খেজুর বিভিন্ন দেশে কী নামে পরিচিত? (What are Dates known as in different countries?)

বিশ্বে নানা প্রকার ফল রয়েছে। কিন্তু অঞ্চলভেদে এবং ভাষাগত ভিন্নতার কারণে একই রকম ফল একেক দেশে একেক নামে ডাকা হয়। আজকে আমরা খেজুর বিভিন্ন দেশে কী নামে পরিচিত? সেটা জানবো।
মূলত জানার আগ্রহ মানুষকে অসীম করে তোলে। তাই খেজুর বিভিন্ন দেশে কী নামে পরিচিত? তা জানতে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

যে অংশটি পড়তে চান তা ক্লিক করুন:

প্রসঙ্গক্রমে খেজুর

পৃথিবী নামক গোলক ধাঁধাঁয় ২০৬টি দেশ রয়েছে। কিন্তু এই বিশাল পৃথিবীতে নানান দেশের নানান সংস্কৃতির কারণে পোশাক-পরিচ্ছেদ, ভাষাগত ভিন্নতা, আঞ্চলিকতা এমন কি খাবার-দাবারের মত বিভিন্ন পার্থক্য থাকাটাই স্বাভাবিক।

আরও পড়ুন: আমকে বিভিন্ন দেশে কী নামে ডাকা হয়?

আসলে আমাদেরকে কাজের প্রয়োজনে, আত্মীয়তা রক্ষায়, ধর্মীয় জ্ঞান ও অভিজ্ঞতা, দর্শনীয় স্থান পরিদর্শন ইত্যাদি নানা অভিপ্রায়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বা এক দেশে থেকে অন্য দেশে যেতে হয়। সুতরাং যে দেশে যাবো সেই দেশ সম্বন্ধে যদি কিছু অগ্রিম ধারণা গ্রহণ করতে পারি, তাহলে সেটাতো অবশ্যই আমাদের জন্য ভালো, নই কি? সেই কারণেই আজকে আমরা খেজুর বিভিন্ন দেশে কী নামে পরিচিত? তা জানতে নিম্নে বিস্তারিত বর্ণনাটি পড়বো।

খেজুর বিভিন্ন দেশে কী নামে পরিচিত?

  • বাংলাদেশে খেজুরকে Khejur (খেজুর) বলা হয়ে থাকে। বাংলাদেশেও খেজুর শুকনো অবস্থায় খাওয়া হয়।

  • ভারতবর্ষে খেজুরকে Khejur (খেজুর) বলা হয়। ভারতবর্ষে গ্রীষ্মকালীন ফল হিসেবে খেজুর খুবই জনপ্রিয়। ভারতের খেজুর বিভিন্ন প্যাস্ট্রি, মিষ্টান্ন বা মিষ্টি দানাদার খাবারে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও খেজুর অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল হিসেবে এর ব্যবহার সর্বত্র।

  • আমেরিকাতে খেজুরকে Date (ডেট) নামে অভিহিত করে। আমেরিকায় খেজুর বেশিরভাগ শুকনো হিসেবে পাওয়া যায়। তবে এই ফল তারা মিষ্টান্ন বা খাবারে ব্যবহার করে থাকে। যেমন-ডেট পুডিং বা মাফিন ইত্যাদি।

  • খেজুর বিভিন্ন দেশে কী নামে পরিচিত? বলতে যুক্তরাজ্যে খেজুর Date (ডেট) নামে পরিচিত। মূলত এখানেও শুকনো বা তাজা খেজুর পাওয়া যায়। আবার খেজুর মিষ্টান্ন, দই বা সালাদে ব্যবহার করে থাকে।

  • অষ্ট্রেলিয়াতে খেজুরকে Date (ডেট) নামে ডেকে থাকে। তবে সাধারণত অষ্ট্রেলিয়াতে খেজুর শুকনো অবস্থায় খাওয়া হয় এবং এটি মিষ্টান্ন বা শক্ত খাবারেও ব্যবহৃত হয়ে থাকে।

  • খেজুর বিভিন্ন দেশে কী নামে পরিচিত? বলতে ফ্রান্সে খেজুরকে Datte (ড্যাট্টি) বলে। তবে ফ্রান্সে খেজুর শুকনো অবস্থায় পাওয়া যায় এবং এটি  বিভিন্ন মিষ্টান্ন বা ডেজার্টের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে।

  • জার্মানিতে খেজুরকে Dattel (ড্যাট্টিল) নামে পরিচিত। এখানেও খেজুর শুকনো অবস্থায় খাওয়া হয় এটি দিয়ে মিষ্টান্ন বা ডেজার্টে ব্যবহৃত হয়ে থাকে।

আরও পড়ুন: আপেলকে বিভিন্ন দেশে কী নামে ডাকে?

  • খেজুর বিভিন্ন দেশে কী নামে পরিচিত? হিসেবে যেমন-ইতালিতে খেজুরকে Dattero (ড্যাট্টিউরো) বলা হয়। মূলত এখানেও খেজুরকে মিষ্টান্ন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এবং বিশেষ কোন ধর্মীয় অনুষ্ঠানে বা উৎসবে তারা খেজুর খেয়ে থাকে।

  • স্পেনে খেজুরকে Dátil (ড্যাঁটিল) নামে বলা হয়। তবে স্পেনের কিছু অঞ্চলে খেজুর কিন্তু স্থানীয়ভাবে তৈরী হয়।

  • মেক্সিকোতেও খেজুরকে Dátil (ড্যাঁটিল) নামে বলা হয়। এখানেও খেজুর শুকনো অবস্থায় খাওয়া হয়।

  • খেজুর বিভিন্ন দেশে কী নামে পরিচিত? বলতে চীন দেশে খেজুরকে চীনা ভাষায় 枣 (Zǎo) বলে। অন্যান্য দেশের ন্যায় চীনে খেজুর অত্যন্ত  জনপ্রিয় একটি ফল এবং সাধারণত শুকনো হিসেবেই বেশী ব্যবহৃত হয়ে থাকে।

  • জাপানে খেজুরকে জাপানী ভাষায় デーツ (Dētsu) নামে পরিচিত। জাপানেও খেজুর শুকনো আকারে পাওয়া যায় ও ব্যবহৃত হয়ে থাকে।

  • রাশিয়ায় খেজুরকে রাশিয়ান ভাষায় Финик (Finik) বলা হয়। এখানেও খেজুর শুকনো অবস্থায় পাওয়া যায়।

  • খেজুর বিভিন্ন দেশে কী নামে পরিচিত? হিসেবে যেমন-ব্রাজিলে খেজুরকে Tâmara (ট্যাঁমারা) নামে বলা হয়। এখানেও খেজুর শুকনো হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

  • দক্ষিণ আফ্রিকায় খেজুরকে Date (ডেট) নামে পরিচিত। এখানেও খেজুর শুকনো অবস্থায় খাওয়া হয়।

  • খেজুর বিভিন্ন দেশে কী নামে পরিচিত? বলতে যেমন-মিশরে খেজুরকে আঞ্চলিক ভাষায়  (Tamar) নামে ডাকা হয়। তবে মিশরে খেজুর অত্যন্ত জনপ্রিয় একটি ফল এবং এখানেও খেজুর শুকনো হিসেবে খাওয়া হয়।

খেজুর বিভিন্ন দেশে কী নামে পরিচিত?-শেষ কথা:

মোটকথা, কৃষ্টি-কালচার, ভাষা, প্রথাগত ঐতিহ্য এবং সর্বোপরি আঞ্চলিকতার সংমিশ্রণে পৃথিবীর বিভিন্ন দেশে খেজুরের নাম ভিন্ন হতে পারে, তবে অধিকাংশ দেশেই খেজুর একটি জনপ্রিয় এবং সুস্বাদু এবং পুষ্টিকর ফল হিসেবে পরিচিত। মূলত খেজুর বিভিন্ন দেশে কী নামে পরিচিত? বলতে এর বিভিন্ন জাতও রয়েছে, তাদের মধ্যে যেমন-আজওয়া, মরিয়ম, আনবারা, সাগি, শালাবি, খুদরি এমন অনেক খেজুর আছে যেগুলো সবচেয়ে ভালো। তবে এদের মধ্যে আজওয়া খেজুরই সবচেয়ে ভালো বলা যায়।

আরও পড়ুন: পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়?

আশা করি. আজকের খেজুর বিভিন্ন দেশে কী নামে পরিচিত? আর্টিকেল থেকে খেজুরকে বিভিন্ন দেশে কী নামে ডেকে থাকে, তা ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছেন। এ রকম আরও তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পরিশেষে খেজুর বিভিন্ন দেশে কী নামে পরিচিত? বিষয়ক আলোচনায় সম্পৃক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url