শখের বেনারসি ধোয়া না ড্রাইওয়াশ কোনটি ভালো? (Which is better, washing or dry-washing of the Benarasi fabric?)
বিয়ে মানেই বেনারসি শাড়ি পরার এক অদম্য প্রতিযোগিতা। আর বলাই বাহুল্য কনে সাজাতে যেন বেনারসির বিকল্প নেই। কিন্তু বেনারসীটি কিভাবে ভালো রাখা যায় তা জানতে শখের বেনারসি ধোয়া না ড্রাইওয়াশ কোনটি ভালো? লেখাটি পড়ুন।
সাধারণত অধিকাংশ বাঙালী নারীরা কোন অনুষ্ঠানে যেতে সর্বপ্রথম বেনারসী শাড়ীটাই আগে খুঁজে। আর পরার পর সেই শাড়ীটা কিভাবে তা ভালো রাখা যায় তা জানতে শখের বেনারসি ধোয়া না ড্রাইওয়াশ কোনটি ভালো? এই বিষয়গুলো জানতে হবে।
পোস্ট সূচিপত্র: শখের বেনারসি ধোয়া না ড্রাইওয়াশ কোনটি ভালো?
একটা কিছু মতামত:
একটা বিষয় খেয়াল করবেন, যেন শীত এলেই বিয়ের ধুম পড়ে যায়। আর এ সময়ে কে কেমন ঘরানার শাড়ি পরবে তা নিয়ে রীতিমতো চলে লড়াই। আসলে আমাদের এই ভারতীয় উপমহাদেশে যুগ যুগ ধরে বাঙালির ঐতিহ্যে বেনারসি শাড়ি রয়েছে প্রথম সারিতে। যার কদর আধুনিক যুগেও বিদ্যমান।
আরও পড়ুন: বিভাগ অনুযায়ী বাংলাদেশের দ্বীপ সংখ্যা
আর নির্দিষ্ট অনুষ্ঠান শেষে শখের শাড়িটি আবার তুলে রাখতেই হয়। আর এখানেই বাধে যতো ঝামেলা। মূলত অনেকে আসলেই জানেন না শখের বেনারসি শাড়িটির কীভাবে যত্ন করতে হয়। সাধারণত নারীরা অধিকাংশ ক্ষেত্রে অনেক যত্নশীল ও রুচির পরিচয় দিয়ে থাকেন। এক্ষেত্রে তারা তখন চিন্তা করেন, এত সুন্দর কাজ করা শাড়িটি নিশ্চয়ই যত্ন করে তুলে রাখার বিশেষ কোন পদ্ধতি অবশ্যই আছে, আর সেটা জানতেই আজকের শখের বেনারসি ধোয়া না ড্রাইওয়াশ কোনটি ভালো? বিষয়ে আপনাকে জানতে হবে।
কিভাবে ধোয়া যাবে বেনারসি:
শখের বেনারসি ধোয়া না ড্রাইওয়াশ কোনটি ভালো? বলতে প্রথমেই শাড়ীটি পানি বা ডিটারজেন্টে ডুবিয়ে কখনো বেনারসি ধোবেন না। সাধারণত বেনারসি শাড়ি ড্রাইওয়াশ করাটাই সবচেয়ে ভালো। এজন্য লন্ড্রিতে পরিষ্কার করাই নিরাপদ।
বেনারসি শাড়ীতে কিভাবে দাগ তোলা যায়:
যদি কোন কারণে বেনারসি শাড়িতে দাগ লেগে যায়, তাহলে ওই স্থানে পানি দিয়ে কখনোই ঘষবেন না। এক্ষেত্রে শখের বেনারসি ধোয়া না ড্রাইওয়াশ কোনটি ভালো? হিসেবে প্রথমে ওই স্থানে সামান্য পেট্রোলিয়াম জেলি দিতে হবে। যদি পারেন, নেইলপলিশ রিমুভার ব্যবহার করতে পারেন। আর তাছাড়াও একটি টিস্যু পেপার দিয়েও জায়গাটা মুছে নিতে পারেন।
আরও পড়ুন: কোন সব খাবারে শিশুর উচ্চতা বাড়ে - শিশু দ্রুত লম্বা হবে কোন খাবারগুলো খেলে?
অন্য উপায় হিসেবে, আপনি বেকিং সোডা দাগের স্থানে ছিটিয়ে ব্রাশ দিয়ে অল্প করে ঘষে তারপর অল্প পানি দিলেই দাগটি উঠে যাবে। সাধারণত বেনারসি শাড়ি শুকাতে হয় ফ্যানের বাতাসে। কোন সময়ই এই ধরণের শাড়ী রোদে কখনোই মেলে দিবেন না, তাতে বেনারসি তার রং হারাবে।
বেনারসী শাড়ী ইস্ত্রি করার নিয়ম:
শখের বেনারসি ধোয়া না ড্রাইওয়াশ কোনটি ভালো? বিষয়ক আর্টিকেলে সাধারণত বেনারসি শাড়ি ইস্ত্রি করার প্রয়োজন হলে লন্ড্রিতে দিতে পারেন, াার নিজে যদি করতে চান, তাহলে প্রথমেই ইস্ত্রির হিট কমানো রয়েছে কি না চেক করে নিন। এরপর শাড়িটি ইস্ত্রি করার সময় অবশ্যই উপরে অন্য একটি পাতলা সুতি কাপড় দিয়ে তবেই তা ইস্ত্রি করবেন।
বেনাসরি শাড়ি সংরক্ষণের নিয়ম:
শখের বেনারসি ধোয়া না ড্রাইওয়াশ কোনটি ভালো? বিষয়ক আলোচনায় কিভাভে বেনারসি শাড়ী সংরক্ষণ করা যেতে পারে। অর্থাৎ বেনারসি শাড়ী আলমারিতে রাখা খুব একটা সহজ কাজ নয়। এজন্য আপনাকে খবরের কাগজ বা পাতলা সুতির কাপড় কিছু না কিছুর মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, তবে সুতি কাপড় হলে সবচেয়ে ভালো। এখানে একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন বেনারসি শাড়িটি যাতে অন্য শাড়ির সঙ্গে না মেশে বা রাখা হয়। কারণ এতে ঘষা লেগে সুতা উঠে আসতে পারে। তবে বেনারসি শাড়ী কখনোই হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না। সাধারণত বেনারসি ভারি হওয়ােই তা ঝুলিয়ে রাখলে কুঁচকে যেতে পারে। সেজন্য অবশ্যই তা আলমারির তাকে একটু ফাঁকা ফাঁকা করে রাখুন।
শখের বেনারসি ধোয়া না ড্রাইওয়াশ কোনটি ভালো?-শেষ কথা:
আশা করছি, শখের বেনারসি ধোয়া না ড্রাইওয়াশ কোনটি ভালো? বিষয়গুলি যদি জেনে থাকেন, তাহলে আপনাদের উপকারে আসবে। আজকের আর্টিকেল থেকে আপনারা বেনারসি শাড়ীটি কিভাবে ধোয়া যায়, দাগ তোলা যায়, ইস্ত্রি ও সংরক্ষণ করার নিয়মসমূহ ইত্যাদি সম্বন্ধে জানতে পারলেন।
আরও পড়ুন: যেভাবে গোলাপ ও জবা ফুল দিয়ে সহজেই হতে পারে রূপচর্চা
এ ছাড়াও শখের বেনারসি ধোয়া না ড্রাইওয়াশ কোনটি ভালো? বিষয়ে আরো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং পরবর্তীতে অন্য কোনো বিষয়ে জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো তথ্যমূলক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। এতোক্ষণ আমাদের সাথে শখের বেনারসি ধোয়া না ড্রাইওয়াশ কোনটি ভালো? বিষয়ে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url