কমলাকে বিশ্বের নানা দেশে কী নামে ডাকে? (What is Orange called in different countries of the world?)
বিশ্বে নানা প্রকার ফল রয়েছে। কিন্তু অঞ্চলভেদে এবং ভাষাগত ভিন্নতার কারণে একই রকম ফল একেক দেশে একেক নামে ডাকা হয়। আজকে আমরা কমলাকে বিশ্বের নানা দেশে কী নামে ডাকে? সেটা জানবো।
মূলত জানার আগ্রহ মানুষকে অসীম করে তোলে। তাই কমলাকে বিশ্বের নানা দেশে কী নামে ডাকে? তা জানতে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
যে অংশটি পড়তে চান তা ক্লিক করুন:
সারা বিশ্বে ফলকে বিভিন্ন নামে ডাকা হয়
পৃথিবী নামক গ্রহটিতে ২০৬টি দেশ আছে। আর বিশাল এই পৃথিবীর নানান দেশের নানান সংস্কৃতির কারণে পোশাক-পরিচ্ছেদ, ভাষাগত ভিন্নতা, খাবার-দাবারের নামের ভিন্নতাসহ বৈচিত্র্যময় সবকিছু!
আরও পড়ুন: আমকে বিভিন্ন দেশে কী নামে ডাকা হয়?
অনেক সময় আমাদের কাজের প্রয়োজনে, আত্মীয়তা রক্ষায়, ধর্মীয় জ্ঞান, ভ্রমণ বা অভিজ্ঞতা অর্জন ইত্যাদির অভিপ্রায়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, এক দেশে থেকে অন্য দেশে যেতে হয়। সুতরাং যে দেশে যাবো সেই দেশ সম্বন্ধে যদি কিছু অগ্রিম ধারণা নিতে পারি, তাহলে সেটাতো আমাদের জন্য ভালো কিছু, নই কি? সেই কারণেই আজকে আমরা কমলাকে বিশ্বের নানা দেশে কী নামে ডাকে? তা জানতে নিম্নে বিস্তারিত বর্ণনাটি পড়বো।
কমলাকে বিশ্বের নানা দেশে কী নামে ডাকে?
- বাংলাদেশে কমলাকে কমলা এবং ইংরেজিতে Orange বলে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কমলা চাষ হচ্ছে।
- ভারতেও কমলাকে কমলা এবং ইংরেজিতে Orange বলে। এখানে কমলা খুবই একটি জনপ্রিয় ফল, বিশেষ করে গ্রীষ্মকালে। এখানে কমলা সাধারণত তাজা বা জুস হিসেবে খাওয়া হয়।
- যুক্তরাষ্ট কমলা Orange নামেই পরিচিত। এখানে কমলা অনেক ধরনের পাওয়া যায়< যেমন-নাবেল, ভ্যালেনসিয়া, হোমো অরেঞ্জ ইত্যাদি। এটি প্রায়ই জুস, সালাদ বা ডেজার্টে ব্যবহৃত হয়।
- যুক্তরাজ্যের কমলা Orange নামেই পরিচিত। এটি সালাদ, জুস বা অন্যান্য মিষ্টান্নে ব্যবহৃত হয়। এ ছাড়াও এখানে কমরার বিভিন্ন প্রজাতি পাওয়া যায়।
- কমলাকে বিশ্বের নানা দেশে কী নামে ডাকে?-এর ক্ষেত্রে, যেমন-অস্ট্রেলিয়াতে কমলাকে Orange বলা হয়।। এখানে অনেক ধরনের কমলা পাওয়া যায়, যেমন-ভ্যালেনসিয়া, নাভেল ইত্যাদি। অষ্ট্রেলিয়ায় কমলা জুস, মিষ্টি এবং সালাদে বেশী ব্যবহৃত হয়।
- ফ্রান্সে কমলা Orange নামেই পরিচিত। ফ্রান্সে কমলা বেশ জনপ্রিয় এবং এটি বিভিন্ন ডেজার্ট ও সাইট্রাস বেজড খাবারে ব্যবহৃত হয়। এখানে Blood Orange বা লাল কমলা বেশ জনপ্রিয়।
- জার্মানিতেও কমলাকে Orange বলা হয়। জার্মানিতে কমলার জুস খুবই জনপ্রিয় এবং এটি বিভিন্ন খাবারে স্বাদ বাড়ানোর জন্য ব্যবহৃত হয়।
- কমলাকে বিশ্বের নানা দেশে কী নামে ডাকে? বলতে ইতালিতে কমলাকে Arancia বলা হয়। ইতালিতে কমলার অনেক প্রজাতি রয়েছে। এটি সাধারণত মিষ্টান্ন, জুস এবং সালাদে ব্যবহৃত হয়। অষ্ট্রেলিয়ার মতো এখানেও Blood Orange (লাল কমলা) খুবই জনপ্রিয়।
- স্পেনে কমলাকে Naranja বলা হয়। স্পেনের বিভিন্ন অঞ্চলে কমলা উৎপাদিত হয় এবং এটি সাইট্রাস-based ডেজার্ট এবং জুসে ব্যবহৃত হয়।
আরও পড়ুন: আপেলকে বিভিন্ন দেশে কী নামে ডাকে?
- কমলাকে বিশ্বের নানা দেশে কী নামে ডাকে?-এর ক্ষেত্রে যেমন-মেক্সিকোতেও কমলাকে Naranja নামে ডাকা হয়। মেস্কিকোতে কমলা ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন জুস, ডেজার্ট এবং সালাদে এটি ব্যবহার করা হয়।
- চীনে কমলাকে 橙子 (Chéngzi) বলা হয়। অন্যান্য দেশের ন্যায় চীনেও কমলা খুবই জনপ্রিয় একটি ফল। এটি তাজা, জুস সহ বিভিন্ন ডেজার্টে ব্যবহৃত হয়ে থাকে।
- কমলাকে বিশ্বের নানা দেশে কী নামে ডাকে? - এর ক্ষেত্রে যেমন - জাপানে কমলাকে জাপানী ভাষায় オレンジ (Orenji) বলা হয়। জাপানে Mikan নামে ছোট্ট জাতের একটি কমলা খুবই জনপ্রিয়, যা শীতকালে খাওয়া হয়।
- রাশিয়াতে রাশিয়ান ভাষায় কমলাকে Апельсин (Apelsin) নামে বলা হয়। এখানে কমলা সাধারণত শীতকালে খাওয়া হয় এবং এটি সালাদ, জুস এবং ডেজার্টে ব্যবহৃত হয়।
- কমলাকে বিশ্বের নানা দেশে কী নামে ডাকে? বলতে ব্রাজিলে কমলাকে Laranja বলা হয়। অন্যান্য দেশের ন্যায় ব্রাজিলে কমলার বিভিন্ন জাত রয়েছে এবং এটি জুস ও অন্যান্য সাইট্রাস-based খাবারে ব্যবহৃত হয়।
- তবে দক্ষিণ আফ্রিকাতে কমলাকে Orange-ই বলা হয়। অন্যান্য দেশের ন্যায় দক্ষিণ আফ্রিকাতেও প্রচুর কমলা উৎপাদন হয়ে থাকে। এটি জুস, মিষ্টান্ন বা সালাদে ব্যবহৃত হয়।
- কমলাকে বিশ্বের নানা দেশে কী নামে ডাকে? বলতে মিশরে কমলাকে برتقال (Burtuqal) বলা হয়। অন্যান্য দেশের মতই মিশরে কমলা অত্যন্ত জনপ্রিয় ফল। এটি বেশিরভাগ সময় তাজা বা জুস হিসেবে খাওয়া হয়।
মূলত, বিভিন্ন দেশে কমলার নাম ভিন্ন হতে পারে, তবে কমলার পুষ্টিগুণ এবং ব্যবহার সব দেশেই প্রায় একই সমান। কমলা সব জায়গায় জনপ্রিয় এবং এটি সাইট্রাস পরিবারভুক্ত ফল হিসেবে বিভিন্ন খাবার, জুস বা ডেজার্টে ব্যবহৃত হয়।
কমলাকে বিশ্বের নানা দেশে কী নামে ডাকে? -শেষ কথা:
আসলে বিভিন্ন দেশে কমলার নাম প্রায় এক হলেও স্থানীয় ভাষায় উচ্চারণে বা বানান একটু পরিবর্তন হতে পারে। মোট কথা, কমলা বিশ্বের বিভিন্ন অঞ্চলে একটি অত্যন্ত জনপ্রিয় ফল এর বিভিন্ন জাত ও প্রজাতি মোটামুটিভাবে সব স্থানেই পাওয়া যায়।
আরও পড়ুন: পেয়ারাকে অন্যান্য দেশে কী নামে ডাকা হয়?
আশা করি. আজকের কমলাকে বিশ্বের নানা দেশে কী নামে ডাকে? তা ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছেন। এ রকম আরও তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পরিশেষে কমলাকে বিশ্বের নানা দেশে কী নামে ডাকে? বিষয়ক আলোচনায় সম্পৃক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url