বর্হিবিশ্বের কেউই আপনার প্রতিষ্ঠান সম্বন্ধে তেমন জানবে না, বা আপনার কোন আত্মীয় বিদেশে আছে, সে চাইছে ওখানে বসে থেকেই সে তার বাড়িটা দেখবে, বা আপনি কোন এক জরুরি কাজে বিদেশ গিয়েছেন, কিন্তু কোন কারণে আপনার প্রতিষ্ঠানটি বা বাড়িটা দেখাতে পারছেন না। সুতরাং উপরোক্ত নানা কারণে গুগল ম্যাপে নিজের এরিয়া বা নিজের প্রতিষ্ঠানটি যুক্ত করা প্রয়োজন।

গুগল ম্যাপে যুক্ত করলে কি কি সুবিধাদি পাওয়া যায়:

Google Maps-এ নিজের বাড়ি ও প্রতিষ্ঠান যুক্ত করার নিয়মাবলী বলতে Google Maps-এ যুক্ত হলে নানারকম সুবিধা পাওয়া যায়, যা নিম্নে বর্ণিত হলো:
আপনি জানেন কী, প্রতিদিন বিশ্বের প্রায় ২ বিলিয়ন মানুষ তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, কাছাকাছি স্থান খুঁজে বের করার জন্য এবং ভ্রমণ পরিকল্পনা করতে এই অ্যাপটি ব্যবহার করেন। সর্বোপরি আমরা যদি কখনো কোন বিদেশে যাই, বা অজানা রাস্তা বা কোন লোকেশন চিনতে ভিন্ন ভাষাগত কারণে কাউকে জিজ্ঞেস করতে না পারলেও কোন সমস্যাই নেই, কারণ আপনার হাতে রয়েছে একটি স্মার্ট ফোন যাতে গুগল ম্যাপের সাহায্যে আপনি কাউকে জিজ্ঞেস না করেই নিজের সঠিক গন্তব্যস্থল বের করে নিতে পারেন অনায়াসেই। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশে যে সমস্ত বিদেশি বা পর্যটক আসে তারা কিন্তু বেশীরভাগ কাউকে জিজ্ঞাসা না করেই নিজে নিজেই পথ চলতে পারে। 

কীভাবে গুগল ম্যাপে লোকেশন যুক্ত করবেন:

অর্থাৎ, Google Maps-এ নিজের বাড়ি ও প্রতিষ্ঠান যুক্ত করার নিয়মাবলী কী কী তা নিম্নে বর্ণিত পদক্ষেপগুলি ফলো করুন।
০> প্রথমে স্মার্টফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে, তবে সব আগে অবশ্যই আপনার স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকতে হবে।
০> গুগল ম্যাপ অ্যাপটি চালু করার পর উপর থেকে কন্ট্রিবিউশন অপশন প্লাস আইকনে ক্লিক করুন। এরপর উপরের Add Place-এ ক্লিক করুন।

আরও পড়ুন: বাংলায় আরবি খাবারের নাম সমূহ - আরবি দেশের নাম সমূহ

০> উপরের নামের ঘরে অফিস কিংবা প্রতিষ্ঠান যে স্থানটি যুক্ত করতে চান, সে নামটি দিতে হবে। এবার নিচের ক্যাটাগরি থেকে সিলেক্ট করুন। যেমন- দোকান যুক্ত করতে store অপশন বেছে নিন।
০> এরপর লোকেশনের ছবি, মোবাইল নম্বর, বন্ধ ও খোলার সময় (অফিস, দোকান ও স্কুল হলে) যুক্ত করার জন্য নিচে ক্লিক করুন।
০> প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সেভ-এ ক্লিক করলেই কাজ শেষ।
০> লোকেশনটি ম্যাপে যুক্ত করার জন্য উপরের সেন্ড আইকনে ক্লিক করতে হবে। এরপর একটি মেইলে জানিয়ে দেয়া হবে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাড্রেসটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে। যদিও অ্যাড্রেসটি যুক্ত হতে ২৪ ঘণ্টা সময় লাগবে না। 

যেভাবে গুগল ম্যাপ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলা যায় :

Google Maps-এ নিজের বাড়ি ও প্রতিষ্ঠান যুক্ত করার নিয়মাবলী ছাড়াও কীভাবে গুগল ম্যাপ থেকে কোন তথ্য সরিয়ে ফেলতে পারেন, তা জানতে নিম্নে বর্ণিত লেখাগুলি দেখতে থাকুন।
=> প্রথমে গুগল ম্যাপ খুলুন এবং সাইন ইন করুন।
=> তারপর সার্চ বারে আপনার ঠিকানা বা আপনার বাড়ির অবস্থান খোঁজার চেষ্টা করুন।
=> আপনি ঠিক কোথায় থাকেন তা বুঝতে, মানচিত্রে জুম অপশনটি কাজে লাগাতে পারেন।
=> মানচিত্রে আপনার বাড়ির অবস্থানে ডান-ক্লিক করুন (মোবাইলে দীর্ঘক্ষণ প্রেস করুন)।
=> বিভিন্ন অপশনসহ একটি ছোট মেসেজ বক্স আসবে। তাতে ‘রিপোর্ট এ প্রবলেম’ সিলেক্ট করুন।

আরও পড়ুন: কানে হেডফোন ব্যবহারের ক্ষতিসমূহ

=> এরপর গুগল আপনাকে ‘গুগল ম্যাপস: রিপোর্ট ইনএপ্রোপ্রিয়েট স্ট্রিট ভিউ’ নামে একটি নতুন পেজ দেখাবে।
=> সেখানে ‘মাই হোম’ অপশনটি খুঁজুন এবং ক্লিক করুন। তারপরে ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করুন।
=> এখন গুগল আপনার বাড়ির একটি রাস্তা সেই ম্যাপে দেখাবে। প্রাইভেসি নিশ্চিত করতে, একটি লাল বক্স দেখতে পাবেন, সেটিকে টেনে আনুন। এতে আপনি ঠিক যে জায়গাগুলো ব্লার বা অস্পষ্ট করতে চান, সেগুলো করে দিন।
=> এবার ‘ অ্যাডিশনাল ইনফরমেশন’ এ সিলেক্ট করে, সাবমিট অপশনটি ক্লিক করে দিন। 

Google Maps-এ নিজের বাড়ি ও প্রতিষ্ঠান যুক্ত করার নিয়মাবলী - শেষ কথা:

আজকের আলোচনায় Google Maps-এ নিজের বাড়ি ও প্রতিষ্ঠান যুক্ত করার নিয়মাবলী কী, কীভাবে গুগল ম্যাপে প্রয়োজনীয় তথ্য সংযোজন ও বিয়োজন করা যায় ইত্যাদি বিষয়াদি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে যা অবশ্যই আপনাদের উপকারে আসবে। আসলে সভ্যতার চরম উন্নতিতে আমরা অনেকেই আছি যারা এখনও অনেক কিছুই রপ্ত করতে পারিনি। বলাবাহুল্য, এখন মানুষ চাঁদে বসবাসের চিন্তা করছে। সুতরাং ক্রমান্বয়ে বিজ্ঞানের ঘাড়ে বসে সভ্যতা যে চরম শিখরে অবস্থান করছে সে সমস্ত বিষয়ে আমাদের জানতে হবে। আশা করি গুগল ম্যাপে Google Maps-এ নিজের বাড়ি ও প্রতিষ্ঠান যুক্ত করার নিয়মাবলী বিষয়ক আর্টিকেল তা জানতে পারবেন।

আরও পড়ুন: বাংলাদেশের জনপ্রিয় ১২টি ট্যুরিস্ট স্পট

এছাড়া আমাদের আর্টিকেলগুলোর মান উন্নয়নে আপনার যাবতীয় মন্তব্য, তথ্য এবং পরামর্শ অবশ্যই দিতে পারেন এবং সেইসাথে আর্টিকেলটি ভালো লাগলে তা শেয়ার করুন বন্ধুদের সাথে এবং জানিয়ে দিন যে কীভাবে Google Maps-এ নিজের বাড়ি ও প্রতিষ্ঠান যুক্ত করার নিয়মাবলী ফলো করা যেতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url