পোশাক অনেকদিন যত্নে রাখার ঘরোয়া উপায় (Home remedies to keep clothes looking good for a long time)
পোশাক অনেকদিন যত্নে রাখার ঘরোয়া উপায়
পোশাকের যত্ন নেয়াটা একটি আর্ট। তা যে কোন সময়েই হতে পারে, বিশেষ করে গরম, শীত বা বর্ষকাল। আজকের পোশাক অনেকদিন যত্নে রাখার ঘরোয়া উপায় আর্টিকেলটি পড়লে আপনারা এ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।
জানেন কি, একেক কাপড়ের যত্ন কিন্তু একেক রকমভাবে নিতে হয়। নিয়ম মেনে যত্ন নিলে পোশাক ভালো ও টেকসই থাকে। সুতরাং এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে চাইলে পোশাক অনেকদিন যত্নে রাখার ঘরোয়া উপায় সম্পর্কিত আর্টিকেলটি পড়ুন।
পোষ্ট সূচিপত্র: পোশাক অনেকদিন যত্নে রাখার ঘরোয়া উপায়
কাপড় পরিধানের বিষয়ে একেকজনের পছন্দ হয় একেক রকম। কেউ পছন্দ করেন সুতি, কেউবা সিল্ক আবার কেউ কেউ লিনেন কাপড় পছন্দ করেন বেশি। সুতরাং নিজের পছন্দক্রম কাপড়টি দীর্ঘদিন ভালো ও ব্যবহার উপযোগী রাখতে হলে তার যত্ন নেয়াটা খুবই জরুরী, যা আজকের আর্টিকেল পোশাক অনেকদিন যত্নে রাখার ঘরোয়া উপায় থেকে জানতে পারবেন।
সুতি কাপড় কিভাবে যত্ন নেবেন:
পোশাক অনেকদিন যত্নে রাখার ঘরোয়া উপায় এর মধ্যে প্রথমেই সুতি কাপড় কীভাবে যত্ন নিতে হয়, তা জানতে নিম্নোক্ত কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন-
💨 সুতি কাপড় ব্যবহার করার পর তা ভালোভাবে রোদে না শুকিয়ে বা না ধুয়ে কখনোই আলমারিতে ভাঁজ করে রাখবেন না।
💨 আয়রন করার আগে অবশ্যই পোশাকটি উল্টে নিয়ে ইস্ত্রি করে তারপর সোজ পিঠে আয়রন করুন।
আরও পড়ুন: মেছতা কি প্রতিরোধযোগ্য? মেছতার কারণ ও প্রতিকার
💨 সুতি কাপড় শুকানোর আগে কাপড়টি থেকে পানি ঝরিয়ে নিতে হবে এবং অবশ্যই টানটান করে মেলতে হবে। আর মনে রাখবেন, যেন খুব চড়া বা অতিরিক্ত রোগে সুতির কাপড় কখনোই মেলবেন না। হালকা রোগ বা ছায়ায় সুতির পোশাক মেললে তার রঙ নষ্ট হয়না।
সুতি কাপড় কিভাবে ধোয়া যাবে:
💭 সুতি কাপড় প্রাকৃতিক সুতা অর্থাৎ তুলা দিয়ে তৈরী হয়, সেজন্য এর ফেব্রিক খুব সহজেই ছিঁড়ে যায়। তাই ঘঁষে ঘঁষে সুতির পোশাক কখনোই ধুবেন না।
💭 সুতি কাপড় কখনোই প্রচণ্ড গরম পানিতে ভেজাবেন না, এতে পোশাকের রং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
💭 চেষ্টা করবেন, সাধারণত একটি সুতি কাপড় পরিধান করার একমাস পর ধোবেন না। পরার পরপরই ধুয়ে শুকিয়ে ভালোভাবে রেখে দিন।
💭 একবার ধোয়ার পর কাচতে না চাইলে, অবশ্যই তা অন্তত এক ঘণ্টা রোদে দিতে হবে।
💭 সুতি কাপড় কখনোই প্রচণ্ড গরম পানিতে ভেজাবেন না, এতে পোশাকের রং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
💭 চেষ্টা করবেন, সাধারণত একটি সুতি কাপড় পরিধান করার একমাস পর ধোবেন না। পরার পরপরই ধুয়ে শুকিয়ে ভালোভাবে রেখে দিন।
💭 একবার ধোয়ার পর কাচতে না চাইলে, অবশ্যই তা অন্তত এক ঘণ্টা রোদে দিতে হবে।
আরও পড়ুন: Google Maps-এ নিজের বাড়ি ও প্রতিষ্ঠান যুক্ত করার নিয়মাবলী
💭 খামখেয়াল বশত: যদি কোন সুতির পোশাকে কোনো দাগ লেগে যায়, তাহলে আগে দাগটি আলাদা করে তুলে নিন। তারপর সম্পূর্ণ জামাটি পরিষ্কার করুন।
💭 সুতির পোশাকে সাধারণত অনেকেই ভাতের মাড় দিয়ে থাকে, তবে মাড় দেওয়ার পরই পানি ঝরিয়ে নিন।
💭 সুতির পোশাকে সাধারণত অনেকেই ভাতের মাড় দিয়ে থাকে, তবে মাড় দেওয়ার পরই পানি ঝরিয়ে নিন।
সিল্ক পোশাকের যত্ন:
পোশাক অনেকদিন যত্নে রাখার ঘরোয়া উপায় এর মধ্যে আলোচনায় বর্ণিত সিল্কের পোশাক। সাধারণত সিল্কের পোশাক ড্রাই ক্লিন করাই ভালো। তবে তা সাধারণ পানিতে সাবান অথবা ডিটারজেন্ট দিয়ে সিল্কের পোশাক পরিষ্কার করা যাবে। খেয়াল করবেন, অনেক সময় রঙিন সিল্কের পোশাক থেকে রং উঠতে পারে, সেক্ষেত্রে ড্রাই ক্লিন করাই ভালো। সাধারণত সিল্কের পোশাকে অনেক সময় দাগ তুলতে বেশি ঘষাঘষি করা যাবে না। কারণ এতে জায়গাটি দ্রুত ছিঁড়ে যেতে পারে এবং রং নষ্ট হয়ে যেতে পারে। সিল্কের শাড়ি ভাঁজ করে না তা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন।লিনেন পোশাকের যত্ন:
লিনেনের পোশাক ধোয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে, এতে কোন ট্যাগে নির্দেশনা দেয়া আছে কি না। যদি ট্যাগে কোন নির্দেশনা থাকে, তাহলে সেই নির্দেশনা মেনে পোশাক ধোয়াটাই বুদ্ধিমানের কাজ। পোশাক অনেকদিন যত্নে রাখার ঘরোয়া উপায় এর ক্ষেত্রে লিনেনের পোশাকের ক্ষেত্রে ময়লা বেশি হলে কুসুম গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে পরিষ্কার করতে হয়। তবে বিশেষভাবে খেয়াল রাখবেন যেন, লিনেনের পোশাক অন্য কাপড়ের সঙ্গে একত্রে ভিজিয়ে না রাখা হয়। লিনেনের কাপড় আয়রন করার সময় পোশাকটি উল্টো করে আয়রন করাই ভালো।জর্জেট কাপড়ের যত্ন:
পোশাক অনেকদিন যত্নে রাখার ঘরোয়া উপায়-এ আলোচনায় জর্জেট কাপড়ের ক্ষেত্রে খেয়াল করবেন যে, জর্জেট কাপড় একটু ময়লা কমই হয়, তবে হলেও তা অল্পতেই পরিষ্কার হয়ে যায়। সাধারণত যে কোন সাবান বা ডিটারজেন্ট দিয়েই জর্জেট কাপড় পরিষ্কার করা যায়। তবে ডিটারজেন্ট মেশানো পানিতেই জর্জেট কাপড় ভালো পরিষ্কার করা যায়। জর্জেট কাপড়ের আরেকটি সুবিধা, বারবার ইস্ত্রি করার প্রয়োজন পড়ে না এবং নেই ভাঁজ করে রাখারও ঝামেলা। কাপড় ধুয়ে হালকা রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখা যায়।উল পোশাকের যত্ন:
পোশাক অনেকদিন যত্নে রাখার ঘরোয়া উপায় বিষয়ক আলোচনায় উলের পোশাক একটু সাবধানেই ব্যবহার করা উচিত, কেননা উলের পোশাক একটু মোটা হয়। উলের পোশাক ধোয়ার ক্ষেত্রে তা পানিতে ডিটারজেন্ট মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। অথবা লিকুইড সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। মনে রাখবেন, গরম পানিতে বা ওয়াশিং মেশিনে কখনোই উলের কাপড় ধোয়া যাবে না। আর সর্বোপরি সূর্যের আলোতে না শুকিয়ে তা খোলা স্থানে বাতাসে শুকিয়ে নিলে উলের পোশাক ভালো থাকে।পোশাক অনেকদিন যত্নে রাখার ঘরোয়া উপায় - শেষ কথা:
আসলে শখের কাপড়ের যত্ন-আত্তি না করলে তা যেমন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ঠিক তেমনি দীর্ঘদিন যদি কাপড়ের জৌলুস ধরে রাখতে চাই তাহলে তা নিয়মানুযায়ী কাচা, ধোয়া, ইস্ত্রি করতে হবে। কারণ এক এক ধরনের কাপড়ের কাচা, মেলা, শুকনো এবং ইস্ত্রির নিয়ম এক এক রকম। সুতরাং পোশাক অনেকদিন যত্নে রাখার ঘরোয়া উপায়-এ উল্লেখিত সুতি, নাইলন, জর্জেট, সিণ্ক না উল তা দেখে এর সঠিক ধোয়ার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে?
আরও পড়ুন: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে জেনে নিব প্রাকৃতিক ও ঘরোয়া উপায়সমূহ
এরপর কাপড়টি কিভাবে মেলে দেয়া যাবে, তার আয়রনিং প্রক্রিয়া এবং সর্বোপরি ভাঁজ করে রাখার প্রক্রিয়া। আবার যাদের ওয়াশিং মেশিন আছে সেখানে কোন কাপড় কিভাবে ধোয়া যেতে পারে তারও বিভিন্ন নিয়ম রয়েছে। আর্টিকেল সংক্ষিপ্তকার কারণে ওয়াশিং মেশিন টিপস বা ড্রাইং টিপস ইত্যাদি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা সম্ভব হল না। তবে পোশাক অনেকদিন যত্নে রাখার ঘরোয়া উপায় এ বর্ণিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এতোক্ষণ আমাদের সাথে পোশাক অনেকদিন যত্নে রাখার ঘরোয়া উপায় বিষয়ক আর্টিকেলে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url