তিল কেন হয়? কিভাবে তা দূর করতে হয় জানুন? (Why do Moles occur? Know how to remove them?)

মুখে তিল হওয়ার ফলে অনেক সময় অনেক ক্ষেত্রে একটি বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তাই আজকে আমরা তিল কেন হয়? কিভাবে তা দূর করতে হয় জানুন? ইত্যাদি বিষয় জানবো।
জন্মগত ভাবে মানুষের শরীরের বিভিন্ন স্থানে কালো বা বাদামী চিহ্ন দেখা যায়, যাকে তিল বলা হয়। সুতরাং আজকে আমরা জানবো তিল কেন হয়? কিভাবে তা দূর করতে হয় জানুন? ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে।

নিচের যে স্থানটি পড়তে চান তা ক্লিক করুন:

তিল কেন হয়?

তিল কেন হয়? কিভাবে তা দূর করতে হয় জানুন? বিষয়ে জানতে গেলে অবশ্যই তিল কেন হয় এই বিষয়টি আগে বুঝতে হবে। সাধারণত তিল হচ্ছে গোলাকৃতি যা ২-৪ মিমির মতো হয়ে থাকে। এটি আমাদের ত্বকের সমান স্তরে অবস্থান করে তবে এর দ্বারা ত্বকের কোন ক্ষতিসাধিত হয় না। এই তিল অবশ্য অনেকেরই যখন অতিরিক্ত হয়ে যায় বা শরীরের কোন এক স্থান তা ঘন হয়ে যায়, তখন অনেকেই এর থেকে পরিত্রাণ চেয়ে থাকেন। একটা বিষয় জেনে রাখা ভালো, তিল কোনো রোগ বা শারীরিক সমস্যা নয়। সাধারণত ফ্রিকেলস বা তিল অনেকটাই বংশগত বা পরিবারের মধ্যে কারও এ সমস্যা থেকে থাকলে অথবা প্রখর সূর্যের ক্ষতিকর রশ্মির কারণেও শরীরে তিল বেশি হয়ে থাকে। তবে যাদের ত্বক ফর্সা তাদের ক্ষেত্রে এ তিল বা দাগ বেশি পরিলক্ষিত হয়ে থাকে।

তিলের প্রকারভেদ:

ফ্রিকেলস বা তিল সাধারণত দুই ধরণের হয়ে থাকে। যেমন-এফিলাইডস এবং লেনটিজাইন্স। আজকের আর্টিকেল থেকে তিল কেন হয়? কিভাবে তা দূর করতে হয় জানুন? এর ক্ষেত্রে তিলের প্রকারভেদ জানাটা খুবই জরুরী। যেমন-
এফিলাইডস তিলগুলি সাধারণত লালচে বাদামি রঙের হয়ে থাকে আর তা গ্রীষ্মকালে বেশী হয়ে থাকে এবং শীত এলেই তা চলে যায়। আবার এই ধরনের ফ্রিকেলস বা তিল বংশগতও হতে পারে।

আরও পড়ুন: জেনে নিন, বিভাগ অনুযায়ী বাংলাদেশে চরের তালিকা সমূহ

লেনটিজাইন্স ধরণের তিলগুলি এফিলাইডস তিলের থেকেও গাঢ় রঙের হয়ে থাকে। ছোট ছোট দাগের মতো এগুলো বাদামি বা কালো রঙের দেখা যায়। তবে এই তিলগুলি কিন্তু শীতকালে চলে যায় না, বরঞ্চ তা বছরব্যাপী সুন্দর ত্বকে অবস্থান করে থাকে এবং এটিও অনেকটা বংশগত সমস্যা হিসেবে ধরা হয়।

তিলের লক্ষণসমূহ:

তিল কেন হয়? কিভাবে তা দূর করতে হয় জানুন? বা এর লক্ষণগুলি কি কি তা জানতে হবে। সাধারণত ফ্রিকেলস বা তিল কালো বা বাদামি দাগ, যা মানুষের মুখের ত্বকেই বেশি হয়ে থাকে। তবে বিশেষ করে এই তিলগুলি সাধারণত নাকের দুই পাশের জায়গাগুলোতেই বেশি হয়ে থাকে। ফর্সা বা ফ্যাকাসে ধরণের ত্বকে এর আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে সবচেয়ে বেশী। তবে রোদের আলোতে তিলগুলি আরও বেশী স্পষ্টভাবে পরিলক্ষিত হয়।

তিলের কারণসমূহ:

তিল কেন হয়? কিভাবে তা দূর করতে হয় জানুন? বা ত্বকে তিল হওয়ার কি কি কারণ তা জানতে-
জেনেটিক্যালি তিল হয়ে থাকে, অর্থাৎ বংশগত কারণেও তিল হতে পারে।
হরমোনাল ইমব্যালেন্সের জন্যও তিল হয়ে থাকে। যেমন-বেশি পরিমাণে ইস্ট্রোজেন ক্ষরিত হলে বা ত্বকের উপরিভাগে মেলানিনসহ অন্যান্য পিগমেন্ট বেড়ে গেলে ফ্রিকেলস বা তিল সৃষ্টি হতে পারে।
সূর্যের অতিরিক্ত রশ্মিতে অবস্থান করার কারণেও তিল হতে পারে।

কিভাবে সমাধান করা যেতে পারে:

তিল কেন হয়? কিভাবে তা দূর করতে হয় জানুন? অথবা ফ্রিকেলস থেকে পরিত্রাণের লক্ষ্যে যতটা সম্ভব রৌদ্র এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবং বিশেষ করে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

আরও পড়ুন: যেভাবে গোলাপ ও জবা ফুল দিয়ে সহজেই হতে পারে রূপচর্চা

তিল কেন হয়? কিভাবে তা দূর করতে হয় জানুন? এর ক্ষেত্রে উপরোক্ত সময়ের মধ্যে বাহিরে বের হতে হলে অবশ্যই সাথে ছাতা, টুপি বা প্রয়োজনে মুখে ন্বার্প ব্যবহার করতে হবে। এ ছাড়াও রোদ চশমা বা ভালোমনের সান ব্লক ব্যবহার করা করতে পারেন।
সর্বোপরি তিল কেন হয়? কিভাবে তা দূর করতে হয় জানুন? এর ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে হবে এবং সেইসঙ্গে সুষম জাতীয় খাদ্য গ্রহণ করা অতীব জরুরী।

তিল কেন হয়? কিভাবে তা দূর করতে হয় জানুন?-শেষ কথা:

আজকের আর্টিকেল তিল কেন হয়? কিভাবে তা দূর করতে হয় জানুন? ইত্যাদি সম্বন্ধে আপনারা জানতে পেরেছেন। সাধারণত ফ্রিকেলস বা তিল কখনো পুরোপুরিভাবে সেরে উঠেনা একথা ঠিক না। তিল কেন হয়? কিভাবে তা দূর করতে হয় জানুন? বর্ণনাতে বলা যায় নিয়মিত চর্চায় এ সমস্যার সমাধান সম্ভব। আসলে ফ্রিকেলস সারিয়ে তোলার জন্য তেমন কোন খাবার নেই, তারপরেও ঘরোয়া ভাবে চিকিৎসার ক্ষেত্রে কিছু খাদ্য-খাবারের নাম প্রদত্ত হলো, যা ত্বকের তিল সারনোর চিকিৎসায় সহায়তা করে থাকে। যেমন-টাটকা বা সতেজ শাক-সবজি, দুধ, ডিম, বীজ, ভিটামিন এ-বি-সি, ফ্যাটি এসিড ইত্যাদি। এ ছাড়াও লেজার চিকিৎসার মাধ্যমেও ফ্রিকেলস সারিয়ে তোলা যায়। আবার অনেকেই বিভিন্ন গুণগত মান সম্পন্ন প্রসাধনী ব্যবহার করেও ফ্রিকেলস সারিয়ে তোলেন।

আরও পড়ুন: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে জেনে নিব প্রাকৃতিক ও ঘরোয়া উপায়সমূহ

সুতরাং তিল কেন হয়? কিভাবে তা দূর করতে হয় জানুন? ইত্যাদি বিষয়গুলি জেনে থাকলে আপনাদের উপকারে আসবে। সর্বোপরি এতোক্ষণ আমাদের তিল কেন হয়? কিভাবে তা দূর করতে হয় জানুন? বিষয়ক আর্টিকেলে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url