পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়? (What is GUAVA called in other countries?)
বিশ্বে নানা প্রকার ফল রয়েছে। কিন্তু অঞ্চল এবং ভাষাগত ভিন্নতার কারণে একই রকম ফল একেক দেশে একেক নামে ডাকা হয়। আজকে আমরা পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়? সেটা জানবো।
আসলে জানার আগ্রহ মানুষকে অনেক কৌতুহলী করে তোলে। সুতরাং পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়? সেটা জানতে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
যে অংশটি পড়তে চান তা ক্লিক করুন:
সারা বিশ্বে বিভিন্ন ফলকে বিভিন্ন নামে ডাকা হয়
পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়?
শেষ কথা
সারা বিশ্বে বিভিন্ন ফলকে বিভিন্ন নামে ডাকা হয়
বর্তমানে পৃথিবী নামক গোলকে ২০৬টি দেশ আছে। এদের মধ্যে ১৯৩টি দেশ জাতি সংঘের সদস্য রাষ্ট্র এবং দুটি দেশ (হলি সি এবং প্যালেস্টাইন) পর্যবেক্ষক হিসেবে আছে। এ ছাড়া বাকি ১১টি রাষ্ট্র জাতি সংঘের সদস্য নয়। সুতরাং এই বিশাল পৃথিবীতে নানান দেশের নানান সংস্কৃতির কারণে পোশাক-পরিচ্ছেদ, ভাষাগত ভিন্নতা, খাবার-দাবারের মত বিভিন্ন পার্থক্য থাকাটাই তো স্বাভাবিক।
আরও পড়ুন: আমকে বিভিন্ন দেশে কী নামে ডাকা হয়?
আমাদেরকে অনেক সময় কাজের প্রয়োজনে, আত্মীয়তা রক্ষায়, ধর্মীয় জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন ইত্যাদির অভিপ্রায়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, এক দেশে থেকে অন্য দেশে যেতে হয়। সুতরাং যে দেশে যাবো সেই দেশ সম্বন্ধে কিছু অগ্রিম ধারণা নিতে পারি, তাহলে সেটাতো আমাদের জন্য ভালো কিছু। সেইকারণেই আজকে আমরা পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়? তা জানতে নিম্নে বর্ণিত আর্টিকেলটি পড়বো।
পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়?
- বাংলাদেশে পেয়ারাকে পেয়ারা এবং ইংরেজিতে Guava বলে। এখানে পেয়ারা বেশিরভাগই কাঁচা খাওয়া হয়, আবার অনেক সময় তা সরিষা বাটা ও ঝাল মসল্লা দিয়ে মুখরোচক করেও তা খাওয়া হয়ে থাকে। বিভিন্ন জাতের পেয়ারা বাংলাদেশে পাওয়া যায়, তার মধ্যে কাজী পেয়ারা, থাই পেয়ারা ইত্যাদি অন্যতম।
- ভারতে পেয়ারাকে (Peyara) নামেই অভিহিত করা হয়। সাধারণত পেয়ারা কাঁচা খাওয়া হয়, তবে পাকা পেয়ারা মিষ্টি এবং সুস্বাদু। এখানে পেয়ারা জাম, জেলি, জুস বা মিষ্টান্নে ব্যবহার করা হয় এবং পুষ্টিকর ও ভিটামিন সি-তে সমৃদ্ধ একটি ফল।
- মার্কিন যুক্তরাষ্ট্রে পেয়ারাকে Guava বলা হয়। সাধারণত এখানে এটি জুস বা মিষ্টান্নে ব্যবহার করা হয়। তবে কিছু অঞ্চলে এটি তাজা খাওয়া হয় এবং বিভিন্ন প্রকার প্রজাতির পেয়ারাও এখানে পাওয়া যায়। যেমন-স্ট্রবেরি পেয়ারা, পাইনাপল পেয়ারা ইত্যাদি।
- যুক্তরাজ্যে পেয়ারাকে Guava বলে। এটি বিশেষ করে মিষ্টান্ন বা জুস তৈরির জন্য ব্যবহৃত হয়। ব্রিটেনে পেয়ারা তাজা বা শুকনো অবস্থায় খাওয়া হয় এবং এটি অন্যান্য ফলের সঙ্গে মিশিয়েও খাওয়া হয়ে থাকে।
- অষ্ট্রেলিয়ায় পেয়ারাকে Guava বলে। এখানেও পেয়ারার বিভিন্ন প্রজাতি পাওয়া যায়, তবে এটি বিশেষত জুস এবং মিষ্টান্নে ব্যবহৃত হয়।
- পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়? বলতে ফ্রান্সে পেয়ারোকে Goiave বলা হয়। এখানে পেয়ারা সাধারণত জুস, মিষ্টান্ন এবং বিভিন্ন প্রকার সালাদে ব্যবহৃত হয়ে থাকে।
- জার্মানিতে পেয়ারাকে Guave বলে থাকে। জার্মানিতে এটি সাধারণত জুস এবং মিষ্টান্নে ব্যবহার করা হয় এবং পেয়ারা শুকনো অবস্থায়ও খাওয়া যায়।
- ইতালিতেও পেয়ারাকে Guava-ই বলে। গ্রীষ্মকালে এখানে এটি অত্যন্ত জনপ্রিয় ফল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ইতালিতে পেয়ারা সাধারণত জুস বা মিষ্টান্নে ব্যবহৃত হয়।
- পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়? এর ক্ষেত্রে স্পেনে পেয়ারাকে Guayaba বলা হয়। এখানে এটি সালাদ, জুস বা মিষ্টান্নে ব্যবহৃত হয়। তবে স্পেনের কিছু অঞ্চলে পেয়ারা খুবই জনপ্রিয় একটি ফল এবং এটি একাধিক জাতের হয়ে থাকে।
আরও পড়ুন: বাংলায় আরবি খাবারের নাম সমূহ - আরবি দেশের নাম সমূহ
- মেক্সিকোতে পেয়ারাকে Guayaba বলে। মেক্সিকোতে পেয়ারা প্রধানত মিষ্টান্ন, জুস এবং বিভিন্ন স্ন্যাকস তৈরিতে ব্যবহৃত হয়। মেক্সিকোতে পেয়ারা অনেকটাই মিষ্টি এবং তাজা।
- পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়? বলতে চীনে পেয়ারাকে চাইনিজ ভাষায় 番石榴 (Fān shí liú) বলে। তবে চীনে পেয়ারা কিন্তু প্রায়ই তাজা খাওয়া হয় আবার তা মিষ্টান্ন বা জুস তৈরিতেও ব্যবহৃত হয়ে থাকে।
- জাপানে পেয়ারাকে জাপানিজ ভাষায় グアバ (Guaba) বলে। জাপানে পেয়ারা সাধারণত জুস বা মিষ্টান্নে বেশি ব্যবহৃত হয়, তবে মিষ্টি স্বাদের জন্য পেয়ারা এখানে অত্যন্ত জনপ্রিয় একটি ফল।
- রাশিয়াতে পেয়ারাকে Гуава (Guava) বলা হয়। তবে রাশিয়াতে পেয়ারা প্রধানত মিষ্টান্ন, জুস এবং ডেজার্টে ব্যবহৃত হয়।
- পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়? বলতে ব্রাজিলে পেয়ারাকে Goiaba বলে। ব্রাজিলে এটি বিশেষভাবে মিষ্টান্ন, সস এবং জুস তৈরি করতে ব্যবহৃত হয়। ব্রাজিলে প্রচুর পরিমানে পেয়ারা পাওয়া যায়।
- দক্ষিণ আফ্রিকায় পেয়ারাকে Guava-ই বলে। গ্রীষ্মকালীন ফল হিসেবে এটি খুবই জনপ্রিয়। মূলত দক্ষিণ আফ্রিকায় পেয়ারা সাধারণত মিষ্টান্ন, জুস বা ফলমূল হিসেবে খাওয়া হয়ে থাকে।
- পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়? বলতে মিশরে পেয়ারাকে جوافة (Gawafa) বলা হয়। মিশরে পেয়ারার জুস, মিষ্টান্ন এবং বিভিন্ন খাবারে ব্যবহৃত হয়ে থাকে।
পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়? -শেষ কথা:
আসলে বিভিন্ন দেশে পেয়ারার নাম প্রায় এক হলেও স্থানীয় ভাষায় উচ্চারণে বা বানান একটু পরিবর্তন হতে পারে। মোট কথা, পেয়ারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে একটি অত্যন্ত জনপ্রিয় ফল এর বিভিন্ন জাত ও প্রজাতি মোটামুটিভাবে সব স্থানেই পাওয়া যায়। অর্থাৎ পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়? তা আমরা উপরোক্ত আলোচনা থেকে জানতে পেরেছি।
আরও পড়ুন: মৌসুমী লটকন ফলের পুষ্টিগুণ ও উপকারিতাসমূহ
আশা করি. আজকের পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়? আর্টিকেল থেকে পেয়ারাকে বিশ্বের বিভিন্ন দেশে কী নামে ডেকে থাকে, তা ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছেন। এ রকম আরও তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পরিশেষে পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়? বিষয়ক আলোচনায় সম্পৃক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url