মুখের দুর্গন্ধে শরীরের কী ক্ষতি হয়? (What harm does bad breath do to the body?)

মুখের দুর্গন্ধ অনেক ক্ষেত্রে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। হতে পারে নিজের বা হতে পারে তা অপরের। কিন্তু এই মুখের দুর্গন্ধে শরীরের কী ক্ষতি হয়? তা জানাটা জরুরী। 
যেমন ধরুন-যারা সিগারেট খায়না তাদের কাছে একজন চেইন স্মোকারের মুখের গন্ধ খুবই যন্ত্রণাদায়ক বা ভীষণ বিরক্তিকর ব্যাপার। আবার অনেকের অপরিস্কার মুখের দুর্গন্ধের অনুভূতিটা ভাবলেই মেজাজটা খারাপ হয়ে যায়। তাই আজকের আর্টিকেলে মুখের দুর্গন্ধে শরীরের কী ক্ষতি হয়? তা জানতে নিম্নেবর্ণিত লেখাগুলো পড়তে হবে। 

পোস্ট সূচিপত্র: মুখের দুর্গন্ধে শরীরের কী ক্ষতি হয়?
মুখের দুর্গন্ধের কারণসমূহ
নিয়মিত ব্রাশ করেও অনেক সময় মুখে দুর্গন্ধ হয় যেসব কারণে
মুখের দুর্গন্ধে শরীরের কী ক্ষতি হয়?
খারাপ শ্বাস প্রশ্বাসের ঘরোয়া প্রতিকার 
মুখের দুর্গন্ধে শরীরের কী ক্ষতি হয়?- শেষ কথা 

মুখের দুর্গন্ধের চিকিৎসা শব্দের নাম হল হ্যালিটোসিস। সাধারণত দীর্ঘস্থায়ী হ্যালিটোসিস বা মুখের দুর্গন্ধ যা দূর হয় না, মুখের স্বাস্থ্য সমস্যা বা শরীরের অন্যান্য অংশকে প্রভাবিত করে এমন অসুস্থতা নির্দেশ করতে পারে।

মুখের দুর্গন্ধের কারণসমূহ: 

মুখের দুর্গন্ধে শরীরের কী ক্ষতি হয়? তা জানতে সর্বাগ্রে মুখের দুর্গন্ধের কারণসমূহ জানাটা অতীব জরুরী। সাধারণত খাদ্য এবং মৌখিক স্বাস্থ্যের মধ্যে একটি যোগসূত্র রয়েছে। যেমন-রসুন এবং পেঁয়াজ সহ যে কোনও খাবার সঞ্চালনের মধ্যে শোষিত হয়। আর খাবার শরীর থেকে বের না হওয়া পর্যন্ত শ্বাসের উপর প্রভাব ফেলতে পারে।
অনেকেই আছে যারা সঠিকভাবে ব্রাশিং, ফ্লসিং এবং ডেন্টাল চেকআপ না করার কারণে খাবার মুখেই থেকে যায় এবং এতে জিভের স্বাদ ও দুর্গন্ধ হয়।
হ্যালিটোসিসের একটি সাধারণ উপাদান হল শুষ্ক মুখ। লালা প্রবাহে একটি উল্লেখযোগ্য হ্রাস মুখের পক্ষে স্ব-পরিষ্কার করা এবং খাদ্যের অবশিষ্টাংশ থেকে মুক্তি পাওয়া অসম্ভব করে তোলে। তবে লালাগ্রন্থির সমস্যা, কিছু ওষুধ বা ধারাবাহিকভাবে নাকের পরিবর্তে মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলেও মুখ শুষ্ক হতে পারে।

আরও পড়ুন: জাঙ্ক ফুড কি - জাঙ্ক ফুডের ক্ষতিকর দিকসমূহ

মাড়ির রোগ বা দাঁতের ক্ষয় ব্যাকটেরিয়া তৈরি করে এবং তা থেকে মুখের দুর্গন্ধ বের হয়।
অনেক সময় খাবারের অ্যামিনো অ্যাসিড জিহ্বার পিছনে নির্দিষ্ট ব্যাকটেরিয়ার সাথে একত্রিত হয়ে সালফার যৌগ তৈরি করতে পারে যার গন্ধ রয়েছে।
তামাকজাত দ্রব্য, যেমন সিগারেট এবং ধোঁয়াহীন তামাক দ্রব্যে দাঁত বিবর্ণ হতে পারে এবং নির্দিষ্ট অসুস্থতার জন্যও শরীরের দুর্বলতা বাড়াতে পারে। সুতরাং কিন্তু এগুলোও মুখের দুর্গন্ধে ভূমিকা রাখে।
অন্তর্নিহিত সমস্যা যেমন শ্বাসযন্ত্রের সংক্রমণ বা পাকতন্ত্রজনিত রোগের কারণেও মুখের দুর্গন্ধ হয়ে থাকে।

নিয়মিত ব্রাশ করেও অনেক সময় মুখে দুর্গন্ধ হয় যেসব কারণে :

মুখের দুর্গন্ধে শরীরের কী ক্ষতি হয়? অর্থাৎ মুখে দুর্গন্ধ বা নিশ্বাসে দুর্গন্ধের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে ধরা হয় খারাপ ওরাল হাইজিন (ব্রাশ না করা, মুখ ঠিকমতো পরিষ্কার না করা)। এছাড়া, মুখের অন্য সমস্যা, যেমন-মাড়িতে ব্যথা (কারণ খাবারের কণা আটকে থাকা, মাড়ি ফুলে যাওয়া, ব্যথা) হতে পারে এবং যত্ন না নিলে তা পিরিওডোনটাইটিসে পরিণত হতে পারে। পাইওরিয়া হলে নিশ্বাসে দুর্গন্ধ ছাড়াও দাঁতও দুর্বল হয়ে পড়ে। এছাড়া, আরও একাধিক কারণ রয়েছে যার কারণে দুর্গন্ধ বিরক্তি তৈরি করতে পারে। নিম্নে দেখে নিন কারণগুলি, যার ফলে মুখে বা নিঃশ্বাসে দুর্গন্ধ বের হতে পারে।

অত্যধিক ক্যাফিন খাওয়া :
যারা খুব বেশি ক্যাফেইন খেয়ে থাকেন, যেমন-কফি, চা ইত্যাদি তাদের ক্ষেত্রে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে শুরু করে। এই পানীয়গুলিতে মিষ্টি এবং দুধ থাকে বলে তা ক্যাভিটি (দাঁত ক্ষয়ের ফলে গর্ত সৃষ্টি হয়) তৈরি করতে পারে। সর্বোপরি ক্যাফেইন বেশি খেলে মুখের লালা শুকিয়ে যেতে পারে, যার কারণে ব্যাকটেরিয়া বৃদ্ধি ঘটে এবং নিঃশ্বাসেও দুর্গন্ধ তৈরি হয়। এ ছাড়াও দাঁতের এনামেলকে ক্ষতিগ্রস্ত করে এবং দাঁতের স্বাভাবিক রংও ফিকে হয়ে যেতে পারে।
 
ঠিকমতো না ঘুমানো বা নাক ডাকা :
যে ব্যক্তি নাক ডাকেন বা স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন তারও এটা হতে পারে। নাক ডাকার সময় মানুষ নাকের পরিবর্তে মুখ দিয়ে শ্বাস নেয় এবং লালা শুকিয়ে যেতে থাকে। তাই নিঃশ্বাসে দুর্গন্ধ বেরোতে থাকে।

কম পানি পানের অভ্যাস :
পানি কম পান করলেও মুখে দুর্গন্ধের সমস্যা তৈরি হতে পারে। আসলে যখন ডিহাইড্রেশন হয়, সেই সময় মুখ শুষ্ক হতে শুরু করে। এর ফলে মুখের লালা কমে যায় এবং মুখের মধ্যে ব্যাকটেরিয়া বাড়তে থাকে যা নিঃশ্বাসে দুর্গন্ধ সৃষ্টি করে।

পেট পরিষ্কার না হওয়া :
যাদের পেট ঠিকমতো পরিষ্কার হয় না অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় যাদের, তাদেরও নিঃশ্বাসে দুর্গন্ধ বেরোতে পারে। এ ছাড়া গ্যাস্ট্রোফেজিয়াল রিফ্লাক্স এবং অন্ত্রের সমস্যা থাকলেও নিঃশ্বাসে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। কারণ পরিপাকতন্ত্র ও অন্ত্রে উপস্থিত ব্যাকটেরিয়া থেকে হাইড্রোজেন সালফাইড তৈরি হয়। যার ফলে নিঃশ্বাসে দুর্গন্ধ বেরোয়।

ডায়াবেটিস রোগীদের সমস্যা হতে পারে :

যাদের ডায়াবেটিস আছে, তাদের ইনসুলিন তৈরির প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে নিঃশ্বাসে দুর্গন্ধের সমস্যা হতে পারে। এছাড়া, যে কোনও ধরনের ওষুধ সেবনেও নিশ্বাসে দুর্গন্ধ হতে পারে।

মুখের দুর্গন্ধে শরীরের কী ক্ষতি হয়?

মুখের দুর্গন্ধে শরীরের কী ক্ষতি হয়? তার মধ্যে প্রথমেই বলা যায়, 👄 যদি মুখের দুর্গন্ধ অ্যামোনিয়া ধরনের হয় অর্থাৎ কিছুটা প্রসাবের মতো গন্ধ হতে থাকে তাহলে সতর্ক হয়ে যান। কারণ এই ধরনের দুর্গন্ধ প্রমাণ করে আপনার টাইপ-১ ডায়বেটিসের সমস্যা হয়েছে। এই গন্ধের মূল কারণ হচ্ছে ডায়বেটিসের কারণে দেহে ইনসুলিনের অভাব। 👄 তবে আপনার নিঃশ্বাসে যদি দুর্গন্ধ পান তাহলে বুঝে নেবেন আপনার সাইনাসে সমস্যা রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে নাকে ও গলায় মিউকাস জমে থাকা। 👄 আপনি যদি আপনার নিশ্বাসের মধ্যে টক দুধের মতো টক টক ধরনের গন্ধ পেয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনার খাবারে প্রোটিনের মাত্রা অতিরিক্ত বেশি হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে কিটোনের ভাঙন।

আরও পড়ুন: টক দই এর পুষ্টিগুণ ও উপকারিতা

👄মজার ব্যাপার হলো, যদি আপনার নিঃশ্বাসে পচে যাওয়া মাংসের মতো দুর্গন্ধ পান, তাহলে বুঝে নেবেন আপনার টনসিল জাতীয় সমস্যা রয়েছে। কারণ টনসিলের কারণে সালফার উৎপন্নকারী ব্যাকটেরিয়া অধিক জন্ম নিয়ে থাকে, ফলে সেই কারণেই নিঃশ্বাসে এই ধরনের দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। 👄আপনি যদি আপনার নিঃশ্বাসে দিনের প্রত্যেকটা সময় সকালে ঘুম থেকে উঠার পর যেমন গন্ধ থাকে তেমন গন্ধ পান তাহলে বুঝতে হবে আপনার 'জেরোস্টোমিয়া' অর্থাৎ মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা রয়েছে। সাধারণত মুখে ভেতরের স্যালিভা শুকিয়ে গেলে ব্যাকটেরিয়া উৎপন্ন সৃষ্টি হয়, যা থেকে এই ধরনের দুর্গন্ধের সৃষ্টি করে। 👄 যদি আপনার নিঃশ্বাসে আঁশটে গন্ধ পান, তাহলে বুঝে নেবেন আপনার কিডনির সমস্যা হয়েছে। অর্থাৎ কিডনিতে সমস্যা হলে এবং কিডনি সঠিকভাবে কাজ না করলে নাইট্রোজেন উৎপন্ন হয়, যা থেকে এই ধরনের দুর্গন্ধের সৃষ্টি হয়ে থাকে। 👄অনেক সময় আপনার নিশ্বাসে খুবই বাজে ধরনের দুর্গন্ধ বা বাথরুমের মতো গন্ধ পেলে বুঝে নেবেন আপনার মাড়িতে ইনফেকশন হয়েছে। মনে রাখবেন, যদি আপনি নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে বুঝে নিতে পারেন আপনার শারীরিক সমস্যাগুলি, তাহলে অবশ্যই দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

খারাপ শ্বাস প্রশ্বাসের ঘরোয়া প্রতিকার :

মুখের দুর্গন্ধে শরীরের কী ক্ষতি হয়? বা নিশ্বাসের সঙ্গে মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে অনেকে মাউথ ফ্রেশনার ব্যবহার করেন। সঠিক ব্রাশিং টেকনিক অর্থাৎ ব্রাশ করার সময় আমরা সাধারণত ডান থেকে বামে বা বাম থেকে ডানে ব্রাশ ঘোষাঘুষি করি, কিন্তু ব্রাশ করার ক্ষেত্রে এ পদ্ধতিটি সম্পূর্ণই ভুল। কারণ দাঁতের চিকিৎসকদের মতে ব্রাশ করার সঠিক টেকনিক বা পদ্ধতি হলো ওপর-নিচ পদ্ধতিতে ভিতর ও বাইরে ব্রাশ করা। এ ছাড়াও দুর্গন্ধ এড়াতে সবসময় মুখে রাখতে পারেন এলাচ এবং চিবোতে পারেন মৌরি। এ ছাড়াও চিনিমুক্ত গাম বা পুদিনা চিবিয়ে নিতে পারেন, প্রয়োজনে টাটকা ফল এবং শাকসবজি খাওয়ার অভ্যাস করতে হবে। তবে যে কোন খাবার গ্রহণের পর যদি ব্রাশ করার অভ্যাস করতে পারেন তাহলে তা ভালো এবং বিশেষ করে রাত্রিতে দীর্ঘ সময় আমাদের মুখ বন্ধ থাকে, সুতরাং সেক্ষেত্রে রাতের খাবারের পর ব্রাশ করে নিলে দাঁতে খাদ্যকণা বা ক্যাভিটি জমেনা। সর্বোপরি নিয়মিত ডেন্টাল চেকআপ করতে হবে।

মুখের দুর্গন্ধে শরীরের কী ক্ষতি হয়?- শেষ কথা:

আসলে মুখের দুর্গন্ধ দূর করতে হলে উপরোক্ত বর্ণনাগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা মনে রাখতে পারি বা মেনে চলতে পারি। তবে সর্বোপরি একটি কথা বলতেই হয়, যা আমরা অনেক সময় পালন করিনা, তাহলো সময়ের কাজ সময়ে করা। সুতরাং আজকের আর্টিকেলে মুখের দুর্গন্ধে শরীরের কী ক্ষতি হয়? তার বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আসলে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, যদি একান্তই মুখে দুর্গন্ধ বের হয় তাহলে এলাচা বা মৌরী খেয়ে সাময়িক সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

আরও পড়ুন: দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন? - দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করার ঘরোয়া উপায় - দাঁতে কি আসলেই পোকা হয়?

আজকের আর্টিকেলে মুখের দুর্গন্ধে শরীরের কী ক্ষতি হয়? তার বর্ণনা আশাকরি আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধানে সহায়তা করবে। কারণ আমাদের মূল উদ্দেশ্যই হলো সতর্ক বা অবহিত করা, যাতে আমরা পূর্বে থেকেই সচেতন হতে পারি এবং অপরকে সতর্ক করতে পারি।
এ রকম তথ্য সমৃদ্ধ আর্টিকেল পেতে অবশ্যই আমাদের কমেন্টস করবেন এবং মুখের দুর্গন্ধে শরীরের কী ক্ষতি হয়? তা সমস্যাগুলি নিজের পরিচিতজনদের কাছে প্রেরণ করবেন। এতোক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url